অনলাইন ডেস্ক
নতুন বাজেট স্মার্টফোন ‘রেডমি ১৩ এক্স’ লঞ্চ করেছে চীনা কোম্পানি শাওমি। প্রথমে ফোনটি ভিয়েতনামের বাজারে বিক্রি হবে। পর্যায়ক্রমে বাংলাদেশসহ বিভিন্ন বাজারে ফোনটি পাওয়া যেতে পারে। এই ফোনে ৮ জিবি র্যাম মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং ৫ হাজার ৩০ এমএইচ ব্যাটারি রয়েছে।
ছবি তোলার জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটির দাম
ভিয়েতনামে রেডমি ১৩ এক্স ফোনটি দুটি র্যামের সংস্করণে উন্মোচন করা হয়েছে। ফোনটির ৬ জিবি র্যাম সহ বেস মডেলের দাম ৪২ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং এবং ৮ জিবি র্যামের মডেলের দাম ৪৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং। তাই বাংলাদেশি মুদ্রায় তা যথাক্রমে ২০ হাজার ১২২ টাকা ও ২১ হাজার ৯৯৮ টাকা। তাই এই ফোনটি বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হলে এর দাম ২০–২১ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনটি সিল্ক গোল্ড (সোনালি), মিডনাইট ব্ল্যাক (কালো), সিল্ক ব্লু (নীল) রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩ এক্স–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২ জি,৩ জি,৪ জি
আয়তন: ১৬৮.৬ মিলিমিটার x ৭৬.২৮ মিলিমিটার x ৮.৩ মিলিমিটার
ওজন: ১৯৮ গ্রাম
সিম: সিম ১ + হাইব্রিড (সিম অথবা মাইক্রোএসডি)
ডিসপ্লে: ৬.৭৯” এফএইচডি+ ডটডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
গঠন: প্লাস্টিক
সাইজ: ৬ দশমিক ৭৯ ইঞ্চি
রেজল্যুশন: ২৪৬০ x ১০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৪৫০ নিটস (টিপিক্যাল), ৫৫০ নিটস (এইচবিএম)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েডভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা
সিপিইউ: অক্টাকোর (কোর্স-এ ৫৫ + কোর্স-এ ৭৫), ২. ০ গিগাহার্টজ
জিপিইউ: মালি-জি ৫২ এমসি ২
র্যাম: ৬ জিবি/ ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/ ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৪
জিপিএস: গ্লোনাস, গ্যালিলিও, বেইডো
রেডিও: এফএম রেডিও (হেডফোন জ্যাক সহ)
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই ফেস আনলক
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
রং: সিল্ক গোল্ড, মিডনাইট ব্ল্যাক, সিল্ক ব্লু
তথ্যসূত্র: ৯১ মোবাইলস, শাওমি
নতুন বাজেট স্মার্টফোন ‘রেডমি ১৩ এক্স’ লঞ্চ করেছে চীনা কোম্পানি শাওমি। প্রথমে ফোনটি ভিয়েতনামের বাজারে বিক্রি হবে। পর্যায়ক্রমে বাংলাদেশসহ বিভিন্ন বাজারে ফোনটি পাওয়া যেতে পারে। এই ফোনে ৮ জিবি র্যাম মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং ৫ হাজার ৩০ এমএইচ ব্যাটারি রয়েছে।
ছবি তোলার জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটির দাম
ভিয়েতনামে রেডমি ১৩ এক্স ফোনটি দুটি র্যামের সংস্করণে উন্মোচন করা হয়েছে। ফোনটির ৬ জিবি র্যাম সহ বেস মডেলের দাম ৪২ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং এবং ৮ জিবি র্যামের মডেলের দাম ৪৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং। তাই বাংলাদেশি মুদ্রায় তা যথাক্রমে ২০ হাজার ১২২ টাকা ও ২১ হাজার ৯৯৮ টাকা। তাই এই ফোনটি বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হলে এর দাম ২০–২১ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনটি সিল্ক গোল্ড (সোনালি), মিডনাইট ব্ল্যাক (কালো), সিল্ক ব্লু (নীল) রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩ এক্স–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২ জি,৩ জি,৪ জি
আয়তন: ১৬৮.৬ মিলিমিটার x ৭৬.২৮ মিলিমিটার x ৮.৩ মিলিমিটার
ওজন: ১৯৮ গ্রাম
সিম: সিম ১ + হাইব্রিড (সিম অথবা মাইক্রোএসডি)
ডিসপ্লে: ৬.৭৯” এফএইচডি+ ডটডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
গঠন: প্লাস্টিক
সাইজ: ৬ দশমিক ৭৯ ইঞ্চি
রেজল্যুশন: ২৪৬০ x ১০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৪৫০ নিটস (টিপিক্যাল), ৫৫০ নিটস (এইচবিএম)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েডভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা
সিপিইউ: অক্টাকোর (কোর্স-এ ৫৫ + কোর্স-এ ৭৫), ২. ০ গিগাহার্টজ
জিপিইউ: মালি-জি ৫২ এমসি ২
র্যাম: ৬ জিবি/ ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/ ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৪
জিপিএস: গ্লোনাস, গ্যালিলিও, বেইডো
রেডিও: এফএম রেডিও (হেডফোন জ্যাক সহ)
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই ফেস আনলক
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
রং: সিল্ক গোল্ড, মিডনাইট ব্ল্যাক, সিল্ক ব্লু
তথ্যসূত্র: ৯১ মোবাইলস, শাওমি
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই
৫ ঘণ্টা আগেপ্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে।
৮ ঘণ্টা আগেদেশে পরীক্ষামূলকভাবে শুরু হলো ইলন মাস্কের স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে স্টারলিংকের এই দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি–কে ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে বলে সর্তক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক্সপোর্ট কন্ট্রোল বা রপ্তানি নিয়ন্ত্রণ তদন্তের কারণে ১ বিলিয়ন ডলার বা তারও বেশি জরিমানা দিতে হতে পারে টিএসএমসি–কে
১০ ঘণ্টা আগে