আজকের পত্রিকা ডেস্ক
গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআইয়ের প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে আগ্রহী ওপেনএআই।
ওয়াশিংটনে চলমান এই বিচারিক কার্যক্রমে সরকারের পক্ষে সাক্ষ্য দিচ্ছিলেন নিক টারলি। সেখানে গুগলকে অনলাইন অনুসন্ধান খাতে প্রতিযোগিতা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ নিতে বাধ্য করার আহ্বান জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)।
এদিকে গত বছরের একটি রায় পর্যালোচনা করছেন মামলাটির বিচারক। যেখানে বলা হয়, গুগল অনলাইন অনুসন্ধান এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপন খাতে একচেটিয়া প্রভাব বজায় রেখেছে।
গুগল এখন পর্যন্ত ‘ক্রোম’ ব্রাউজার বিক্রির কোনো প্রস্তাব দেয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নিজেদের একচেটিয়া বাজার দখলের এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
বিচারকার্য চলাকালেই সামনে এসেছে জেনারেটিভ এআই নিয়ে প্রযুক্তি জায়ান্টদের প্রতিযোগিতার একটি নতুন চিত্র। প্রসিকিউটররা উদ্বেগ প্রকাশ করেছেন যে, সার্চে গুগলের একচেটিয়া আধিপত্য এআই খাতে তাদের বিশেষ সুবিধা নিশ্চিত করছে। একই সঙ্গে, গুগলের নতুন এআই পণ্যগুলো ব্যবহারকারীদের আবারও তাদের সার্চ ইঞ্জিনে ফিরিয়ে আনছে।
এদিকে গুগল দাবি করেছে, এআই খাতে মেটা, মাইক্রোসফটসহ অন্যান্য কোম্পানির সঙ্গে তারা প্রতিযোগিতার মুখোমুখি।
মামলার শুনানিতে গুগলের আইনজীবী ওপেনএআইয়ের অভ্যন্তরীণ নথি তুলে ধরেন। এই নথিতে টারলি লিখেছিলেন, চ্যাটজিপিটি গ্রাহক চ্যাটবট খাতে এগিয়ে রয়েছে এবং গুগলকে তারা সবচেয়ে বড় প্রতিযোগী হিসেবে দেখছে না। জবাবে টারলি জানান, এই ডকুমেন্টটি ওপেনএআই কর্মীদের অনুপ্রাণিত করার জন্য তৈরি করা হয়েছিল এবং গুগল তাদের অংশীদার না হলেও তারা বিভিন্ন বিতরণ চুক্তি থেকে উপকৃত হতে পারে।
গুগলের সার্চ প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব খারিজ
টারলি আরও জানান, ওপেনএআইয়ের নিজস্ব সার্চ প্রোভাইডারে (অনুসন্ধান সেবা প্রদানকারী) সমস্যার কারণে তারা গুগলের সার্চ প্রযুক্তি ব্যবহারের অনুরোধ করেছিল। এই প্রস্তাব গুগল জুলাই মাসে পায় এবং আগস্টে তা নাকচ করে দেয়। গুগল জানিয়েছিল, এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর জটিলতা তৈরি হবে।
ওপেনএআই থেকে পাঠানো একটি ইমেইলে থেকে জানা যায়, ‘গুগলের এপিআই ব্যবহার করলে আমাদের পণ্যের মান উন্নত হতো।’
টারলি বলেন, ‘গুগলের সঙ্গে আমাদের কোনো অংশীদারত্ব নেই।’
তিনি আরও জানান, সরকারের প্রস্তাব অনুযায়ী গুগলের সার্চ ডেটা প্রতিযোগীদের সঙ্গে ভাগাভাগি করতে বাধ্য করা হয়, তাহলে সেটি চ্যাটজিপিটির অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।
চ্যাটজিপিটি এখনো পর্যন্ত নিজের সার্চ প্রযুক্তি দিয়ে ৮০ শতাংশ প্রশ্নের উত্তর দিতে সক্ষম নয় বলে জানান টারলি।
একচেটিয়া চুক্তি বন্ধের দাবি
গত বছরের আগস্টে মার্কিন জেলা বিচারক অমিত মেহতা রায় দেন যে, গুগল স্যামসাংসহ অন্যান্য কোম্পানির সঙ্গে একচেটিয়া চুক্তির মাধ্যমে তাদের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে ইনস্টল করে বাজার নিয়ন্ত্রণ করেছে।
এমনকি গুগল তাদের নতুন চুক্তিতে শুধু সার্চ অ্যাপ নয়, বরং জেমিনি এআই এবং ক্রোম ব্রাউজারকেও একচেটিয়া রাখতে চেয়েছিল বলে আদালতে পেশকৃত এক নথিতে উল্লেখ করা হয়।
তবে শেষ পর্যন্ত গুগল তাদের চুক্তিতে নমনীয়তা আনে—স্যামসাং, মটোরোলা, এটিঅ্যান্ডটি ও ভেরিজনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে করা সর্বশেষ চুক্তিগুলোতে অন্যান্য সার্চ ও এআই পণ্য ইনস্টল করার সুযোগ রাখে।
তবে মার্কিন বিচার বিভাগ (ডিওজে) চায়, গুগল যেন কোনো প্রতিষ্ঠানকে অর্থ প্রদানের মাধ্যমে তার সার্চ অ্যাপ ডিফল্ট হিসেবে ইনস্টল করাতে না পারে।
গুগলের নির্বাহী পিটার ফিটজজেরাল্ড জানান, সম্প্রতি অংশীদারদের চিঠি দিয়েছে গুগল। সেই চিঠিতে বলা হয়েছে, তাদের চুক্তিগুলো প্রতিযোগী এআই পণ্য ইনস্টল করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না।
তথ্যসূত্র: রয়টার্স
গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআইয়ের প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে আগ্রহী ওপেনএআই।
ওয়াশিংটনে চলমান এই বিচারিক কার্যক্রমে সরকারের পক্ষে সাক্ষ্য দিচ্ছিলেন নিক টারলি। সেখানে গুগলকে অনলাইন অনুসন্ধান খাতে প্রতিযোগিতা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ নিতে বাধ্য করার আহ্বান জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)।
এদিকে গত বছরের একটি রায় পর্যালোচনা করছেন মামলাটির বিচারক। যেখানে বলা হয়, গুগল অনলাইন অনুসন্ধান এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপন খাতে একচেটিয়া প্রভাব বজায় রেখেছে।
গুগল এখন পর্যন্ত ‘ক্রোম’ ব্রাউজার বিক্রির কোনো প্রস্তাব দেয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নিজেদের একচেটিয়া বাজার দখলের এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
বিচারকার্য চলাকালেই সামনে এসেছে জেনারেটিভ এআই নিয়ে প্রযুক্তি জায়ান্টদের প্রতিযোগিতার একটি নতুন চিত্র। প্রসিকিউটররা উদ্বেগ প্রকাশ করেছেন যে, সার্চে গুগলের একচেটিয়া আধিপত্য এআই খাতে তাদের বিশেষ সুবিধা নিশ্চিত করছে। একই সঙ্গে, গুগলের নতুন এআই পণ্যগুলো ব্যবহারকারীদের আবারও তাদের সার্চ ইঞ্জিনে ফিরিয়ে আনছে।
এদিকে গুগল দাবি করেছে, এআই খাতে মেটা, মাইক্রোসফটসহ অন্যান্য কোম্পানির সঙ্গে তারা প্রতিযোগিতার মুখোমুখি।
মামলার শুনানিতে গুগলের আইনজীবী ওপেনএআইয়ের অভ্যন্তরীণ নথি তুলে ধরেন। এই নথিতে টারলি লিখেছিলেন, চ্যাটজিপিটি গ্রাহক চ্যাটবট খাতে এগিয়ে রয়েছে এবং গুগলকে তারা সবচেয়ে বড় প্রতিযোগী হিসেবে দেখছে না। জবাবে টারলি জানান, এই ডকুমেন্টটি ওপেনএআই কর্মীদের অনুপ্রাণিত করার জন্য তৈরি করা হয়েছিল এবং গুগল তাদের অংশীদার না হলেও তারা বিভিন্ন বিতরণ চুক্তি থেকে উপকৃত হতে পারে।
গুগলের সার্চ প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব খারিজ
টারলি আরও জানান, ওপেনএআইয়ের নিজস্ব সার্চ প্রোভাইডারে (অনুসন্ধান সেবা প্রদানকারী) সমস্যার কারণে তারা গুগলের সার্চ প্রযুক্তি ব্যবহারের অনুরোধ করেছিল। এই প্রস্তাব গুগল জুলাই মাসে পায় এবং আগস্টে তা নাকচ করে দেয়। গুগল জানিয়েছিল, এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর জটিলতা তৈরি হবে।
ওপেনএআই থেকে পাঠানো একটি ইমেইলে থেকে জানা যায়, ‘গুগলের এপিআই ব্যবহার করলে আমাদের পণ্যের মান উন্নত হতো।’
টারলি বলেন, ‘গুগলের সঙ্গে আমাদের কোনো অংশীদারত্ব নেই।’
তিনি আরও জানান, সরকারের প্রস্তাব অনুযায়ী গুগলের সার্চ ডেটা প্রতিযোগীদের সঙ্গে ভাগাভাগি করতে বাধ্য করা হয়, তাহলে সেটি চ্যাটজিপিটির অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।
চ্যাটজিপিটি এখনো পর্যন্ত নিজের সার্চ প্রযুক্তি দিয়ে ৮০ শতাংশ প্রশ্নের উত্তর দিতে সক্ষম নয় বলে জানান টারলি।
একচেটিয়া চুক্তি বন্ধের দাবি
গত বছরের আগস্টে মার্কিন জেলা বিচারক অমিত মেহতা রায় দেন যে, গুগল স্যামসাংসহ অন্যান্য কোম্পানির সঙ্গে একচেটিয়া চুক্তির মাধ্যমে তাদের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে ইনস্টল করে বাজার নিয়ন্ত্রণ করেছে।
এমনকি গুগল তাদের নতুন চুক্তিতে শুধু সার্চ অ্যাপ নয়, বরং জেমিনি এআই এবং ক্রোম ব্রাউজারকেও একচেটিয়া রাখতে চেয়েছিল বলে আদালতে পেশকৃত এক নথিতে উল্লেখ করা হয়।
তবে শেষ পর্যন্ত গুগল তাদের চুক্তিতে নমনীয়তা আনে—স্যামসাং, মটোরোলা, এটিঅ্যান্ডটি ও ভেরিজনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে করা সর্বশেষ চুক্তিগুলোতে অন্যান্য সার্চ ও এআই পণ্য ইনস্টল করার সুযোগ রাখে।
তবে মার্কিন বিচার বিভাগ (ডিওজে) চায়, গুগল যেন কোনো প্রতিষ্ঠানকে অর্থ প্রদানের মাধ্যমে তার সার্চ অ্যাপ ডিফল্ট হিসেবে ইনস্টল করাতে না পারে।
গুগলের নির্বাহী পিটার ফিটজজেরাল্ড জানান, সম্প্রতি অংশীদারদের চিঠি দিয়েছে গুগল। সেই চিঠিতে বলা হয়েছে, তাদের চুক্তিগুলো প্রতিযোগী এআই পণ্য ইনস্টল করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না।
তথ্যসূত্র: রয়টার্স
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে