প্রযুক্তি ডেস্ক
পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের বেশকিছু ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না। আগামী ৩১ ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু স্মার্টফোনে এই ম্যাসেজিং সেবা বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে অন্তত আইওএস ১২ এবং অ্যান্ড্রোয়েড ৪.১ সিস্টেমের ফোন থাকতে হবে। এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, এখন ৮৯ শতাংশ আইফোন ব্যবহারকারী আইওএস ১৫ ব্যবহার করছেন, যেখানে ৪ শতাংশ ব্যবহারকারীর আইওএস ১৩ বা তার আগের সংস্করণ ব্যবহার করছেন।
সমর্থন বন্ধ হওয়ার তালিকায় থাকা ফোনগুলি বেশ পুরানো এবং তাদের বেশিরভাগই নতুন অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর মধ্যে রয়েছে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, সনি এবং এলজির তৈরি বিভিন্ন মডেল -
অ্যাপল
আইফোন ৫ এবং আইফোন ৫ সি।
স্যামসাং
গ্যালাক্সি এসিই ২, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এসটু, গ্যালাক্সি এসথ্রি মিনি, গ্যালাক্সি ট্রেন্ডটু, গ্যালাক্সি ট্রেন্ড লাইট এবং গ্যালাক্সি এক্সকাভারটু।
হুয়াওয়ে
এসেন্ড ডি, এসেন্ড ডি১, এসেন্ড ডি২, এসেন্ড জি৭৪০, এসেন্ড মেট এবং এসেন্ড পি১।
সনি
সনি এক্সপেরিয়া আরক এস, এক্সপেরিয়া মিরো এবং এক্সপেরিয়া নিও এল।
এলজি
ইন্যাক্ট, লুসিডটু, অপ্টিমাস ফোরএক্স এইচডি, অপ্টিমাস এফ ৩, অপ্টিমাস এফ৩ কিউ, অপ্টিমাস এফ ৫, অপ্টিমাস এফ ৬, অপ্টিমাস এফ ৭, অপ্টিমাস এলটু ২, অপ্টিমাস এলথ্রি ২, অপ্টিমাস এলথ্রি ২ ডুয়াল, অপ্টিমাস এলফোর ২, অপ্টিমাস এলফোর ২ ডুয়াল, অপ্টিমাস এলফাইভ, অপ্টিমাস এলফাইভ ডুয়াল, অপ্টিমাস এলফাইভ ২, অপ্টিমাস এলসেভেন, অপ্টিমাস এলসেভেন ২, অপ্টিমাস এলসেভেন ২ ডুয়াল এবং অপ্টিমাস নিট্রো এইচডি।
হোয়াটসঅ্যাপ সমর্থন না করা ফোনের তালিকায় আরও রয়েছে লেনোভো এ৮২০, এইচটিসি ডিজায়ার ৫০০, উইকো সিন্ক ফাইভ, উইকো ডার্কনাইট জেডটি, আর্কোস ৫৩ প্ল্যাটিনাম, গ্র্যান্ড এস ফ্লেক্স জেডটিউ, গ্র্যান্ড এস কোয়াড ভি৯৮৭ জেডটিই, কোয়াড এক্স এল এবং মিমো জেডটিই ভি৯৫৬।
এই সম্পর্কিত আরও পড়ুন:
পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের বেশকিছু ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না। আগামী ৩১ ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু স্মার্টফোনে এই ম্যাসেজিং সেবা বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে অন্তত আইওএস ১২ এবং অ্যান্ড্রোয়েড ৪.১ সিস্টেমের ফোন থাকতে হবে। এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, এখন ৮৯ শতাংশ আইফোন ব্যবহারকারী আইওএস ১৫ ব্যবহার করছেন, যেখানে ৪ শতাংশ ব্যবহারকারীর আইওএস ১৩ বা তার আগের সংস্করণ ব্যবহার করছেন।
সমর্থন বন্ধ হওয়ার তালিকায় থাকা ফোনগুলি বেশ পুরানো এবং তাদের বেশিরভাগই নতুন অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর মধ্যে রয়েছে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, সনি এবং এলজির তৈরি বিভিন্ন মডেল -
অ্যাপল
আইফোন ৫ এবং আইফোন ৫ সি।
স্যামসাং
গ্যালাক্সি এসিই ২, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এসটু, গ্যালাক্সি এসথ্রি মিনি, গ্যালাক্সি ট্রেন্ডটু, গ্যালাক্সি ট্রেন্ড লাইট এবং গ্যালাক্সি এক্সকাভারটু।
হুয়াওয়ে
এসেন্ড ডি, এসেন্ড ডি১, এসেন্ড ডি২, এসেন্ড জি৭৪০, এসেন্ড মেট এবং এসেন্ড পি১।
সনি
সনি এক্সপেরিয়া আরক এস, এক্সপেরিয়া মিরো এবং এক্সপেরিয়া নিও এল।
এলজি
ইন্যাক্ট, লুসিডটু, অপ্টিমাস ফোরএক্স এইচডি, অপ্টিমাস এফ ৩, অপ্টিমাস এফ৩ কিউ, অপ্টিমাস এফ ৫, অপ্টিমাস এফ ৬, অপ্টিমাস এফ ৭, অপ্টিমাস এলটু ২, অপ্টিমাস এলথ্রি ২, অপ্টিমাস এলথ্রি ২ ডুয়াল, অপ্টিমাস এলফোর ২, অপ্টিমাস এলফোর ২ ডুয়াল, অপ্টিমাস এলফাইভ, অপ্টিমাস এলফাইভ ডুয়াল, অপ্টিমাস এলফাইভ ২, অপ্টিমাস এলসেভেন, অপ্টিমাস এলসেভেন ২, অপ্টিমাস এলসেভেন ২ ডুয়াল এবং অপ্টিমাস নিট্রো এইচডি।
হোয়াটসঅ্যাপ সমর্থন না করা ফোনের তালিকায় আরও রয়েছে লেনোভো এ৮২০, এইচটিসি ডিজায়ার ৫০০, উইকো সিন্ক ফাইভ, উইকো ডার্কনাইট জেডটি, আর্কোস ৫৩ প্ল্যাটিনাম, গ্র্যান্ড এস ফ্লেক্স জেডটিউ, গ্র্যান্ড এস কোয়াড ভি৯৮৭ জেডটিই, কোয়াড এক্স এল এবং মিমো জেডটিই ভি৯৫৬।
এই সম্পর্কিত আরও পড়ুন:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
১২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৩ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ দিন আগে