Ajker Patrika

মাস্কের আনা নতুন অভিযোগও প্রত্যাখ্যান করেছে টুইটার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮: ০৭
মাস্কের আনা নতুন অভিযোগও প্রত্যাখ্যান করেছে টুইটার

টুইটার অধিগ্রহণ চুক্তি থেকে সরে আসার কারণ হিসেবে টেসলার প্রধান ইলন মাস্কের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ। মাস্কের সঙ্গে করা চুক্তিতে কোনো শর্ত ভঙ্গ হয়নি বলে দাবি টুইটারের। 

সম্প্রতি চুক্তি থেকে সরে যাওয়ার জন্য ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য সম্পর্কে বিভ্রান্ত হওয়ার পাশাপাশি চাকরিচ্যুত সাবেক নিরাপত্তাপ্রধান পিটার জাটকোর সঙ্গে অর্থের বিনিময়ে টুইটার সমঝোতা করেছে বলে অভিযোগ করেছেন মাস্ক। 

মাস্কের অভিযোগ, পিটার জাটকোর সঙ্গে ৭০ লাখ ডলারের বিনিময়ে সমঝোতা করেছিল টুইটার। কিন্তু ওই সমঝোতার কয়েক দিন পরই তথ্য ফাঁসকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে টুইটারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন জাটকো। 

সমঝোতার অংশ হিসেবে টুইটারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পূর্ণ গোপন রাখার এবং প্ল্যাটফর্মটির প্রতি কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার কথা ছিল জাটকোর। 

তবে ইলন মাস্কের এমন অভিযোগ অস্বীকার করেছে টুইটার। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে করা ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তির কোনো শর্ত ভঙ্গ করা হয়নি বলে জানিয়েছে টুইটার। একই সঙ্গে মাস্কের আনা নতুন একটি অভিযোগও প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

এর আগে টুইটারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জাটকো। জানুয়ারি মাসে চাকরিচ্যুত হওয়া সাবেক নিরাপত্তাপ্রধানের অভিযোগ, টুইটারের অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তাব্যবস্থা একেবারেই নাজুক। এ ছাড়া সাধারণ ব্যবহারকারী এবং বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থা এবং স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটার ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ তুলেছেন জাটকো। 

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গেও আইনি লড়াই চলছে টুইটারের। ৪ হাজার ৪০০ কোটি ডলারে কোম্পানির সব শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে চুক্তি করেছিলেন মাস্ক। প্ল্যাটফর্মটি ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না অভিযোগ তুলে সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন টেসলার প্রধান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত