অনলাইন ডেস্ক
স্যামসাং নোটস এত দিন শুধু স্যামসাংয়ের নিজস্ব গ্যালাক্সি বুক ল্যাপটপেই ব্যবহার করা যেত। ফলে স্যামসাং ফোন ব্যবহারকারীরা অন্য কোম্পানির কম্পিউটারে এই অ্যাপ চালাতে পারতেন না। অবশেষে সেই সীমাবদ্ধতা তুলে নিয়েছে স্যামসাং। এখন সব ধরনের উইন্ডোজ কম্পিউটারেই ব্যবহার করা যাচ্ছে স্যামসাং নোটস।
সম্প্রতি স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ১০ এবং ১১ অপারেটিং সিস্টেমচালিত যেকোনো কম্পিউটারে এখন থেকে স্যামসাং নোটস, স্যামসাং অ্যাকাউন্ট এবং স্যামসাং গ্যালারি অ্যাপ ব্যবহার করা যাবে। মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
তবে নোটস অ্যাপ চালাতে গেলে অবশ্যই ‘স্যামসাং অ্যাকাউন্ট’ অ্যাপও ইনস্টল করতে হবে। অ্যাপটি প্রথম চালুর সময় ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে যে, এটি মূলত গ্যালাক্সি বুকের জন্য তৈরি করা হয়েছে এবং অন্য ডিভাইসে কিছু সমস্যা দেখা দিতে পারে।
স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এখন তাঁদের সাধারণ উইন্ডোজ কম্পিউটারেও স্যামসাং নোটস ব্যবহার করতে পারছেন। এর ফলে অনেকেই আবার স্যামসাং নোটসে ফিরে এসেছেন বলে জানিয়েছেন।
রেডিটে এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সাম্প্রতিক আপডেটের পর স্যামসাং নোটস অ্যাপটি তাঁর কম্পিউটারে চলছে। আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি অ্যাপটি চালাতে সক্ষম হয়েছেন তাঁর আসুসের ‘ROG Strix G15’ ল্যাপটপে। এদিকে, আরেকজন মন্তব্য করেছেন, তিনি আবার স্যামসাং নোটস ব্যবহার শুরু করবেন।
তবে বিশেষজ্ঞদের মতে, স্যামসাং যদি নোটস অ্যাপকে ওয়েব ব্রাউজার থেকেও অ্যাকসেস করার সুযোগ দিত, তাহলে আইফোন, আইপ্যাড বা ম্যাক ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারতেন। তাতে স্যামসাং নোটস প্রকৃত অর্থেই গুগল কিপ, ক্রাফট ডকস, এভারনোট বা গুডনোটস-এর মতো জনপ্রিয় নোট অ্যাপগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারত।
তবে এখনো স্যামসাং ফাইন্ড অ্যাপটি শুধু গ্যালাক্সি ডিভাইসেই ব্যবহার করা যাবে।
স্যামসাং নোটস এত দিন শুধু স্যামসাংয়ের নিজস্ব গ্যালাক্সি বুক ল্যাপটপেই ব্যবহার করা যেত। ফলে স্যামসাং ফোন ব্যবহারকারীরা অন্য কোম্পানির কম্পিউটারে এই অ্যাপ চালাতে পারতেন না। অবশেষে সেই সীমাবদ্ধতা তুলে নিয়েছে স্যামসাং। এখন সব ধরনের উইন্ডোজ কম্পিউটারেই ব্যবহার করা যাচ্ছে স্যামসাং নোটস।
সম্প্রতি স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ১০ এবং ১১ অপারেটিং সিস্টেমচালিত যেকোনো কম্পিউটারে এখন থেকে স্যামসাং নোটস, স্যামসাং অ্যাকাউন্ট এবং স্যামসাং গ্যালারি অ্যাপ ব্যবহার করা যাবে। মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
তবে নোটস অ্যাপ চালাতে গেলে অবশ্যই ‘স্যামসাং অ্যাকাউন্ট’ অ্যাপও ইনস্টল করতে হবে। অ্যাপটি প্রথম চালুর সময় ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে যে, এটি মূলত গ্যালাক্সি বুকের জন্য তৈরি করা হয়েছে এবং অন্য ডিভাইসে কিছু সমস্যা দেখা দিতে পারে।
স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এখন তাঁদের সাধারণ উইন্ডোজ কম্পিউটারেও স্যামসাং নোটস ব্যবহার করতে পারছেন। এর ফলে অনেকেই আবার স্যামসাং নোটসে ফিরে এসেছেন বলে জানিয়েছেন।
রেডিটে এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সাম্প্রতিক আপডেটের পর স্যামসাং নোটস অ্যাপটি তাঁর কম্পিউটারে চলছে। আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি অ্যাপটি চালাতে সক্ষম হয়েছেন তাঁর আসুসের ‘ROG Strix G15’ ল্যাপটপে। এদিকে, আরেকজন মন্তব্য করেছেন, তিনি আবার স্যামসাং নোটস ব্যবহার শুরু করবেন।
তবে বিশেষজ্ঞদের মতে, স্যামসাং যদি নোটস অ্যাপকে ওয়েব ব্রাউজার থেকেও অ্যাকসেস করার সুযোগ দিত, তাহলে আইফোন, আইপ্যাড বা ম্যাক ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারতেন। তাতে স্যামসাং নোটস প্রকৃত অর্থেই গুগল কিপ, ক্রাফট ডকস, এভারনোট বা গুডনোটস-এর মতো জনপ্রিয় নোট অ্যাপগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারত।
তবে এখনো স্যামসাং ফাইন্ড অ্যাপটি শুধু গ্যালাক্সি ডিভাইসেই ব্যবহার করা যাবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে