ভিডিও দেখার মাঝে পজ করলেও বিজ্ঞাপন দেখাবে ভিডিও শেয়ারিং প্লাটফরম ইউটিউব। অর্থাৎ, সাধারণ বিজ্ঞাপনের পাশাপাশি এখন ভিডিও পজের সময়ও অতিরিক্ত বিজ্ঞাপন দেখতে হবে। এসব বিজ্ঞাপন স্ক্রিনে পপআপ আকারে দেখানো যাবে, যা স্থিরচিত্র কিংবা ছোট ভিডিও হতে পারে। এটি ব্যবহারকারীদের জন্য একটি বিরক্তির বিষয় হয়ে দাঁড়াতে পারে।
এর বিপরীতে ইউটিউব বলছে, কিছু বিজ্ঞাপনদাতা ও ব্যবহারকারী এটি পছন্দ করেছেন বলে এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে গুগল।
ইতিমধ্যে অনেক ব্যবহারকারী এই পরিবর্তন লক্ষ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট ও এক্সে (সাবেক টুইটার) এই ফিচার সম্পর্কে পোস্ট করেছেন ব্যবহারকারীরা।
নতুন পজ বিজ্ঞাপনগুলো ইউটিউবের সাধারণ বিজ্ঞাপন থেকে আলাদা। সাধারণত প্ল্যাটফরমটিতে ভিডিওর শুরুতে বা মাঝে বিজ্ঞাপন দেখানো হয়। আর এগুলো এড়িয়ে যাওয়া যায় না। তবে নতুন ধরনের বিজ্ঞাপনগুলো শুধু তখনই দেখা যাবে, যখন ব্যবহারকারী ভিডিও পজ করবে। সাধারণ বিজ্ঞাপনগুলো পুরো স্ক্রিন দখল করে। এর বিপরীতে ওয়েব ব্রাউজারের স্ক্রিনের ডান পাশে ও মোবাইল অ্যাপের কমেন্ট সেকশনে পজ বিজ্ঞাপনগুলো দেখা যাবে।
২০২৩ সালে ইউটিউবের ফ্রি সংস্করণে আনস্কিপেবল বিজ্ঞাপন চালু করে গুগল। এগুলো চাইলেই কেটে দেওয়া যায় না। তবে পজ বিজ্ঞাপনগুলোর ‘এক্স’ (X) আইকনে ক্লিক করে সহজেই বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। বিজ্ঞাপনের ওপরের ডান কোনায় আইকোনটি থাকবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ইউটিউবের যোগাযোগ ব্যবস্থাপক ওলুয়া ফালোদুন বলেন, কোম্পানিটি পজ বিজ্ঞাপনগুলো ব্যাপকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা দুই পক্ষের, অর্থাৎ বিজ্ঞাপনদাতা ও দর্শকদের শক্তিশালী প্রতিক্রিয়া লক্ষ করেছে।
পজ বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের জন্য ‘কম বিরক্তিকর’ অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে বলে দাবি করছে ইউটিউব। তবে পপআপ বিজ্ঞাপনগুলো চালুর পর অন্যান্য বিজ্ঞাপন কম দেখানো হবে কি না, তা স্পষ্ট করেনি এই প্ল্যাটফরম।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞাপনগুলোর আকস্মিক উপস্থিতি একটি সুস্পষ্ট পরিকল্পনার অংশ। ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে আরও আগ্রহী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিজনি প্লাস, হটস্টার, জিওসিনেমা এবং জিফাইভের মতো অন্য প্ল্যাটফরমগুলোও বিনা মূল্যে বা কম খরচে সাবস্ক্রিপশন ভিত্তিক সংস্করণের জন্য পজ স্ক্রিন বিজ্ঞাপন দেখায়।
সম্প্রতি নতুন কিছু আপডেট এনেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরমটি। যেমন গুনগুন করে গেয়ে বা বাজিয়ে কোনো গান খুঁজে বের করার সুবিধা, কপিরাইটযুক্ত অডিও সরাতে বিধিনিষেধ আরোপ করা। এ ছাড়া নতুন ‘হাইপ’ ফিচার উন্মোচন করেছে ইউটিউব। এটি কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। দর্শক একটি মাত্র বোতামে ট্যাপ করে ক্রিয়েটরের ভিডিওকে ‘হাইপ’ করার সুযোগ দেয়। এর মাধ্যমে ভিডিওটি ১০০টি শীর্ষ হাইপ করা ভিডিওর লিডারবোর্ডে (শীর্ষ তালিকায়) উঠতে পারবে। ফলে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে ভিডিওটি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ভিডিও দেখার মাঝে পজ করলেও বিজ্ঞাপন দেখাবে ভিডিও শেয়ারিং প্লাটফরম ইউটিউব। অর্থাৎ, সাধারণ বিজ্ঞাপনের পাশাপাশি এখন ভিডিও পজের সময়ও অতিরিক্ত বিজ্ঞাপন দেখতে হবে। এসব বিজ্ঞাপন স্ক্রিনে পপআপ আকারে দেখানো যাবে, যা স্থিরচিত্র কিংবা ছোট ভিডিও হতে পারে। এটি ব্যবহারকারীদের জন্য একটি বিরক্তির বিষয় হয়ে দাঁড়াতে পারে।
এর বিপরীতে ইউটিউব বলছে, কিছু বিজ্ঞাপনদাতা ও ব্যবহারকারী এটি পছন্দ করেছেন বলে এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে গুগল।
ইতিমধ্যে অনেক ব্যবহারকারী এই পরিবর্তন লক্ষ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট ও এক্সে (সাবেক টুইটার) এই ফিচার সম্পর্কে পোস্ট করেছেন ব্যবহারকারীরা।
নতুন পজ বিজ্ঞাপনগুলো ইউটিউবের সাধারণ বিজ্ঞাপন থেকে আলাদা। সাধারণত প্ল্যাটফরমটিতে ভিডিওর শুরুতে বা মাঝে বিজ্ঞাপন দেখানো হয়। আর এগুলো এড়িয়ে যাওয়া যায় না। তবে নতুন ধরনের বিজ্ঞাপনগুলো শুধু তখনই দেখা যাবে, যখন ব্যবহারকারী ভিডিও পজ করবে। সাধারণ বিজ্ঞাপনগুলো পুরো স্ক্রিন দখল করে। এর বিপরীতে ওয়েব ব্রাউজারের স্ক্রিনের ডান পাশে ও মোবাইল অ্যাপের কমেন্ট সেকশনে পজ বিজ্ঞাপনগুলো দেখা যাবে।
২০২৩ সালে ইউটিউবের ফ্রি সংস্করণে আনস্কিপেবল বিজ্ঞাপন চালু করে গুগল। এগুলো চাইলেই কেটে দেওয়া যায় না। তবে পজ বিজ্ঞাপনগুলোর ‘এক্স’ (X) আইকনে ক্লিক করে সহজেই বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। বিজ্ঞাপনের ওপরের ডান কোনায় আইকোনটি থাকবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ইউটিউবের যোগাযোগ ব্যবস্থাপক ওলুয়া ফালোদুন বলেন, কোম্পানিটি পজ বিজ্ঞাপনগুলো ব্যাপকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা দুই পক্ষের, অর্থাৎ বিজ্ঞাপনদাতা ও দর্শকদের শক্তিশালী প্রতিক্রিয়া লক্ষ করেছে।
পজ বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের জন্য ‘কম বিরক্তিকর’ অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে বলে দাবি করছে ইউটিউব। তবে পপআপ বিজ্ঞাপনগুলো চালুর পর অন্যান্য বিজ্ঞাপন কম দেখানো হবে কি না, তা স্পষ্ট করেনি এই প্ল্যাটফরম।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞাপনগুলোর আকস্মিক উপস্থিতি একটি সুস্পষ্ট পরিকল্পনার অংশ। ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে আরও আগ্রহী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিজনি প্লাস, হটস্টার, জিওসিনেমা এবং জিফাইভের মতো অন্য প্ল্যাটফরমগুলোও বিনা মূল্যে বা কম খরচে সাবস্ক্রিপশন ভিত্তিক সংস্করণের জন্য পজ স্ক্রিন বিজ্ঞাপন দেখায়।
সম্প্রতি নতুন কিছু আপডেট এনেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরমটি। যেমন গুনগুন করে গেয়ে বা বাজিয়ে কোনো গান খুঁজে বের করার সুবিধা, কপিরাইটযুক্ত অডিও সরাতে বিধিনিষেধ আরোপ করা। এ ছাড়া নতুন ‘হাইপ’ ফিচার উন্মোচন করেছে ইউটিউব। এটি কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। দর্শক একটি মাত্র বোতামে ট্যাপ করে ক্রিয়েটরের ভিডিওকে ‘হাইপ’ করার সুযোগ দেয়। এর মাধ্যমে ভিডিওটি ১০০টি শীর্ষ হাইপ করা ভিডিওর লিডারবোর্ডে (শীর্ষ তালিকায়) উঠতে পারবে। ফলে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে ভিডিওটি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৫ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৫ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৮ ঘণ্টা আগে