কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ অনারের নতুন অপারেটিং সিস্টেম ‘ম্যাজিকওএস ৯ .০’ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নতুন এই সংস্করণটিতে স্মার্ট ক্যাপসুল, ফেইস সোয়াইপ ডিটেকশন ও টার্বো এক্স সিস্টেমের মতো ফিচার পাওয়া যাবে। এআই নোটস, এআই ট্রান্সলেশনের মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারও এই সিস্টেমে যুক্ত থাকবে।
নতুন অপারেটিং সিস্টেমের স্মার্ট ক্যাপসুল ফিচারটি আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করবে।
ম্যাজিকওএস ৯.০ এর একটি বড় অংশ এআই প্রযুক্তি। এতে ফেইস সোয়াপ ডিটেকশন ফিচার রয়েছে যা ব্যবহারকারীদের ভিডিও কল বা অন্যান্য অনলাইন যোগাযোগের সময় ডিপফেকের বিরুদ্ধে সুরক্ষা দেবে। অনারের এআই অ্যাসিস্ট্যান্ট ‘ওয়াইওওয়াইও এজেন্ট’–এ নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নোটিফিকেশন পরিচালনা করা, পানীয় অর্ডার করা এবং বিভিন্ন পণ্যের দামের তুলনা করা। অনার বলছে, অ্যাসিস্ট্যান্টটি ‘ম্যাজিক মডেল’ ব্যবহার করে কাজ করবে। এই মডেলের মধ্যে লার্জ ল্যাংগুয়েজ মডেল, লার্জ ইমেজ মডেল এবং একটি মাল্টি-মোডাল মডেল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া অন্য সিস্টেম অ্যাপগুলোতেও এআই ফিচার রয়েছে। এআই নোটস, এআই ডকুমেন্টস, এবং এআই ট্রান্সলেশন-এর মাধ্যমে নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন ম্যাজিক এডিটরের মাধ্যমে ছবি থেকে অনাকাঙ্খিত বস্তু মুছে ফেলা যাবে, ছবিগুলোর মান উন্নয়নে ফিল্টার ব্যবহার করা যাবে এবং এমনকি পুরনো ছবি পুনরুদ্ধার করা যাবে।
ম্যাজিকওএস ৯.০–এ একটি স্মার্ট ফিটনেস কোচ অন্তর্ভুক্ত করেছে। এটি ব্যক্তিগতকৃত ব্যায়ামের পরিকল্পনা তৈরি করতে পারে। নিজস্ব রুটিনের ভিত্তিতে পরিকল্পনাটি সময় অনুযায়ী সমন্বয় করতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া একটি নতুন ভ্রমণ সহকারীও রয়েছে যা আবাসন ও পরিবহন সম্পর্কিত তথ্য ও সুপারিশ দেখাবে।
নতুন আপডেটে অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে, ডুয়াল-ডিভাইস মেসেজিং, হোম এবং কার ইন্টিগ্রেশন, ক্রস-ডিভাইস সিকিউরিটি, এবং একটি সার্কেল টু সার্চের এর মতো ভিজ্যুয়াল লুকআপ ফিচার যা এনিডোর নামে পরিচিত।
যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে
ম্যাজিকওএস ৯.০ আপডেট নভেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পাবলিক বেটা হিসেবে অনারের স্মার্টফোনে চালু হবে। স্মার্টফোন এবং ট্যাবলেটসহ মোট ৩৬টি ডিভাইসে এই আপডেটে পাওয়া যাবে। যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে তার তালিকা উল্লেখ করা হলো—
নভেম্বর ২০২৪: ম্যাজিক ভি৩, ম্যাজিক ভিএস ৩, ম্যাজিক ভি২ সিরিজ, ম্যাজিক ৬ সিরিজ, ম্যাজিক ৫ সিরিজ।
ডিসেম্বর ২০২৪: ম্যাজিক ভিএস ২, ম্যাজিক ভি ফ্লিপ, ম্যাজিক ৪ সিরিজ, অনার ২০০ সিরিজ, ম্যাজিকপ্যাড ২ ট্যাবলেট।
জানুয়ারি ২০২৫: ম্যাজিক ভিএস সিরিজ, ম্যাজিক ভি, অনার ১০০ সিরিজ, অনার ৯০ জিটি, জিটি প্রো ট্যাবলেট।
ফেব্রুয়ারি ২০২৫: অনার ৯০ সিরিজ, অনার ৮০ সিরিজ।
মার্চ ২০২৫: অনার এক্স ৬০ সিরিজ, এক্স ৫০।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ অনারের নতুন অপারেটিং সিস্টেম ‘ম্যাজিকওএস ৯ .০’ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নতুন এই সংস্করণটিতে স্মার্ট ক্যাপসুল, ফেইস সোয়াইপ ডিটেকশন ও টার্বো এক্স সিস্টেমের মতো ফিচার পাওয়া যাবে। এআই নোটস, এআই ট্রান্সলেশনের মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারও এই সিস্টেমে যুক্ত থাকবে।
নতুন অপারেটিং সিস্টেমের স্মার্ট ক্যাপসুল ফিচারটি আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করবে।
ম্যাজিকওএস ৯.০ এর একটি বড় অংশ এআই প্রযুক্তি। এতে ফেইস সোয়াপ ডিটেকশন ফিচার রয়েছে যা ব্যবহারকারীদের ভিডিও কল বা অন্যান্য অনলাইন যোগাযোগের সময় ডিপফেকের বিরুদ্ধে সুরক্ষা দেবে। অনারের এআই অ্যাসিস্ট্যান্ট ‘ওয়াইওওয়াইও এজেন্ট’–এ নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নোটিফিকেশন পরিচালনা করা, পানীয় অর্ডার করা এবং বিভিন্ন পণ্যের দামের তুলনা করা। অনার বলছে, অ্যাসিস্ট্যান্টটি ‘ম্যাজিক মডেল’ ব্যবহার করে কাজ করবে। এই মডেলের মধ্যে লার্জ ল্যাংগুয়েজ মডেল, লার্জ ইমেজ মডেল এবং একটি মাল্টি-মোডাল মডেল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া অন্য সিস্টেম অ্যাপগুলোতেও এআই ফিচার রয়েছে। এআই নোটস, এআই ডকুমেন্টস, এবং এআই ট্রান্সলেশন-এর মাধ্যমে নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন ম্যাজিক এডিটরের মাধ্যমে ছবি থেকে অনাকাঙ্খিত বস্তু মুছে ফেলা যাবে, ছবিগুলোর মান উন্নয়নে ফিল্টার ব্যবহার করা যাবে এবং এমনকি পুরনো ছবি পুনরুদ্ধার করা যাবে।
ম্যাজিকওএস ৯.০–এ একটি স্মার্ট ফিটনেস কোচ অন্তর্ভুক্ত করেছে। এটি ব্যক্তিগতকৃত ব্যায়ামের পরিকল্পনা তৈরি করতে পারে। নিজস্ব রুটিনের ভিত্তিতে পরিকল্পনাটি সময় অনুযায়ী সমন্বয় করতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া একটি নতুন ভ্রমণ সহকারীও রয়েছে যা আবাসন ও পরিবহন সম্পর্কিত তথ্য ও সুপারিশ দেখাবে।
নতুন আপডেটে অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে, ডুয়াল-ডিভাইস মেসেজিং, হোম এবং কার ইন্টিগ্রেশন, ক্রস-ডিভাইস সিকিউরিটি, এবং একটি সার্কেল টু সার্চের এর মতো ভিজ্যুয়াল লুকআপ ফিচার যা এনিডোর নামে পরিচিত।
যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে
ম্যাজিকওএস ৯.০ আপডেট নভেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পাবলিক বেটা হিসেবে অনারের স্মার্টফোনে চালু হবে। স্মার্টফোন এবং ট্যাবলেটসহ মোট ৩৬টি ডিভাইসে এই আপডেটে পাওয়া যাবে। যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে তার তালিকা উল্লেখ করা হলো—
নভেম্বর ২০২৪: ম্যাজিক ভি৩, ম্যাজিক ভিএস ৩, ম্যাজিক ভি২ সিরিজ, ম্যাজিক ৬ সিরিজ, ম্যাজিক ৫ সিরিজ।
ডিসেম্বর ২০২৪: ম্যাজিক ভিএস ২, ম্যাজিক ভি ফ্লিপ, ম্যাজিক ৪ সিরিজ, অনার ২০০ সিরিজ, ম্যাজিকপ্যাড ২ ট্যাবলেট।
জানুয়ারি ২০২৫: ম্যাজিক ভিএস সিরিজ, ম্যাজিক ভি, অনার ১০০ সিরিজ, অনার ৯০ জিটি, জিটি প্রো ট্যাবলেট।
ফেব্রুয়ারি ২০২৫: অনার ৯০ সিরিজ, অনার ৮০ সিরিজ।
মার্চ ২০২৫: অনার এক্স ৬০ সিরিজ, এক্স ৫০।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৭ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে