অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ অনারের নতুন অপারেটিং সিস্টেম ‘ম্যাজিকওএস ৯ .০’ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নতুন এই সংস্করণটিতে স্মার্ট ক্যাপসুল, ফেইস সোয়াইপ ডিটেকশন ও টার্বো এক্স সিস্টেমের মতো ফিচার পাওয়া যাবে। এআই নোটস, এআই ট্রান্সলেশনের মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারও এই সিস্টেমে যুক্ত থাকবে।
নতুন অপারেটিং সিস্টেমের স্মার্ট ক্যাপসুল ফিচারটি আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করবে।
ম্যাজিকওএস ৯.০ এর একটি বড় অংশ এআই প্রযুক্তি। এতে ফেইস সোয়াপ ডিটেকশন ফিচার রয়েছে যা ব্যবহারকারীদের ভিডিও কল বা অন্যান্য অনলাইন যোগাযোগের সময় ডিপফেকের বিরুদ্ধে সুরক্ষা দেবে। অনারের এআই অ্যাসিস্ট্যান্ট ‘ওয়াইওওয়াইও এজেন্ট’–এ নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নোটিফিকেশন পরিচালনা করা, পানীয় অর্ডার করা এবং বিভিন্ন পণ্যের দামের তুলনা করা। অনার বলছে, অ্যাসিস্ট্যান্টটি ‘ম্যাজিক মডেল’ ব্যবহার করে কাজ করবে। এই মডেলের মধ্যে লার্জ ল্যাংগুয়েজ মডেল, লার্জ ইমেজ মডেল এবং একটি মাল্টি-মোডাল মডেল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া অন্য সিস্টেম অ্যাপগুলোতেও এআই ফিচার রয়েছে। এআই নোটস, এআই ডকুমেন্টস, এবং এআই ট্রান্সলেশন-এর মাধ্যমে নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন ম্যাজিক এডিটরের মাধ্যমে ছবি থেকে অনাকাঙ্খিত বস্তু মুছে ফেলা যাবে, ছবিগুলোর মান উন্নয়নে ফিল্টার ব্যবহার করা যাবে এবং এমনকি পুরনো ছবি পুনরুদ্ধার করা যাবে।
ম্যাজিকওএস ৯.০–এ একটি স্মার্ট ফিটনেস কোচ অন্তর্ভুক্ত করেছে। এটি ব্যক্তিগতকৃত ব্যায়ামের পরিকল্পনা তৈরি করতে পারে। নিজস্ব রুটিনের ভিত্তিতে পরিকল্পনাটি সময় অনুযায়ী সমন্বয় করতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া একটি নতুন ভ্রমণ সহকারীও রয়েছে যা আবাসন ও পরিবহন সম্পর্কিত তথ্য ও সুপারিশ দেখাবে।
নতুন আপডেটে অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে, ডুয়াল-ডিভাইস মেসেজিং, হোম এবং কার ইন্টিগ্রেশন, ক্রস-ডিভাইস সিকিউরিটি, এবং একটি সার্কেল টু সার্চের এর মতো ভিজ্যুয়াল লুকআপ ফিচার যা এনিডোর নামে পরিচিত।
যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে
ম্যাজিকওএস ৯.০ আপডেট নভেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পাবলিক বেটা হিসেবে অনারের স্মার্টফোনে চালু হবে। স্মার্টফোন এবং ট্যাবলেটসহ মোট ৩৬টি ডিভাইসে এই আপডেটে পাওয়া যাবে। যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে তার তালিকা উল্লেখ করা হলো—
নভেম্বর ২০২৪: ম্যাজিক ভি৩, ম্যাজিক ভিএস ৩, ম্যাজিক ভি২ সিরিজ, ম্যাজিক ৬ সিরিজ, ম্যাজিক ৫ সিরিজ।
ডিসেম্বর ২০২৪: ম্যাজিক ভিএস ২, ম্যাজিক ভি ফ্লিপ, ম্যাজিক ৪ সিরিজ, অনার ২০০ সিরিজ, ম্যাজিকপ্যাড ২ ট্যাবলেট।
জানুয়ারি ২০২৫: ম্যাজিক ভিএস সিরিজ, ম্যাজিক ভি, অনার ১০০ সিরিজ, অনার ৯০ জিটি, জিটি প্রো ট্যাবলেট।
ফেব্রুয়ারি ২০২৫: অনার ৯০ সিরিজ, অনার ৮০ সিরিজ।
মার্চ ২০২৫: অনার এক্স ৬০ সিরিজ, এক্স ৫০।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ অনারের নতুন অপারেটিং সিস্টেম ‘ম্যাজিকওএস ৯ .০’ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নতুন এই সংস্করণটিতে স্মার্ট ক্যাপসুল, ফেইস সোয়াইপ ডিটেকশন ও টার্বো এক্স সিস্টেমের মতো ফিচার পাওয়া যাবে। এআই নোটস, এআই ট্রান্সলেশনের মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারও এই সিস্টেমে যুক্ত থাকবে।
নতুন অপারেটিং সিস্টেমের স্মার্ট ক্যাপসুল ফিচারটি আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করবে।
ম্যাজিকওএস ৯.০ এর একটি বড় অংশ এআই প্রযুক্তি। এতে ফেইস সোয়াপ ডিটেকশন ফিচার রয়েছে যা ব্যবহারকারীদের ভিডিও কল বা অন্যান্য অনলাইন যোগাযোগের সময় ডিপফেকের বিরুদ্ধে সুরক্ষা দেবে। অনারের এআই অ্যাসিস্ট্যান্ট ‘ওয়াইওওয়াইও এজেন্ট’–এ নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নোটিফিকেশন পরিচালনা করা, পানীয় অর্ডার করা এবং বিভিন্ন পণ্যের দামের তুলনা করা। অনার বলছে, অ্যাসিস্ট্যান্টটি ‘ম্যাজিক মডেল’ ব্যবহার করে কাজ করবে। এই মডেলের মধ্যে লার্জ ল্যাংগুয়েজ মডেল, লার্জ ইমেজ মডেল এবং একটি মাল্টি-মোডাল মডেল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া অন্য সিস্টেম অ্যাপগুলোতেও এআই ফিচার রয়েছে। এআই নোটস, এআই ডকুমেন্টস, এবং এআই ট্রান্সলেশন-এর মাধ্যমে নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন ম্যাজিক এডিটরের মাধ্যমে ছবি থেকে অনাকাঙ্খিত বস্তু মুছে ফেলা যাবে, ছবিগুলোর মান উন্নয়নে ফিল্টার ব্যবহার করা যাবে এবং এমনকি পুরনো ছবি পুনরুদ্ধার করা যাবে।
ম্যাজিকওএস ৯.০–এ একটি স্মার্ট ফিটনেস কোচ অন্তর্ভুক্ত করেছে। এটি ব্যক্তিগতকৃত ব্যায়ামের পরিকল্পনা তৈরি করতে পারে। নিজস্ব রুটিনের ভিত্তিতে পরিকল্পনাটি সময় অনুযায়ী সমন্বয় করতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া একটি নতুন ভ্রমণ সহকারীও রয়েছে যা আবাসন ও পরিবহন সম্পর্কিত তথ্য ও সুপারিশ দেখাবে।
নতুন আপডেটে অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে, ডুয়াল-ডিভাইস মেসেজিং, হোম এবং কার ইন্টিগ্রেশন, ক্রস-ডিভাইস সিকিউরিটি, এবং একটি সার্কেল টু সার্চের এর মতো ভিজ্যুয়াল লুকআপ ফিচার যা এনিডোর নামে পরিচিত।
যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে
ম্যাজিকওএস ৯.০ আপডেট নভেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পাবলিক বেটা হিসেবে অনারের স্মার্টফোনে চালু হবে। স্মার্টফোন এবং ট্যাবলেটসহ মোট ৩৬টি ডিভাইসে এই আপডেটে পাওয়া যাবে। যেসব ডিভাইসে এই আপডেট পাওয়া যাবে তার তালিকা উল্লেখ করা হলো—
নভেম্বর ২০২৪: ম্যাজিক ভি৩, ম্যাজিক ভিএস ৩, ম্যাজিক ভি২ সিরিজ, ম্যাজিক ৬ সিরিজ, ম্যাজিক ৫ সিরিজ।
ডিসেম্বর ২০২৪: ম্যাজিক ভিএস ২, ম্যাজিক ভি ফ্লিপ, ম্যাজিক ৪ সিরিজ, অনার ২০০ সিরিজ, ম্যাজিকপ্যাড ২ ট্যাবলেট।
জানুয়ারি ২০২৫: ম্যাজিক ভিএস সিরিজ, ম্যাজিক ভি, অনার ১০০ সিরিজ, অনার ৯০ জিটি, জিটি প্রো ট্যাবলেট।
ফেব্রুয়ারি ২০২৫: অনার ৯০ সিরিজ, অনার ৮০ সিরিজ।
মার্চ ২০২৫: অনার এক্স ৬০ সিরিজ, এক্স ৫০।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
সারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১৬ মিনিট আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৩ ঘণ্টা আগেটেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল এবং অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
৪ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৬ ঘণ্টা আগে