কুহেলী রহমান
মোবাইল ফোনসেট নিয়ে সবার মধ্যে একধরনের স্পোর্টিং মনোভাব বিরাজ করে; অর্থাৎ লেটেস্ট ফোনসেটটিই হাতে থাকতে হবে। আর সেই মোবাইল ফোনের ক্যামেরা যদি হয় ২০০ মেগাপিক্সেলের, তাহলে তো কথাই নেই। সম্প্রতি এমনি একটি মোবাইল ফোনসেট বেশ আলোচিত হচ্ছে। এর নাম ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি।
মোবাইল ফোনসেটটি আলোচনায় আছে এর ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের কারণে। স্যামসাং, শাওমি ও মোটোরোলা ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বাজারে আনলেও তার দাম প্রচুর। তাই ইনফিনিক্স ক্রেতাদের জন্য কম দামে আকর্ষণীয় স্মার্টফোন সরবরাহ করায় বাজারে এর চাহিদা ব্যাপক। এ মোবাইল ফোন সেটটির ওজন ২১৩ গ্রাম। এর ৬ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লেটি ফুল এইচডি এবং এটি থ্রিডি অ্যামোলেড ডিসপ্লে। এর রেজল্যুশন ২,৪০০× ১,০৮০ পিক্সেল এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে ৯০০ নিট পিক ব্রাইটনেসসহ সরু বেজেলও দেখা যাবে।
ইনফিনিক্স জিরো আলট্রা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসরে চলবে। এটি আবার একটি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি করা। এই হ্যান্ডসেটে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে চালানো যাবে।
ক্যামেরার ক্ষেত্রে ইনফিনিক্স জিরো আলট্রা ৫-জির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনসহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেন্সর আছে। ফোনের সামনে ডুয়েল এলইডি ফ্ল্যাশসহ একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটারও আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই মোবাইল ফোনসেটে ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং এটি ১৮০ ওয়াট থান্ডার চার্জ সাপোর্ট করে। এতে মাত্র ১২ মিনিটে ফোনের ব্যাটারি পুরোপুরি চার্জ হবে।
ইনফিনিক্সের এই ফোনে রয়েছে দুটি মুড—স্ট্যান্ডার্ড ও ফিউরিয়াস। ফ্ল্যাশ চার্জের ক্ষেত্রে ব্যবহৃত হবে এই দুই মুড। কানেকটিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে জিপিএস, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি, ৫-জি এবং ওয়াই-ফাই ৬ সাপোর্ট।
দেশের প্রায় সব মোবাইল ফোন বিক্রয় আউটলেটে পাওয়া যাচ্ছে ইনফিনিক্স জিরো আলট্রা ও জিরো আলট্রা ৫-জি মোবাইল ফোন। এর দাম ৫৮ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে।
তথ্যসূত্র: দ্য ইকোনমি টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস
মোবাইল ফোনসেট নিয়ে সবার মধ্যে একধরনের স্পোর্টিং মনোভাব বিরাজ করে; অর্থাৎ লেটেস্ট ফোনসেটটিই হাতে থাকতে হবে। আর সেই মোবাইল ফোনের ক্যামেরা যদি হয় ২০০ মেগাপিক্সেলের, তাহলে তো কথাই নেই। সম্প্রতি এমনি একটি মোবাইল ফোনসেট বেশ আলোচিত হচ্ছে। এর নাম ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি।
মোবাইল ফোনসেটটি আলোচনায় আছে এর ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের কারণে। স্যামসাং, শাওমি ও মোটোরোলা ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বাজারে আনলেও তার দাম প্রচুর। তাই ইনফিনিক্স ক্রেতাদের জন্য কম দামে আকর্ষণীয় স্মার্টফোন সরবরাহ করায় বাজারে এর চাহিদা ব্যাপক। এ মোবাইল ফোন সেটটির ওজন ২১৩ গ্রাম। এর ৬ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লেটি ফুল এইচডি এবং এটি থ্রিডি অ্যামোলেড ডিসপ্লে। এর রেজল্যুশন ২,৪০০× ১,০৮০ পিক্সেল এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে ৯০০ নিট পিক ব্রাইটনেসসহ সরু বেজেলও দেখা যাবে।
ইনফিনিক্স জিরো আলট্রা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসরে চলবে। এটি আবার একটি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি করা। এই হ্যান্ডসেটে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে চালানো যাবে।
ক্যামেরার ক্ষেত্রে ইনফিনিক্স জিরো আলট্রা ৫-জির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনসহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেন্সর আছে। ফোনের সামনে ডুয়েল এলইডি ফ্ল্যাশসহ একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটারও আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই মোবাইল ফোনসেটে ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং এটি ১৮০ ওয়াট থান্ডার চার্জ সাপোর্ট করে। এতে মাত্র ১২ মিনিটে ফোনের ব্যাটারি পুরোপুরি চার্জ হবে।
ইনফিনিক্সের এই ফোনে রয়েছে দুটি মুড—স্ট্যান্ডার্ড ও ফিউরিয়াস। ফ্ল্যাশ চার্জের ক্ষেত্রে ব্যবহৃত হবে এই দুই মুড। কানেকটিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে জিপিএস, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি, ৫-জি এবং ওয়াই-ফাই ৬ সাপোর্ট।
দেশের প্রায় সব মোবাইল ফোন বিক্রয় আউটলেটে পাওয়া যাচ্ছে ইনফিনিক্স জিরো আলট্রা ও জিরো আলট্রা ৫-জি মোবাইল ফোন। এর দাম ৫৮ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে।
তথ্যসূত্র: দ্য ইকোনমি টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ...
১ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৪ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে