Ajker Patrika

চলতি সপ্তাহে টুইটারের কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন ইলন মাস্ক

আপডেট : ১৪ জুন ২০২২, ১০: ০৬
চলতি সপ্তাহে টুইটারের কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন ইলন মাস্ক

টুইটার কেনার চুক্তির পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো এর কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন ইলন মাস্ক। টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল কর্মীদের কাছে ই-মেইলের মাধ্যমে এ কথা জানিয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।

টুইটারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, মাস্ক চলতি সপ্তাহেই টুইটারের সব কর্মীদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আলোচনায় মাস্ক টুইটারের কর্মীদের কাছ থেকে সরাসরি প্রশ্ন শুনবেন।

এর আগে ইলন মাস্ক টুইটার কর্তৃপক্ষের কাছে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে উপযুক্ত তথ্য চান। টুইটারকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে না পারলে তিনি টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসবেন।

চলতি বছরের মার্চেই ইলন মাস্ক বলেছিলেন তিনি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন। সে সময় তিনি বলেছিলেন, তিনি আশা করেন, টুইটার কর্তৃপক্ষ তাঁকে ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের বিষয়ে পর্যাপ্ত তথ্য দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত