Ajker Patrika

ব্যক্তিগত পোস্টের জন্য ‘ফ্লিপসাইড’ ফিচার আসছে ইনস্টাগ্রামে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২০: ০৩
ব্যক্তিগত পোস্টের জন্য ‘ফ্লিপসাইড’ ফিচার আসছে ইনস্টাগ্রামে

ইনস্টাগ্রামে ‘ফ্লিপসাইড’ নামের নতুন ফিচার যুক্ত করবে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি সেকেন্ডারি বা বিকল্প ফটো গ্রিড তৈরি করতে পারবে যা শুধুমাত্র নির্বাচিত বন্ধুরা দেখতে পারে। এই ফিচারের মাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে দুটো প্রোফাইল খোলা যাবে। ফলে ফলোয়ার ও বন্ধুদের একটি নির্বাচিত গ্রুপের সঙ্গে ব্যক্তিগত ছবি ও ভিডিও পোস্ট করার সুযোগ দেবে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি আরও ব্যক্তিকৃত বলে মনে হবে।

গত সোমবার থ্রেড প্ল্যাটফর্মের এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ফিচারটি বর্তমানে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফিচারটি প্ল্যাটফর্মে যুক্ত করা হবে কিনা, তা নিয়ে নিশ্চিত নয় কোম্পানিটি।

এছাড়া থ্রেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন বিশিষ্ট পরামর্শদাতা ফ্লিপসাইড টুলটি দেখানোর জন্য একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা যায়, এই ফিচার ইনস্টাগ্রাম একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে দেয়। এমনকি ফ্লিপসাইড প্রোফাইলের জন্য আলাদা ছবি, পরিচিত ও প্রোফাইল নামও ব্যবহার করতে দেবে এই ফিচার।

তরুণদের মধ্যে জনপ্রিয় শব্দ ‘ফিনটাস’ থেকে অনুপ্রাণিত করে এই ফিচার তৈরি করা হয়েছে। একটি পাবলিক অ্যাকাউন্ট ছাড়াও আরেকটি বিকল্প ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করলে সেগুলোকে ফিনটাস বলে।

গত বছরের ডিসেম্বরে ফ্লিপসাইড ফিচারটি প্রথম শনাক্ত করে ডেভেলপার আলেসান্দ্রো পালুজ্জি। তিনি এই ফিচারের প্রতীকী ছবি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন। ছবি অনুসারে ফ্লিপসাইড ‘ব্যবহারকারী ও বন্ধুদের জন্য একটি নতুন জায়গা তৈরি করে’, যেখানে ‘নির্বাচিত বন্ধুদের সঙ্গেই এই প্রোফাইলের এই অংশের পোস্ট শেয়ার করা যাবে। প্রধান প্রোফাইলের ছবির নিচে একটি বাটনে ট্যাপ করে ফলোয়াররা ফ্লিপসাইড প্রোফাইলটি দেখতে পারবেন।

গত নভেম্বরে পোস্ট ও রিলস শেয়ারের ক্ষেত্রে ক্লোজড ফ্রেন্ডস ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে নির্দিষ্ট বন্ধুদের নিয়ে গ্রুপ তৈরি করে সেখানে পোস্ট ও রিলস শেয়ার করা যায়। ক্লোজড ফ্রেন্ডস তালিকায় অন্তর্ভুক্ত ফলোয়ারদের অ্যাকাউন্টের পাশে সবুজ রঙের তারকা চিহ্ন দেখা যাবে। এই ‘সবুজ তালিকা’ ইনস্টাগ্রাম রিলসের ক্ষেত্রেও প্রযোজ্য।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত