Ajker Patrika

এবার রাতের চীনে চলবে চালকবিহীন গাড়ি

প্রযুক্তি ডেস্ক
এবার রাতের চীনে চলবে চালকবিহীন গাড়ি

সার্চ ইঞ্জিনের জন্য পরিচিত হয়ে ওঠা চীনা ইন্টারনেট জায়ান্ট বাইদু সম্প্রতি স্বয়ংক্রিয় গাড়ি চালনা প্রযুক্তিতে বেশ অগ্রগতি করেছে। এখন চীনের উহান শহরের মানুষ সকাল ৭টা থেকে রাত ১১টার মধ্যে বাইদুর স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি ভাড়া নিতে পারছেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, আগে এই চালকবিহীন গাড়ি কেবলমাত্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরে চলাচল করতে পারত।

নতুন পরিকল্পনার আওতায় ১০ লাখ গ্রাহককে উহানের নির্দিষ্ট এলাকায় সেবা দেওয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

গত আগস্টে বাইদু সম্পূর্ণরূপে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করে। যাত্রীদের কাছ থেকে ট্যাক্সির হারেই ভাড়া আদায় করা হচ্ছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এই সেবার অ্যাপ ‘অ্যাপোলো গো’ ৪ লাখ ৪৭ হাজারের বেশি রাইড সম্পন্ন করেছে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে যৌথভাবে পাবলিক ‘রোবোট্যাক্সি’ সেবা চালু করেছিল অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার এবং চালকবিহীন প্রযুক্তি-নির্মাতা মোশনাল।

‘রোবোট্যাক্সি’ মূলত একটি চালক বিহীন গাড়ির সেবা। কোম্পানি দুটি জানিয়েছে, যানবাহনগুলো নিয়ন্ত্রণের জন্য আপাতত অপারেটর থাকছে। তবে আগামী বছরের মধ্যেই জনসাধারণকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়িতে চড়ার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত