ইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে। টুলটিকে সার্চ এবং ট্রেন্ডিং নাও ফিচারের উন্নত সংস্করণ বলে ব্যাখ্যা করেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি।
বর্তমানে এআই প্রযুক্তিকে-কে বিভিন্ন ফিচারে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে প্রতিযোগিতা করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। উদাহরণস্বরূপ, সম্প্রতি ‘স্টোরিজ অন এক্স’ ফিচার চালু করেছে এক্স। কোম্পানিটির এআই চ্যাটবট গ্রোকের মাধ্যমে এটি পরিচালিত হয়। টুলটি এক্সের এক্সপ্লোর বিভাগে ট্রেন্ডিং টপিকের সারসংক্ষেপ তৈরি করে। বিশেষ করে প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য। যখন ব্যবহারকারী ‘ফর ইউ’ ট্যাবে একটি ট্রেন্ডিং পোস্টে ট্যাপ করেন। তখন গ্রোক এআই একটি দ্রুত সারসংক্ষেপ তৈরি করে দেয়, যা ব্যবহারকারীদের বিভিন্ন আলোচনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।
থ্রেডসের নতুন ফিচার সম্পর্কে মোসেরি বলেন, ‘আজ আমরা সার্চ এবং ট্রেন্ডিং নাও-এর কিছু দীর্ঘ প্রতীক্ষিত ফিচারের পরীক্ষা শুরু করছি। নতুন সার্চ অভিজ্ঞতায় ব্যবহারকারীরা নির্দিষ্ট তারিখের মধ্যে সার্চ করতে পারবেন বা একক অ্যাকাউন্ট থেকে পোস্ট খুঁজে পেতে সক্ষম হবেন। যুক্তরাষ্ট্রে যেখানে ট্রেন্ডিং নাও ফিচার পাওয়া যায় সেখানে এআই ভিত্তিক সারসংক্ষেপও দেখানো হচ্ছে। ফলে মানুষ কী নিয়ে আলোচনা করছে তা ব্যবহারকারীরা দ্রুত জানাবে।’
থ্রেডস এবং এক্সের মধ্যে প্রতিযোগিতা তীব্র শুরু হয়েছে। থ্রেডসে এখন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৭৫ মিলিয়ন। অপরদিকে এক্সের ব্যবহারকারী সংখ্যা আনুমানিক ৬০ কোটি।
থ্রেডস দ্রুত অন্যান্য আপডেটও ফিচারও চালু করছে। যেমন: কাস্টম ফিডের সমর্থন এবং ফর ইউ ট্যাবে পোস্টের অ্যালগরিদমের পরিবর্তন। এই পরিবর্তনের ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
এই সপ্তাহে ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিড তৈরি করার সুবিধা চালু করেছে সামাজিক নেটওয়ার্ক থ্রেডস। এটি ব্যবহারকারীদের কনটেন্টের ধরন নিয়ন্ত্রণ করার আরও সুযোগ দিচ্ছে। এই কাস্টম ফিডগুলোর পাশাপাশি থ্রেডসে আলাদা ফলোয়িং ফিডও রয়েছে। তবে অ্যাপটি ডিফল্টভাবে ‘অ্যালগরিদমিক ফর ইউ’ ফিডে প্রদর্শিত হয়।
স্পষ্টতই সোশ্যাল মিডিয়াগুলো এখন এআই যুদ্ধে যুক্ত হচ্ছে। যদিও কিছু ফিচার ব্যবহারকারীদের বেশ সাহায্য করে, তবে অনেক এআই ফিচার শুধু ট্রেন্ডে থাকার জন্য প্ল্যাটফর্মগুলোতে যুক্ত করা হয়।
তথ্যসূত্র: নিওউইন
ইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে। টুলটিকে সার্চ এবং ট্রেন্ডিং নাও ফিচারের উন্নত সংস্করণ বলে ব্যাখ্যা করেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি।
বর্তমানে এআই প্রযুক্তিকে-কে বিভিন্ন ফিচারে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে প্রতিযোগিতা করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। উদাহরণস্বরূপ, সম্প্রতি ‘স্টোরিজ অন এক্স’ ফিচার চালু করেছে এক্স। কোম্পানিটির এআই চ্যাটবট গ্রোকের মাধ্যমে এটি পরিচালিত হয়। টুলটি এক্সের এক্সপ্লোর বিভাগে ট্রেন্ডিং টপিকের সারসংক্ষেপ তৈরি করে। বিশেষ করে প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য। যখন ব্যবহারকারী ‘ফর ইউ’ ট্যাবে একটি ট্রেন্ডিং পোস্টে ট্যাপ করেন। তখন গ্রোক এআই একটি দ্রুত সারসংক্ষেপ তৈরি করে দেয়, যা ব্যবহারকারীদের বিভিন্ন আলোচনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।
থ্রেডসের নতুন ফিচার সম্পর্কে মোসেরি বলেন, ‘আজ আমরা সার্চ এবং ট্রেন্ডিং নাও-এর কিছু দীর্ঘ প্রতীক্ষিত ফিচারের পরীক্ষা শুরু করছি। নতুন সার্চ অভিজ্ঞতায় ব্যবহারকারীরা নির্দিষ্ট তারিখের মধ্যে সার্চ করতে পারবেন বা একক অ্যাকাউন্ট থেকে পোস্ট খুঁজে পেতে সক্ষম হবেন। যুক্তরাষ্ট্রে যেখানে ট্রেন্ডিং নাও ফিচার পাওয়া যায় সেখানে এআই ভিত্তিক সারসংক্ষেপও দেখানো হচ্ছে। ফলে মানুষ কী নিয়ে আলোচনা করছে তা ব্যবহারকারীরা দ্রুত জানাবে।’
থ্রেডস এবং এক্সের মধ্যে প্রতিযোগিতা তীব্র শুরু হয়েছে। থ্রেডসে এখন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৭৫ মিলিয়ন। অপরদিকে এক্সের ব্যবহারকারী সংখ্যা আনুমানিক ৬০ কোটি।
থ্রেডস দ্রুত অন্যান্য আপডেটও ফিচারও চালু করছে। যেমন: কাস্টম ফিডের সমর্থন এবং ফর ইউ ট্যাবে পোস্টের অ্যালগরিদমের পরিবর্তন। এই পরিবর্তনের ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
এই সপ্তাহে ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিড তৈরি করার সুবিধা চালু করেছে সামাজিক নেটওয়ার্ক থ্রেডস। এটি ব্যবহারকারীদের কনটেন্টের ধরন নিয়ন্ত্রণ করার আরও সুযোগ দিচ্ছে। এই কাস্টম ফিডগুলোর পাশাপাশি থ্রেডসে আলাদা ফলোয়িং ফিডও রয়েছে। তবে অ্যাপটি ডিফল্টভাবে ‘অ্যালগরিদমিক ফর ইউ’ ফিডে প্রদর্শিত হয়।
স্পষ্টতই সোশ্যাল মিডিয়াগুলো এখন এআই যুদ্ধে যুক্ত হচ্ছে। যদিও কিছু ফিচার ব্যবহারকারীদের বেশ সাহায্য করে, তবে অনেক এআই ফিচার শুধু ট্রেন্ডে থাকার জন্য প্ল্যাটফর্মগুলোতে যুক্ত করা হয়।
তথ্যসূত্র: নিওউইন
মার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
৮ মিনিট আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৮ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগে