প্রযুক্তি ডেস্ক
ওপেন এআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। তবে এরই মধ্যে অনেক ব্যবহারকারীই সমালোচনা করছেন বিংয়ের এআই প্রজেক্টের পরিক্ষামূলক সংস্করণ নিয়ে। অনেকেই বলছেন বিং সার্চ ইঞ্জিনের নতুন চ্যাটবট প্রচুর ভুল তথ্য দিচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা-বিষয়ক গবেষক দিমিত্রি ব্রেরেটন এক টুইটে বলেন, ‘মাইক্রোসফটের বিংয়ের এআই প্রজেক্টের পরীক্ষামূলক সংস্করণে প্রচুর ত্রুটি রয়েছে, যা গুগলের চ্যাটবট বার্ডের ভুলের চেয়েও খারাপ।’
তিনি আরও বলেন, বিং এআই একটি আর্থিক নথির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার সময় বেশ কয়েকটি ভুল করে। সংক্ষিপ্ত নথির বেশির ভাগ সংখ্যাই ভুল ছিল।
৭ ফেব্রুয়ারি মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বিংয়ের নতুন সংস্করণ উন্মোচন করে জানান, বিং জেনারেটিভ প্রশিক্ষিত ট্রান্সফরমার ৩ (জিপিটি-৩) ব্যবহার করছে এবং এটি চ্যাটজিপিটির মতো কাজ করবে। উন্মোচন অনুষ্ঠানে মাইক্রোসফটের কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী বিংয়ের নতুন সংস্করণ কীভাবে কাজ করবে এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে তার একটি ডেমোও দেখিয়েছিলেন।
এর আগে মাইক্রোসফট জানিয়েছিল, বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা থাকবে। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। চ্যাটবটটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই-মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট।
সত্য নাদেলা বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তথ্য অনুসন্ধান থেকে শুরু করে সব ধরনের সফটওয়্যার ব্যবহারে মৌলিক পরিবর্তন নিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় “বিং” সার্চ ইঞ্জিন ও “এজ” ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট যুক্ত করা হয়েছে।’
ওপেন এআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। তবে এরই মধ্যে অনেক ব্যবহারকারীই সমালোচনা করছেন বিংয়ের এআই প্রজেক্টের পরিক্ষামূলক সংস্করণ নিয়ে। অনেকেই বলছেন বিং সার্চ ইঞ্জিনের নতুন চ্যাটবট প্রচুর ভুল তথ্য দিচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা-বিষয়ক গবেষক দিমিত্রি ব্রেরেটন এক টুইটে বলেন, ‘মাইক্রোসফটের বিংয়ের এআই প্রজেক্টের পরীক্ষামূলক সংস্করণে প্রচুর ত্রুটি রয়েছে, যা গুগলের চ্যাটবট বার্ডের ভুলের চেয়েও খারাপ।’
তিনি আরও বলেন, বিং এআই একটি আর্থিক নথির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার সময় বেশ কয়েকটি ভুল করে। সংক্ষিপ্ত নথির বেশির ভাগ সংখ্যাই ভুল ছিল।
৭ ফেব্রুয়ারি মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বিংয়ের নতুন সংস্করণ উন্মোচন করে জানান, বিং জেনারেটিভ প্রশিক্ষিত ট্রান্সফরমার ৩ (জিপিটি-৩) ব্যবহার করছে এবং এটি চ্যাটজিপিটির মতো কাজ করবে। উন্মোচন অনুষ্ঠানে মাইক্রোসফটের কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী বিংয়ের নতুন সংস্করণ কীভাবে কাজ করবে এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে তার একটি ডেমোও দেখিয়েছিলেন।
এর আগে মাইক্রোসফট জানিয়েছিল, বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা থাকবে। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। চ্যাটবটটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই-মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট।
সত্য নাদেলা বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তথ্য অনুসন্ধান থেকে শুরু করে সব ধরনের সফটওয়্যার ব্যবহারে মৌলিক পরিবর্তন নিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় “বিং” সার্চ ইঞ্জিন ও “এজ” ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট যুক্ত করা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
৭ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
১২ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১৩ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
১৬ ঘণ্টা আগে