আজকের পত্রিকা ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং হঠাৎ করেই ঘোষণা দিয়েছে তাদের পরবর্তী গ্যালাক্সি ইভেন্টের। আগামী ৪ সেপ্টেম্বর এই ভার্চুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি ইভেন্টে নতুন প্রিমিয়াম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ট্যাবলেট এবং গ্যালাক্সি এস ২৫ সিরিজের নতুন সদস্য উন্মোচনের ইঙ্গিত দিয়েছে স্যামসাং। প্রযুক্তি মহলে জোর গুঞ্জন রয়েছে, এগুলো হতে পারে গ্যালাক্সি ট্যাব এস ১১ এবং গ্যালাক্সি এস ২৫ এফই।
স্যামসাংয়ের ঘোষণা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর ইভেন্টটি শুরু হবে বাংলাদেশি সময় বেলা সাড়ে ৩টায়। এটি একটি সম্পূর্ণ ভার্চুয়াল ইভেন্ট হবে এবং সরাসরি সম্প্রচার দেখা যাবে স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।
ইভেন্ট উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ রিজার্ভেশন অফার। স্যামসাংয়ে ওয়েবসাইট বা শপ স্যামসাং অ্যাপের মাধ্যমে ‘নতুন যোগ্য’ গ্যালাক্সি ট্যাব রিজার্ভ করলে গ্রাহকেরা পাবেন ৫০ ডলার (প্রায় ৬ হাজার ৮৩ টাকা) ক্রেডিট। এই রিজার্ভ ক্রেডিট ব্যবহার করা যাবে নির্দিষ্ট গ্যালাক্সি ফোন, গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি রিং, গ্যালাক্সি বাডস, গ্যালাক্সি ওয়াচ বা আনুষঙ্গিক পণ্য কেনার সময়। তবে এই ক্রেডিট রিজার্ভ করা ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এ ছাড়া, নতুন গ্যালাক্সি ট্যাবলেট কেনার সময় গ্রাহকেরা ৯৫০ ডলার (প্রায় ১ লাখ ১৫ হাজার ৫৭৭ টাকা) পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এর মধ্যে রয়েছে তাৎক্ষণিক ট্রেড-ইন ক্রেডিট, বিনা মূল্যে স্টোরেজ আপগ্রেডসহ আরও সুবিধা।
বিশেষভাবে উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর শুরু হওয়া আইএফএ বার্লির ২০২৫-এ স্যামসাং একটি সংবাদ সম্মেলন এবং প্রদর্শনী বুথও পরিচালনা করবে।
যেসব ডিভাইস আসতে পারে
প্রত্যাশা করা হচ্ছে, গ্যালাক্সি ট্যাব এস ১১ সিরিজের উন্মোচন হবে এই ইভেন্টে। এ বছরের সিরিজে দুটি মডেল থাকবে বলে জানা গেছে সেগুলো হলো—গ্যালাক্সি ট্যাব ১১ এবং গ্যালাক্সি ট্যাব ১১ আলট্রা। এবার কোনো ‘প্লাস’ সংস্করণ আসবে না বলে জানা গেছে। উভয় মডেলেই থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট।
এ ছাড়া, স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এফই আনা হতে পারে গ্যালাক্সি এস ২৫ সিরিজের নতুন সংযোজন হিসেবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এতে থাকবে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল–এইচডিপ্লাস ডাইনামিক অ্যামোলেড ২ এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ এবং পিক্সেল ডেনসিটি ৩৮২ পিপিআই। ফোনটিতে এক্সিনস ২৪০০ চিপসেট ব্যবহৃত হতে পারে। সেই সঙ্গে থাকবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮।
ক্যামেরার দিক থেকে, ফোনটিতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ত্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। ব্যাটারি হতে পারে ৪ হাজার ৯০০ এমএইচ, ৪৫ ওয়াট ওয়্যারড এবং ২৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে।
আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইভেন্টে এসব পণ্যের বিস্তারিত জানা যাবে। স্যামসাংয়ের গ্যালাক্সি ইভেন্টের আপডেট পেতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং হঠাৎ করেই ঘোষণা দিয়েছে তাদের পরবর্তী গ্যালাক্সি ইভেন্টের। আগামী ৪ সেপ্টেম্বর এই ভার্চুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি ইভেন্টে নতুন প্রিমিয়াম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ট্যাবলেট এবং গ্যালাক্সি এস ২৫ সিরিজের নতুন সদস্য উন্মোচনের ইঙ্গিত দিয়েছে স্যামসাং। প্রযুক্তি মহলে জোর গুঞ্জন রয়েছে, এগুলো হতে পারে গ্যালাক্সি ট্যাব এস ১১ এবং গ্যালাক্সি এস ২৫ এফই।
স্যামসাংয়ের ঘোষণা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর ইভেন্টটি শুরু হবে বাংলাদেশি সময় বেলা সাড়ে ৩টায়। এটি একটি সম্পূর্ণ ভার্চুয়াল ইভেন্ট হবে এবং সরাসরি সম্প্রচার দেখা যাবে স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।
ইভেন্ট উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ রিজার্ভেশন অফার। স্যামসাংয়ে ওয়েবসাইট বা শপ স্যামসাং অ্যাপের মাধ্যমে ‘নতুন যোগ্য’ গ্যালাক্সি ট্যাব রিজার্ভ করলে গ্রাহকেরা পাবেন ৫০ ডলার (প্রায় ৬ হাজার ৮৩ টাকা) ক্রেডিট। এই রিজার্ভ ক্রেডিট ব্যবহার করা যাবে নির্দিষ্ট গ্যালাক্সি ফোন, গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি রিং, গ্যালাক্সি বাডস, গ্যালাক্সি ওয়াচ বা আনুষঙ্গিক পণ্য কেনার সময়। তবে এই ক্রেডিট রিজার্ভ করা ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এ ছাড়া, নতুন গ্যালাক্সি ট্যাবলেট কেনার সময় গ্রাহকেরা ৯৫০ ডলার (প্রায় ১ লাখ ১৫ হাজার ৫৭৭ টাকা) পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এর মধ্যে রয়েছে তাৎক্ষণিক ট্রেড-ইন ক্রেডিট, বিনা মূল্যে স্টোরেজ আপগ্রেডসহ আরও সুবিধা।
বিশেষভাবে উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর শুরু হওয়া আইএফএ বার্লির ২০২৫-এ স্যামসাং একটি সংবাদ সম্মেলন এবং প্রদর্শনী বুথও পরিচালনা করবে।
যেসব ডিভাইস আসতে পারে
প্রত্যাশা করা হচ্ছে, গ্যালাক্সি ট্যাব এস ১১ সিরিজের উন্মোচন হবে এই ইভেন্টে। এ বছরের সিরিজে দুটি মডেল থাকবে বলে জানা গেছে সেগুলো হলো—গ্যালাক্সি ট্যাব ১১ এবং গ্যালাক্সি ট্যাব ১১ আলট্রা। এবার কোনো ‘প্লাস’ সংস্করণ আসবে না বলে জানা গেছে। উভয় মডেলেই থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট।
এ ছাড়া, স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এফই আনা হতে পারে গ্যালাক্সি এস ২৫ সিরিজের নতুন সংযোজন হিসেবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এতে থাকবে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল–এইচডিপ্লাস ডাইনামিক অ্যামোলেড ২ এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ এবং পিক্সেল ডেনসিটি ৩৮২ পিপিআই। ফোনটিতে এক্সিনস ২৪০০ চিপসেট ব্যবহৃত হতে পারে। সেই সঙ্গে থাকবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮।
ক্যামেরার দিক থেকে, ফোনটিতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ত্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। ব্যাটারি হতে পারে ৪ হাজার ৯০০ এমএইচ, ৪৫ ওয়াট ওয়্যারড এবং ২৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে।
আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইভেন্টে এসব পণ্যের বিস্তারিত জানা যাবে। স্যামসাংয়ের গ্যালাক্সি ইভেন্টের আপডেট পেতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
২ দিন আগে