Ajker Patrika

বিরক্তিকর বলে নেটফ্লিক্সের ৪ কোটি টাকা বেতনের চাকরি ছাড়লেন 

আপডেট : ০৭ জুন ২০২২, ১৫: ৩৬
বিরক্তিকর বলে নেটফ্লিক্সের ৪ কোটি টাকা বেতনের চাকরি ছাড়লেন 

বিরক্তিকর বোধ হওয়ায় বাংলাদেশি মুদ্রায় বছরে ৪ কোটি টাকারও বেশি বেতনের চাকরি ছেড়েছেন নেটফ্লিক্সের এক প্রকৌশলী। মিশেল লিন নামে নেটফ্লিক্সের ওই কর্মী নেটফ্লিক্সের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, মিশেল লিন ২০১৭ সালে আমাজনের চাকরি ছেড়ে নেটফ্লিক্সে যোগ দেন। 

নেটফ্লিক্সের চাকরি ছাড়া প্রসঙ্গে লিন তাঁর লিংকডিন অ্যাকাউন্টে লিখেছেন, ‘সে সময় আমি ভেবেছিলাম আমি হয়তো নেটফ্লিক্সের সঙ্গে আজীবন থাকতে পারব। আমি বছরে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা পেতাম। প্রতিদিন বিনা মূল্যে খাবার পেতাম এবং প্রচুর ছুটিও পেতাম। এটি আমার জন্য স্বপ্নের চাকরি ছিল।’ 

তবে ঠিক কেন তিনি চাকরি ছাড়লেন? ২০২১ সালের মে মাসে যখন লিন তাঁর চাকরি ছেড়ে দেন সবাই তাঁকে পাগল বলেই ঠাওরেছিল। সে প্রসঙ্গে লিন লিখেছেন, ‘আমার মা–বাবাই সবার আগে আপত্তি জানিয়েছিল। তাদের কাছে আমরা চাকরি ছাড়া ছিল, তাদের যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার কঠোর পরিশ্রমে পানি ঢালার মতো। এর পর আপত্তি তুলেছিলেন, আমার মেন্টর। তিনি আমাকে বলেছিলেন আরেকটি চাকরি নিশ্চিত না করে চাকরি ছাড়া উচিত হবে না। কারণ, চাকরি ছেড়ে দিলে বেশি বেতনের চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে।’ 

লিন আরও বলেন, ‘আমার চাকরির প্রথম দিকে আমি অনেক শিখেছি। নেটফ্লিক্সে কাজ করা অনেকটা আপনার এমবিএ পড়াকালীন কোনো স্যালারিড ইন্টার্ন করার মতো।’ কিন্তু কোভিডের সময় সবকিছু বদলে যায়। সে প্রসঙ্গে লিন বলেন, ‘...তখন কেবল কাজটাই বাকি ছিল। কিন্তু আমি কোনোভাবেই কেবল কাজ করাটা উপভোগ করতে পারছিলাম না।’ 

লিন বলেন, আমি চেয়েছিলাম আমার প্রকৌশল জ্ঞানকে কাজে লাগাতে। সেই মোতাবেক তিনি নেটফ্লিক্সের হয়ে কাজও শুরু করেছিলেন। কিন্তু তাঁর কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। ফলে তাঁর মনে হচ্ছিল তিনি বসে বসে নেটফ্লিক্সের বেতন নিচ্ছেন। এবং সেই অনুভূতি থেকেই তিনি তাঁর চাকরি ছেড়ে দেন। 

লিন বলেন, ‘আমি প্রায় ৮ মাস হয়ে গেল নেটফ্লিক্সের চাকরি ছেড়ে দিয়েছি এবং মনস্থির করেছিলাম, আমি কেবল আমার নিজের জন্যই কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত