অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি কম্পিউটারটি ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ৪৫ বছর আগে তৈরি কম্পিউটারটি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিলামে বিক্রি হয়।
ধারণা করা হচ্ছিল, ছয় লাখ ডলারের বেশি মূল্যে বিক্রি হবে এই কম্পিউটারটি।
নিলামে ওঠা অ্যাপল-১ মডেলের কম্পিউটারটি কাঠের ফ্রেমে তৈরি। জবস এবং ওজনিয়াক গ্যারেজে বসে শুরুর দিকে যে ২০০টি কম্পিউটার তৈরি করেছিল এটি তার মধ্যে অন্যতম।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কম্পিউটারটির কাঠের ফ্রেমটি হাওয়াই থেকে নকশা করে আনা। অ্যাপলের তৈরি প্রথম ২০০টি কম্পিউটারে এই ফ্রেম ব্যবহার করা হয়েছিল।
নিলাম হাউসের ওয়েবসাইটে বলা হয়, ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গার চাফি কলেজের একজন অধ্যক্ষ এই কম্পিউটারটি কিনেছিলেন। পরে তিনি ১৯৭৭ সালে তার এক শিক্ষার্থীর কাছে সেটি বিক্রি করে দেয়।
লস অ্যাঞ্জেলস টাইমের প্রতিবেদনে ওই শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ওই শিক্ষার্থী তখন ৬৫০ ডলারে কম্পিউটারটি কিনেছিলেন।
নিলাম হাউসের কর্মকর্তা জন মোরান বলেন, কম্পিউটারটির এখন পর্যন্ত দুজন মালিক ছিলেন।
নিলামের বিষয়ে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসে অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, শুধু প্রযুক্তিশিল্প সংশ্লিষ্টরা নয় অনেক মানুষই জানতে চায় কোন ব্যক্তির আছে অ্যাপল-১ কম্পিউটারটি রয়েছে।
১৯৭০ এবং ৮০র দশকে সফলতা পায় জবস এবং ওজনিয়াকের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল। ২০১১ সালের মৃত্যুর আগে অ্যাপলকে জনপ্রিয় কোম্পানি হিসেবে দেখে গিয়েছে এর প্রতিষ্ঠাতে স্টিভ জবস।
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি কম্পিউটারটি ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ৪৫ বছর আগে তৈরি কম্পিউটারটি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিলামে বিক্রি হয়।
ধারণা করা হচ্ছিল, ছয় লাখ ডলারের বেশি মূল্যে বিক্রি হবে এই কম্পিউটারটি।
নিলামে ওঠা অ্যাপল-১ মডেলের কম্পিউটারটি কাঠের ফ্রেমে তৈরি। জবস এবং ওজনিয়াক গ্যারেজে বসে শুরুর দিকে যে ২০০টি কম্পিউটার তৈরি করেছিল এটি তার মধ্যে অন্যতম।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কম্পিউটারটির কাঠের ফ্রেমটি হাওয়াই থেকে নকশা করে আনা। অ্যাপলের তৈরি প্রথম ২০০টি কম্পিউটারে এই ফ্রেম ব্যবহার করা হয়েছিল।
নিলাম হাউসের ওয়েবসাইটে বলা হয়, ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গার চাফি কলেজের একজন অধ্যক্ষ এই কম্পিউটারটি কিনেছিলেন। পরে তিনি ১৯৭৭ সালে তার এক শিক্ষার্থীর কাছে সেটি বিক্রি করে দেয়।
লস অ্যাঞ্জেলস টাইমের প্রতিবেদনে ওই শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ওই শিক্ষার্থী তখন ৬৫০ ডলারে কম্পিউটারটি কিনেছিলেন।
নিলাম হাউসের কর্মকর্তা জন মোরান বলেন, কম্পিউটারটির এখন পর্যন্ত দুজন মালিক ছিলেন।
নিলামের বিষয়ে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসে অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, শুধু প্রযুক্তিশিল্প সংশ্লিষ্টরা নয় অনেক মানুষই জানতে চায় কোন ব্যক্তির আছে অ্যাপল-১ কম্পিউটারটি রয়েছে।
১৯৭০ এবং ৮০র দশকে সফলতা পায় জবস এবং ওজনিয়াকের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল। ২০১১ সালের মৃত্যুর আগে অ্যাপলকে জনপ্রিয় কোম্পানি হিসেবে দেখে গিয়েছে এর প্রতিষ্ঠাতে স্টিভ জবস।
তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রথমবারের মতো আয়োজন করেছে টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি প্রাঙ্গণে আজ বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক...
৭ ঘণ্টা আগেঅ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
১৫ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
১৮ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
১৯ ঘণ্টা আগে