Ajker Patrika

নতুন ফিচার নিয়ে ভিন্ন রূপে আসছে ইউটিউব

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১১: ২২
নতুন ফিচার নিয়ে ভিন্ন রূপে আসছে ইউটিউব

ভিডিও দেখার অভিজ্ঞতায় অসাধরণত্ব আনতে নতুন ফিচার নিয়ে আসছে ইউটিউব। ইউটিউবের এক ব্লগপোস্টে জানানো হয়, কনটেন্ট নির্মাতা মহল ও সাধারণ ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ফিচারে ভিডিও দেখার সময় চোখের ওপর যেন চাপ না পড়ে, সে জন্য ইউটিউব অ্যাপে রঙের পরিবর্তনের দিকে নজর দেওয়া হয়েছে। অ্যাপের থিম পরিবর্তনের জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘অ্যাম্বিয়েন্ট মোড’ ফিচার যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ইউটিউবের ‘ডার্ক মোডের’ নতুন ভার্সনে ভিডিওর রং আরও স্পষ্টভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলার দিকে লক্ষ রাখা হয়েছে।

নতুন ফিচারে আরও যুক্ত হয়েছে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড বা রিওয়াইন্ড করার সুক্ষ্মতর সুবিধা এবং চলমান ভিডিওকে বড় বা ছোট করাসহ বেশ কিছু আপডেট। এ ছাড়া নতুন রূপে ইউটিউবের সাবস্ক্রাইব বাটন এখন আর লাল রঙের থাকবে না বলে ইউটিউব জানিয়েছে।

কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহারকারীরা নতুন এই ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত