চীনে উন্নত চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেনের প্রশাসন। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ তৈরি শিল্পে শীর্ষ অবস্থানে থাকা এনভিডিয়াসহ বেশ কয়েকটি কোম্পানি এর আওতায় পড়বে। এটি ৩০ দিনের মধ্যে কার্যকর হলেও এর মধ্যেই এনভিডিয়া বড় ক্ষতির মুখে পড়েছে। এই সিদ্ধান্তের পর শেয়ারের দরপতনের কারণে একদিনেই ৫৩ বিলিয়ন বা ৫ হাজার ৩০০ কোটি ডলারের মূলধন হারিয়েছে এই কোম্পানি।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই প্রযুক্তিগুলো চীনের সামরিক শক্তি বাড়াচ্ছে বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক ঘোষণায় বলা হয়। চীনের সঙ্গে ইরান ও রাশিয়াসহ বেশকিছু দেশেও এসব চিপ ও চিপ তৈরির টুল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। এছাড়া চীনের চিপ ডিজাইনার কোম্পানি মুর থ্রেডস ও বাইরেনকে কালো তালিকাভুক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো সোমবার সাংবাদিকদের বলেন, গত বছরের অক্টোবরের আইনে যেসব ফাঁকফোকর ছিল, সেগুলো বন্ধ করতে নতুন পদক্ষেপ। এআই প্রযুক্তি ও উন্নত কম্পিউটারের বিকাশে সহায়ক যেসব উন্নত সেমিকনডাক্টর চীনের সামরিক কর্মকাণ্ডে প্রয়োজনীয়, সেগুলোর সরবরাহ সীমিত করাই এ আইনের লক্ষ্য।
চীনের দূতাবাসের এক মুখপাত্র জানান, নতুন বিধিনিষেধের ঘোর বিরোধী চীন। নির্বিচারে এ ধরনের বাঁধা দেওয়া বা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জোরপূর্বক সরবরাহ বন্ধ করা বাজার অর্থনীতির নীতির লঙ্ঘন। পাশাপাশি এই উদ্যোগ আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তি চীনের সামরিকবাহিনীর আধুনিকায়নে সাহায্য করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চীনে চিপ ও চিপ তৈরির টুল সরবরাহ কমাতে বাইডেন প্রশাসন যে হিমশিম খাচ্ছে তা এই নতুন আইনি পদক্ষেপের মাধ্যমে বোঝা যায়।
২০২২ সালের জুনে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ও ইমার্জিং টেকনলজির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ৮ মাসের মেয়াদে চীনের সামরিক টেন্ডারের মাধ্যমে ৯৭টি পৃথক এআই চিপ সংগ্রহ করেছে। এর মধ্যে এনভিডিয়া, জিলিংক্স, ইন্টেল ও মাইক্রোসেমি রয়েছে।
চীনের চিপের সফলতা
গত বছর থেকে এনডিভিয়ার ব্যবসা বেড়েছে। কারণ, অন্যান্য চিপের তুলনায় চীনের চিপ অনেক উন্নত। বিশ্বে এই চিপের ব্যাপক চাহিদা থাকায় কোম্পানিটি সাধ্যমতো চিপ তৈরি করে তা বিক্রি করছে। কিন্তু নতুন বিধিনিষেধের ফলে চীন চিপ পেতে অন্যান্য উপায়ের দিকে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের আগের বিধিনিষেধের পরও এ৮০০ ও এইচ ৮০০ এর মত চিপ বানিয়ে কোম্পানিটি চীনে সরবরাহ করতে পারত। এই ফাঁক বন্ধ করতেই যুক্তরাষ্ট্র নতুন বিধি তৈরিতে বাধ্য হয়েছে।
এদিকে নতুন বিধিনিষেধের ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দর মঙ্গলবার প্রায় ৫ শতাংশ কমেছে। এর ফলে একদিনেই বাজার থেকে কোম্পানিটি ৫৩ বিলিয়ন ডলারের মূলধন হারিয়েছে। আর এআই চিপ তৈরির শিল্পে সবচেয়ে বড় অবদান এনভিডিয়ার। এর ফলে পুরো খাতের ৭৩ বিলিয়ন ডলার বাজার থেকে উধাও হয়ে গেছে।
রয়টার্স বলছে, এআই চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি ও ইনটেলের শেয়ার যথাক্রমে শূন্য দশমিক ৬ শতাংশ ও ১ শতাংশ কমেছে।
লাইসেন্সের প্রয়োজনীয়তা
যুক্তরাষ্ট্রের নতুন আইনে আরও ৪০টির বেশি দেশে উন্নত চিপ রপ্তানির ক্ষেত্রে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। কারণ এসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে আছে এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চীন এসব দেশ থেকে চিপ কিনছে।
আগস্ট মাসে এনডিভিয়াকে দেওয়া এক চিঠির মাধ্যমে এই নিষেধাজ্ঞা শুরু হয়। এ৮০০ ও এইচ ৮০০ চিপ চীন ছাড়াও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে সরবরাহ বন্ধে চিঠিটি কোম্পানিকে দেওয়া হয়।
চীন, ম্যাকাও ও অন্যান্য অস্ত্র নিষেধাজ্ঞার দেশে এই চিপগুলো সরবরাহ বন্ধ করা হয়েছে। চীনের বাইরে ২১ দেশের উপরও চিপ তৈরির টুল রপ্তানির জন্য লাইসেন্স নেওয়ায় বাধ্যকতা দিয়েছে বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, নতুন আইন প্রণয়নের বিষয়ে চীনকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল।
চীনে উন্নত চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেনের প্রশাসন। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ তৈরি শিল্পে শীর্ষ অবস্থানে থাকা এনভিডিয়াসহ বেশ কয়েকটি কোম্পানি এর আওতায় পড়বে। এটি ৩০ দিনের মধ্যে কার্যকর হলেও এর মধ্যেই এনভিডিয়া বড় ক্ষতির মুখে পড়েছে। এই সিদ্ধান্তের পর শেয়ারের দরপতনের কারণে একদিনেই ৫৩ বিলিয়ন বা ৫ হাজার ৩০০ কোটি ডলারের মূলধন হারিয়েছে এই কোম্পানি।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই প্রযুক্তিগুলো চীনের সামরিক শক্তি বাড়াচ্ছে বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক ঘোষণায় বলা হয়। চীনের সঙ্গে ইরান ও রাশিয়াসহ বেশকিছু দেশেও এসব চিপ ও চিপ তৈরির টুল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। এছাড়া চীনের চিপ ডিজাইনার কোম্পানি মুর থ্রেডস ও বাইরেনকে কালো তালিকাভুক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো সোমবার সাংবাদিকদের বলেন, গত বছরের অক্টোবরের আইনে যেসব ফাঁকফোকর ছিল, সেগুলো বন্ধ করতে নতুন পদক্ষেপ। এআই প্রযুক্তি ও উন্নত কম্পিউটারের বিকাশে সহায়ক যেসব উন্নত সেমিকনডাক্টর চীনের সামরিক কর্মকাণ্ডে প্রয়োজনীয়, সেগুলোর সরবরাহ সীমিত করাই এ আইনের লক্ষ্য।
চীনের দূতাবাসের এক মুখপাত্র জানান, নতুন বিধিনিষেধের ঘোর বিরোধী চীন। নির্বিচারে এ ধরনের বাঁধা দেওয়া বা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জোরপূর্বক সরবরাহ বন্ধ করা বাজার অর্থনীতির নীতির লঙ্ঘন। পাশাপাশি এই উদ্যোগ আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তি চীনের সামরিকবাহিনীর আধুনিকায়নে সাহায্য করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চীনে চিপ ও চিপ তৈরির টুল সরবরাহ কমাতে বাইডেন প্রশাসন যে হিমশিম খাচ্ছে তা এই নতুন আইনি পদক্ষেপের মাধ্যমে বোঝা যায়।
২০২২ সালের জুনে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ও ইমার্জিং টেকনলজির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ৮ মাসের মেয়াদে চীনের সামরিক টেন্ডারের মাধ্যমে ৯৭টি পৃথক এআই চিপ সংগ্রহ করেছে। এর মধ্যে এনভিডিয়া, জিলিংক্স, ইন্টেল ও মাইক্রোসেমি রয়েছে।
চীনের চিপের সফলতা
গত বছর থেকে এনডিভিয়ার ব্যবসা বেড়েছে। কারণ, অন্যান্য চিপের তুলনায় চীনের চিপ অনেক উন্নত। বিশ্বে এই চিপের ব্যাপক চাহিদা থাকায় কোম্পানিটি সাধ্যমতো চিপ তৈরি করে তা বিক্রি করছে। কিন্তু নতুন বিধিনিষেধের ফলে চীন চিপ পেতে অন্যান্য উপায়ের দিকে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের আগের বিধিনিষেধের পরও এ৮০০ ও এইচ ৮০০ এর মত চিপ বানিয়ে কোম্পানিটি চীনে সরবরাহ করতে পারত। এই ফাঁক বন্ধ করতেই যুক্তরাষ্ট্র নতুন বিধি তৈরিতে বাধ্য হয়েছে।
এদিকে নতুন বিধিনিষেধের ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দর মঙ্গলবার প্রায় ৫ শতাংশ কমেছে। এর ফলে একদিনেই বাজার থেকে কোম্পানিটি ৫৩ বিলিয়ন ডলারের মূলধন হারিয়েছে। আর এআই চিপ তৈরির শিল্পে সবচেয়ে বড় অবদান এনভিডিয়ার। এর ফলে পুরো খাতের ৭৩ বিলিয়ন ডলার বাজার থেকে উধাও হয়ে গেছে।
রয়টার্স বলছে, এআই চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি ও ইনটেলের শেয়ার যথাক্রমে শূন্য দশমিক ৬ শতাংশ ও ১ শতাংশ কমেছে।
লাইসেন্সের প্রয়োজনীয়তা
যুক্তরাষ্ট্রের নতুন আইনে আরও ৪০টির বেশি দেশে উন্নত চিপ রপ্তানির ক্ষেত্রে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। কারণ এসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে আছে এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চীন এসব দেশ থেকে চিপ কিনছে।
আগস্ট মাসে এনডিভিয়াকে দেওয়া এক চিঠির মাধ্যমে এই নিষেধাজ্ঞা শুরু হয়। এ৮০০ ও এইচ ৮০০ চিপ চীন ছাড়াও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে সরবরাহ বন্ধে চিঠিটি কোম্পানিকে দেওয়া হয়।
চীন, ম্যাকাও ও অন্যান্য অস্ত্র নিষেধাজ্ঞার দেশে এই চিপগুলো সরবরাহ বন্ধ করা হয়েছে। চীনের বাইরে ২১ দেশের উপরও চিপ তৈরির টুল রপ্তানির জন্য লাইসেন্স নেওয়ায় বাধ্যকতা দিয়েছে বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, নতুন আইন প্রণয়নের বিষয়ে চীনকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল।
ইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
২ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
১০ ঘণ্টা আগেইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য আসছে নতুন জেনারেটিভ এআই ফিচার। গতকাল বুধবার (২৩ জুলাই) ইউটিউব ঘোষণা দিয়েছে, এখন থেকে ছবি থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এবং নতুন এআই ইফেক্ট ব্যবহার করতে পারবেন শর্টস নির্মাতারা।
১৮ ঘণ্টা আগেগুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এআই এখন গুগলের প্রবৃদ্ধির কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে।
২০ ঘণ্টা আগে