গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্পেসএক্সের সঙ্গে অস্থায়ী চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই চুক্তির ফ্যালকন ৯ মহাকাশযান ব্যবহার করে চারটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইইউ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইইউর অভ্যন্তরীণ বাজার কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, আগামী বছরের এপ্রিল ও জুলাই মাসে দুটি উৎক্ষেপণ কেন্দ্র করে এই চুক্তি হয়েছে। প্রতিটি মহাকাশযান দুটি করে স্যাটেলাইট বহন করবে। তিনি মহাকাশে স্যাটেলাইট প্রতিযোগিতা নিয়েও কথা বলেন।
ইউরোপীয় কমিশনের অনুমোদনসাপেক্ষে পরিকল্পনাটির বাস্তবায়ন নির্ভর করে, যা ইউরোপীয় সিস্টেমের সংবেদনশীল অংশ।
ইউরোপের মহাকাশ সংস্থার (ইএসএ) মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার বলেন, স্পেসএক্স ব্যবহার করে গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত সিদ্ধান্ত ইউরোপীয় কমিশনের ওপর নির্ভর করে।
বেট্রন এক সংবাদ সম্মেলনে বলেন, স্পেসএক্সের সঙ্গে এই অস্থায়ী চুক্তির মূল্য ১৮ কোটি ইউরো।
স্যাটেলাইট উৎক্ষেপণে ক্ষেত্রে পিছিয়ে গেছে ইইউ। এজন্য ২০২২ সালে ইটালির ভেগা–সি মহাকাশযানের ব্যর্থ অভিযান, আরিয়ান ৬ লঞ্চারের বিলম্ব এবং ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের ফলে সয়েজ রকেট ব্যবহারের সুযোগ হারানোর মত কারণ দায়ী।
২২টি দেশের ইউরোপের মহাকাশ সংস্থার সঙ্গে ইইউর বেশিরভাগ দেশ রয়েছে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নিয়ে গবেষণা করতে গত বছর স্পেসএক্সের ইউক্লিড স্পেস টেলিস্কোপের সাহায্য নেয় ইইউ। ইউক্লিডের প্রথম ছবি গত মঙ্গলবার প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রাইভেট কোম্পানি ২০২৪ সালে হেরা নামের ইউরোপের একট বৈজ্ঞানিক অভিযান উন্মোচন করবে। এটি নাসার ডার্ট মহাকাশযানের একটি ফলোআপ মিশন। এটি গত বছর একটি মুনলেট স্যাটেলাইটের (ছোট প্রাকৃতিক উপগ্রহ) কক্ষপথ পরিবর্তন করতে সক্ষম হয়।
গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্পেসএক্সের সঙ্গে অস্থায়ী চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই চুক্তির ফ্যালকন ৯ মহাকাশযান ব্যবহার করে চারটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইইউ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইইউর অভ্যন্তরীণ বাজার কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, আগামী বছরের এপ্রিল ও জুলাই মাসে দুটি উৎক্ষেপণ কেন্দ্র করে এই চুক্তি হয়েছে। প্রতিটি মহাকাশযান দুটি করে স্যাটেলাইট বহন করবে। তিনি মহাকাশে স্যাটেলাইট প্রতিযোগিতা নিয়েও কথা বলেন।
ইউরোপীয় কমিশনের অনুমোদনসাপেক্ষে পরিকল্পনাটির বাস্তবায়ন নির্ভর করে, যা ইউরোপীয় সিস্টেমের সংবেদনশীল অংশ।
ইউরোপের মহাকাশ সংস্থার (ইএসএ) মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার বলেন, স্পেসএক্স ব্যবহার করে গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত সিদ্ধান্ত ইউরোপীয় কমিশনের ওপর নির্ভর করে।
বেট্রন এক সংবাদ সম্মেলনে বলেন, স্পেসএক্সের সঙ্গে এই অস্থায়ী চুক্তির মূল্য ১৮ কোটি ইউরো।
স্যাটেলাইট উৎক্ষেপণে ক্ষেত্রে পিছিয়ে গেছে ইইউ। এজন্য ২০২২ সালে ইটালির ভেগা–সি মহাকাশযানের ব্যর্থ অভিযান, আরিয়ান ৬ লঞ্চারের বিলম্ব এবং ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের ফলে সয়েজ রকেট ব্যবহারের সুযোগ হারানোর মত কারণ দায়ী।
২২টি দেশের ইউরোপের মহাকাশ সংস্থার সঙ্গে ইইউর বেশিরভাগ দেশ রয়েছে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নিয়ে গবেষণা করতে গত বছর স্পেসএক্সের ইউক্লিড স্পেস টেলিস্কোপের সাহায্য নেয় ইইউ। ইউক্লিডের প্রথম ছবি গত মঙ্গলবার প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রাইভেট কোম্পানি ২০২৪ সালে হেরা নামের ইউরোপের একট বৈজ্ঞানিক অভিযান উন্মোচন করবে। এটি নাসার ডার্ট মহাকাশযানের একটি ফলোআপ মিশন। এটি গত বছর একটি মুনলেট স্যাটেলাইটের (ছোট প্রাকৃতিক উপগ্রহ) কক্ষপথ পরিবর্তন করতে সক্ষম হয়।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে