Ajker Patrika

হাতের তালু স্ক্যানে হবে খাবারের মূল্য পরিশোধ

প্রযুক্তি ডেস্ক
হাতের তালু স্ক্যানে হবে খাবারের মূল্য পরিশোধ

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে জনপ্রিয় চেইন রেস্তোরাঁ প্যানেরা ব্রেড নিজেদের দুটি শাখায় আমাজনের ‘পাম স্ক্যানিং’ প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে সব ক্রেতা এ সুবিধা পাবেন না। শুধু রেস্টুরেন্টের নিবন্ধিত ক্রেতারাই শুধু হাতের তালু স্ক্যান করে খাবারের মূল্য পরিশোধ করতে পারবেন। 

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ই-কমার্স জায়ান্ট আমাজনের তৈরি ‘পাম স্ক্যানিং’ প্রযুক্তি ব্যবহারের করতে হলে প্রথমে ‘আমাজন ওয়ান’ নামের আর্থিক সেবায় নিবন্ধন করতে হয়। এরপর ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে হাতের তালু স্ক্যান করলে ব্যবহারকারীর তথ্য সার্ভারে জমা হয়। এরপর নির্দিষ্ট দোকানে থাকা স্ক্যানারে হাতের তালু স্ক্যান করলে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ হবে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্লাউডে ডেটা সংরক্ষণ করা হয় বলে পাম স্ক্যান ঝুঁকিপূর্ণ। তবে প্যানেরার প্রধান নির্বাহী বলেছেন, একজন ব্যক্তিকে কেবল তার হাতের তালু দিয়ে শনাক্ত করা যায় না।

আমাজন জানিয়েছে, বর্তমানে ২০০ টিরও বেশি প্রতিষ্ঠানে পাম-স্ক্যানিং প্রযুক্তি রয়েছে। আমাজন ২০১৮ সালে ক্যাশিয়ারহীন দোকান ‘আমাজন গো’ চালু করে। পরবর্তীতে ২০২০ সালে এতে পাম-স্ক্যানিং প্রযুক্তি যুক্ত করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত