প্রযুক্তি ডেস্ক
ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপক ড্যান বোঙ্গিনোকে ইউটিউব থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে । অভিযোগ আনা হয়েছে, গত সপ্তাহে এ প্ল্যাটফর্ম ব্যবহার করে বোঙ্গিনো করোনা মহামারি নিয়ে বিভ্রান্তিকর তথ্য পোস্ট করেছেন। এর জেরেই গতকাল বুধবার তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আনল গুগলের এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
ইউটিউবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ড্যান বোঙ্গিনোকে তাঁর ইউটিউব চ্যানেলে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। যা মহামারি-সম্পর্কিত ভুল তথ্য নীতির লঙ্ঘন করেছে বলে দাবি এ প্ল্যাটফর্মের। ফলে গত ২০ জানুয়ারি তার একটি ইউটিউব চ্যানেল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে তাঁর অন্য আরেক চ্যানেল থেকে এ স্থগিতাদেশ ঠেকানোর চেষ্টা চালালে ইউটিউব তাঁকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে।
ইউটিউবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যখন একটি চ্যানেল একটি স্ট্রাইক পায়, তখন তা এড়ানোর জন্য অন্য চ্যানেল ব্যবহার করা তাদের শর্তের পরিপন্থী ।
যদিও এ নিষেধাজ্ঞার বিষয়ে বোঙ্গিনোর কাছে থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
গত সপ্তাহে টুইটারে তিনি জানিয়েছিলেন, এ চ্যানেলের স্থগিতাদেশের তিনি মোটেই অবাক হননি । বরং তিনি কানাডীয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম রাম্বল-এ ভিডিও পোস্ট করা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। যা রক্ষণশীলদের মধ্যে জনপ্রিয় একটি ওয়েবসাইট। তা ছাড়াও ইউটিউব চ্যানেলের তুলনায় রাম্বলে তাঁর অনুসারীর সংখ্যা দ্বিগুণ ছিল বলেও জানান তিনি।
ট্র্যাকার সোশ্যাল ব্লেডের তথ্য অনুসারে, ২০১৩ সালে তৈরি হওয়া ড্যান বোঙ্গিনোর ইউটিউব চ্যানেলে ৮ লাখ ৮২ হাজার সাবস্ক্রাইবার ছিল এবং ১১'শ ভিডিও আপলোড করা হয়েছিল।
করোনা মহামারি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো রোধে কঠোর নীতিমালা আরোপ করেছে ইউটিউব । গত সেপ্টেম্বরে,ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য জোসেফ মেরকোলা ও রবার্ট এফ কেনেডি জুনিয়রের মতো রক্ষণশীল মন্তব্যকারীদের নিষিদ্ধ করেছিল ইউটিউব।
ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপক ড্যান বোঙ্গিনোকে ইউটিউব থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে । অভিযোগ আনা হয়েছে, গত সপ্তাহে এ প্ল্যাটফর্ম ব্যবহার করে বোঙ্গিনো করোনা মহামারি নিয়ে বিভ্রান্তিকর তথ্য পোস্ট করেছেন। এর জেরেই গতকাল বুধবার তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আনল গুগলের এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
ইউটিউবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ড্যান বোঙ্গিনোকে তাঁর ইউটিউব চ্যানেলে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। যা মহামারি-সম্পর্কিত ভুল তথ্য নীতির লঙ্ঘন করেছে বলে দাবি এ প্ল্যাটফর্মের। ফলে গত ২০ জানুয়ারি তার একটি ইউটিউব চ্যানেল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে তাঁর অন্য আরেক চ্যানেল থেকে এ স্থগিতাদেশ ঠেকানোর চেষ্টা চালালে ইউটিউব তাঁকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে।
ইউটিউবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যখন একটি চ্যানেল একটি স্ট্রাইক পায়, তখন তা এড়ানোর জন্য অন্য চ্যানেল ব্যবহার করা তাদের শর্তের পরিপন্থী ।
যদিও এ নিষেধাজ্ঞার বিষয়ে বোঙ্গিনোর কাছে থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
গত সপ্তাহে টুইটারে তিনি জানিয়েছিলেন, এ চ্যানেলের স্থগিতাদেশের তিনি মোটেই অবাক হননি । বরং তিনি কানাডীয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম রাম্বল-এ ভিডিও পোস্ট করা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। যা রক্ষণশীলদের মধ্যে জনপ্রিয় একটি ওয়েবসাইট। তা ছাড়াও ইউটিউব চ্যানেলের তুলনায় রাম্বলে তাঁর অনুসারীর সংখ্যা দ্বিগুণ ছিল বলেও জানান তিনি।
ট্র্যাকার সোশ্যাল ব্লেডের তথ্য অনুসারে, ২০১৩ সালে তৈরি হওয়া ড্যান বোঙ্গিনোর ইউটিউব চ্যানেলে ৮ লাখ ৮২ হাজার সাবস্ক্রাইবার ছিল এবং ১১'শ ভিডিও আপলোড করা হয়েছিল।
করোনা মহামারি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো রোধে কঠোর নীতিমালা আরোপ করেছে ইউটিউব । গত সেপ্টেম্বরে,ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য জোসেফ মেরকোলা ও রবার্ট এফ কেনেডি জুনিয়রের মতো রক্ষণশীল মন্তব্যকারীদের নিষিদ্ধ করেছিল ইউটিউব।
গ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
২ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
৪ ঘণ্টা আগেফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
৫ ঘণ্টা আগেচীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
১৮ ঘণ্টা আগে