বিশ্বের অন্যতম সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩ ’—এ অংশ নিয়ে শীর্ষ পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীমের টিম ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে।
অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১১ তম স্থান অর্জন করে নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরীর টিম ‘মেকাস্ক্র্যাচ—৪০৪ ’। পাশাপাশি নটর ডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন এবং উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়ার টিম ‘বাইট ব্যানডিটস্’ ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১৬ তম স্থান অর্জন করেছে।
পানামায় গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২০ তম আসরে ৭৭টি দেশের ৪৫১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে এ বছর বিচারক হিসেবে নির্বাচিত হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম। এবার বাংলাদেশের দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন—রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী। এ ছাড়া টিম ‘মেকাস্ক্র্যাচ—৪০৪’ এর কোচ হিসেবে ছিলেন তওসিফ সামিন।
এর আগে, গত সেপ্টেম্বরে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড–বাংলাদেশের’ জাতীয় পর্ব। এ পর্বের পৃষ্ঠপোষক ছিল অগমেডিক্স বাংলাদেশ এবং কম্পিউটার সার্ভিস লিমিটেড। যুক্তরাষ্ট্রের হাস সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে অলিম্পিয়াডটি আয়োজন করে ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বিজয়ীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। তিনটি দলের মোট আটজন প্রতিযোগী এ বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বিশ্বের অন্যতম সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩ ’—এ অংশ নিয়ে শীর্ষ পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীমের টিম ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে।
অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১১ তম স্থান অর্জন করে নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরীর টিম ‘মেকাস্ক্র্যাচ—৪০৪ ’। পাশাপাশি নটর ডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন এবং উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়ার টিম ‘বাইট ব্যানডিটস্’ ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১৬ তম স্থান অর্জন করেছে।
পানামায় গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২০ তম আসরে ৭৭টি দেশের ৪৫১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে এ বছর বিচারক হিসেবে নির্বাচিত হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম। এবার বাংলাদেশের দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন—রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী। এ ছাড়া টিম ‘মেকাস্ক্র্যাচ—৪০৪’ এর কোচ হিসেবে ছিলেন তওসিফ সামিন।
এর আগে, গত সেপ্টেম্বরে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড–বাংলাদেশের’ জাতীয় পর্ব। এ পর্বের পৃষ্ঠপোষক ছিল অগমেডিক্স বাংলাদেশ এবং কম্পিউটার সার্ভিস লিমিটেড। যুক্তরাষ্ট্রের হাস সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে অলিম্পিয়াডটি আয়োজন করে ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বিজয়ীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। তিনটি দলের মোট আটজন প্রতিযোগী এ বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে