Ajker Patrika

ব্লকচেইন তথ্যের নিরাপত্তা দিতে সক্ষম: আইসিটি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্লকচেইন তথ্যের নিরাপত্তা দিতে সক্ষম: আইসিটি সচিব

ব্লকচেইন তথ্যের নিরাপত্তা দিতে সক্ষম বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। আজ সোমবার সকালে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ–২০২৩’–এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, অনেক সময় হ্যাকাররা তথ্য হ্যাক করার চেষ্টা করে। হ্যাক করে নিতে পারলে তারা এসব তথ্য নিয়ে প্রতারণামূলক কাজ করে। ব্লকচেইন ব্যবহার করা হলে তথ্য ম্যানুপুলেট করা যায় না। তথ্য জালিয়াতি, প্রতারণা ও হ্যাকারদের মোকাবিলায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই অলিম্পিয়াড ব্লকচেইন ব্যবহার সম্পর্কে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘এটি একটি নতুন প্রযুক্তি। অনেক চ্যালেঞ্জ আছে। আশা করি ভবিষ্যতে আমরা এটি শুধু ব্যবহারই করব না। আমরা এটি ডেভেলপও করব।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ২৩ জুলাই থেকে দেশে চতুর্থবারের মতো ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ২৫ জুলাই। সমাপনী দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকবেন। ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ–এ প্রতিযোগিতার আয়োজন করে। 

অনুষ্ঠানে আরও জানানো হয়, এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করা ১১৮টি দল থেকে ৪০টিকে চূড়ান্ত পর্বে মনোনীত করা হয়। এদের মধ্যে থেকে ‘হোয়াইটপেপার’ মূল্যায়নের মাধ্যমে চারটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। স্টুডেন্ট ক্যাটাগরিতে বিজয়ী এই চারটি দলের মধ্যে প্রথম ‘প্রফেসর জামিলুর রেজা চৌধুরী’ চ্যাম্পিয়ন পুরস্কার, দ্বিতীয় রানার আপ, চতুর্থ পুরস্কার ব্রোঞ্জ এবং চতুর্থ পুরস্কার ‘বেষ্ট প্রোটোটাইপ’। চ্যাম্পিয়ন, রানার আপ এবং ব্রোঞ্জ পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ২ লাখ, ১ লাখ এবং ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার। আর প্রফেশনাল ক্যাটাগরিতে নগদ ৫ লাখ টাকা পুরস্কার জেতারও সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়। 

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিযোগিতার আয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-টেকনহেভেন কোম্পানি লিমিটেড, আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বেসিস। পার্টনার প্রতিষ্ঠান হিসেবে থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইএফসি, বিকাশ, জনতা ব্যাংক এবং রুপালি ব্যাংক। 

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত