অস্ট্রেলিয়ান ওপেনের গতবারের ফাইনালিস্ট। তাঁর আগের বছরের উইম্বলডন চ্যাম্পিয়ন। দিনে দিনে ‘হেভিওয়েট’ প্রতিপক্ষ হিসেবেই নিজেকে দাঁড় করিয়েছিলেন এলিনা রিবাকিনা। কাজাখ এই প্রতিযোগী তৃতীয় বাছাই হিসেবেই খেলতে এসেছিলেন চলতি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হলেন। ২৪ বছর বয়সী রিবাকিনাকে দেশের টিকিট ধরিয়ে দিয়েছেন অবাছাই রাশিয়ার আনা ব্লিঙ্কোভা।
তবে এমনটা মনে করার কারণ নেই, সহজেই হাল ছেড়ে দিয়েছেন রিবাকিনা। প্রথম দুই সেটে ১-১ ব্যবধানে সমতা। তৃতীয় সেটে দুই প্রতিযোগীর ‘হার না মানা’ মানসিকতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবং টাইব্রেকে যা হলো সেটি ইতিহাস! টাইব্রেক মিলিয়ে শেষ সেটের নিষ্পত্তি হতে সময় লাগল ৯৩ মিনিট। শুধু টাইব্রেকেই লেগেছে আধ ঘণ্টারও বেশি সময়। ব্লিঙ্কোভা জিতলেন ৬-৪,৫-৬, ৭-৬ (২২-২০) গেমে। ছেলে কিংবা মেয়ে উভয় বিভাগ মিলিয়েই গ্র্যান্ড স্লামের একক ম্যাচে এটাই সবচেয়ে বেশি ৪২ পয়েন্টের টাইব্রেক। গ্র্যান্ড স্লামের একক ম্যাচে আগের লম্বা টাইব্রেকটি ছিল ৩৮ পয়েন্টের, যা ঘটেছিল ২০০৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং গত বছর উইম্বলডনে।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৪৬ মিনিট লড়াইয়ে শেষে এমন একটি ম্যাচ জয়ের পর ব্লিঙ্কোভার প্রতিক্রিয়া কী? ‘কী বলব আমি বুঝে পাচ্ছি না’—রুশ প্রতিযোগী বলে গেলেন, ‘এটা অসম্ভব কঠিন একটা ম্যাচ ছিল। প্রতিটা পয়েন্টের দিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করে গেছি আমি।’
অঘটনের শিকার হয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানুও। ২০২১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে ৬-৪,৪-৬ ও ৬-৪ গেমে হেরেছেন চীনের ওয়াং ইয়াফানের কাছে।
অস্ট্রেলিয়ান ওপেনের গতবারের ফাইনালিস্ট। তাঁর আগের বছরের উইম্বলডন চ্যাম্পিয়ন। দিনে দিনে ‘হেভিওয়েট’ প্রতিপক্ষ হিসেবেই নিজেকে দাঁড় করিয়েছিলেন এলিনা রিবাকিনা। কাজাখ এই প্রতিযোগী তৃতীয় বাছাই হিসেবেই খেলতে এসেছিলেন চলতি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হলেন। ২৪ বছর বয়সী রিবাকিনাকে দেশের টিকিট ধরিয়ে দিয়েছেন অবাছাই রাশিয়ার আনা ব্লিঙ্কোভা।
তবে এমনটা মনে করার কারণ নেই, সহজেই হাল ছেড়ে দিয়েছেন রিবাকিনা। প্রথম দুই সেটে ১-১ ব্যবধানে সমতা। তৃতীয় সেটে দুই প্রতিযোগীর ‘হার না মানা’ মানসিকতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবং টাইব্রেকে যা হলো সেটি ইতিহাস! টাইব্রেক মিলিয়ে শেষ সেটের নিষ্পত্তি হতে সময় লাগল ৯৩ মিনিট। শুধু টাইব্রেকেই লেগেছে আধ ঘণ্টারও বেশি সময়। ব্লিঙ্কোভা জিতলেন ৬-৪,৫-৬, ৭-৬ (২২-২০) গেমে। ছেলে কিংবা মেয়ে উভয় বিভাগ মিলিয়েই গ্র্যান্ড স্লামের একক ম্যাচে এটাই সবচেয়ে বেশি ৪২ পয়েন্টের টাইব্রেক। গ্র্যান্ড স্লামের একক ম্যাচে আগের লম্বা টাইব্রেকটি ছিল ৩৮ পয়েন্টের, যা ঘটেছিল ২০০৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং গত বছর উইম্বলডনে।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৪৬ মিনিট লড়াইয়ে শেষে এমন একটি ম্যাচ জয়ের পর ব্লিঙ্কোভার প্রতিক্রিয়া কী? ‘কী বলব আমি বুঝে পাচ্ছি না’—রুশ প্রতিযোগী বলে গেলেন, ‘এটা অসম্ভব কঠিন একটা ম্যাচ ছিল। প্রতিটা পয়েন্টের দিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করে গেছি আমি।’
অঘটনের শিকার হয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানুও। ২০২১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে ৬-৪,৪-৬ ও ৬-৪ গেমে হেরেছেন চীনের ওয়াং ইয়াফানের কাছে।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১০ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১২ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে