নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জয়ের চূড়ায় উঠেছিলেন তিনি। সেটি ছিল নাদালের ২১তম শিরোপা। এবার উচ্চতাটা আরেকটু বাড়িয়ে দিলেন তিনি। সে সঙ্গে রোলা গাঁরোতে নিজের ১৪তম গ্র্যান্ড স্লামও জিতলেন এই স্প্যানিয়ার্ড। নাদালের জয় সরাসরি ৬-৩,৬-৩ ও ৬-০ গেমে।
প্রথম নরওয়েজীয় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে আলোড়ন তুলেছিলেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী বলে! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে এদিন শুরু থেকেই রুদ্রমূর্তি নাদালের। নিজ দুর্গে প্রথম শট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন নাদাল। আগ্রাসী নাদালকে ফিরতি জবাব দেওয়ার মতো কোনো রসদই ছিল না রুডের। ৬-৩ গেমে প্রথম সেট জিতে এগিয়ে যান নাদাল।
প্রথম সেট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় সেট শুরু করেন নাদাল। স্নায়ু চাপে থাকা ২৩ বছর বয়সী তরুণ রুড নাদালের আগ্রাসী টেনিসের সামনে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েন। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও রুড হার মানের ৬-৩ গেমে।
রুডের অসহায় আত্মসমর্পণ অব্যাহত ছিল তৃতীয় রাউন্ডেও। গুরু নাদালের সামনে যেন হারার আগেই হেরে বসেছিলেন এই তরুণ। তৃতীয় সেটের প্রথম দুটি গেম নাদাল নিজের দখলে ম্যাচ জেতা তখন শুধুই সময়ের ব্যাপার ছিল। এরপর আর দাঁড়াতে দেননি প্রতিপক্ষে। ৬-০ সেটে বাজিমাত করে লাল দুর্গে নিজের ১৪তম আর সব মিলিয়ে ২২তম শিরোপা নিশ্চিত করেন নাদাল।
নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জয়ের চূড়ায় উঠেছিলেন তিনি। সেটি ছিল নাদালের ২১তম শিরোপা। এবার উচ্চতাটা আরেকটু বাড়িয়ে দিলেন তিনি। সে সঙ্গে রোলা গাঁরোতে নিজের ১৪তম গ্র্যান্ড স্লামও জিতলেন এই স্প্যানিয়ার্ড। নাদালের জয় সরাসরি ৬-৩,৬-৩ ও ৬-০ গেমে।
প্রথম নরওয়েজীয় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে আলোড়ন তুলেছিলেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী বলে! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে এদিন শুরু থেকেই রুদ্রমূর্তি নাদালের। নিজ দুর্গে প্রথম শট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন নাদাল। আগ্রাসী নাদালকে ফিরতি জবাব দেওয়ার মতো কোনো রসদই ছিল না রুডের। ৬-৩ গেমে প্রথম সেট জিতে এগিয়ে যান নাদাল।
প্রথম সেট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় সেট শুরু করেন নাদাল। স্নায়ু চাপে থাকা ২৩ বছর বয়সী তরুণ রুড নাদালের আগ্রাসী টেনিসের সামনে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েন। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও রুড হার মানের ৬-৩ গেমে।
রুডের অসহায় আত্মসমর্পণ অব্যাহত ছিল তৃতীয় রাউন্ডেও। গুরু নাদালের সামনে যেন হারার আগেই হেরে বসেছিলেন এই তরুণ। তৃতীয় সেটের প্রথম দুটি গেম নাদাল নিজের দখলে ম্যাচ জেতা তখন শুধুই সময়ের ব্যাপার ছিল। এরপর আর দাঁড়াতে দেননি প্রতিপক্ষে। ৬-০ সেটে বাজিমাত করে লাল দুর্গে নিজের ১৪তম আর সব মিলিয়ে ২২তম শিরোপা নিশ্চিত করেন নাদাল।
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৮ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১০ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
১১ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১৩ ঘণ্টা আগে