ক্রীড়া ডেস্ক
নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জয়ের চূড়ায় উঠেছিলেন তিনি। সেটি ছিল নাদালের ২১তম শিরোপা। এবার উচ্চতাটা আরেকটু বাড়িয়ে দিলেন তিনি। সে সঙ্গে রোলা গাঁরোতে নিজের ১৪তম গ্র্যান্ড স্লামও জিতলেন এই স্প্যানিয়ার্ড। নাদালের জয় সরাসরি ৬-৩,৬-৩ ও ৬-০ গেমে।
প্রথম নরওয়েজীয় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে আলোড়ন তুলেছিলেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী বলে! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে এদিন শুরু থেকেই রুদ্রমূর্তি নাদালের। নিজ দুর্গে প্রথম শট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন নাদাল। আগ্রাসী নাদালকে ফিরতি জবাব দেওয়ার মতো কোনো রসদই ছিল না রুডের। ৬-৩ গেমে প্রথম সেট জিতে এগিয়ে যান নাদাল।
প্রথম সেট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় সেট শুরু করেন নাদাল। স্নায়ু চাপে থাকা ২৩ বছর বয়সী তরুণ রুড নাদালের আগ্রাসী টেনিসের সামনে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েন। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও রুড হার মানের ৬-৩ গেমে।
রুডের অসহায় আত্মসমর্পণ অব্যাহত ছিল তৃতীয় রাউন্ডেও। গুরু নাদালের সামনে যেন হারার আগেই হেরে বসেছিলেন এই তরুণ। তৃতীয় সেটের প্রথম দুটি গেম নাদাল নিজের দখলে ম্যাচ জেতা তখন শুধুই সময়ের ব্যাপার ছিল। এরপর আর দাঁড়াতে দেননি প্রতিপক্ষে। ৬-০ সেটে বাজিমাত করে লাল দুর্গে নিজের ১৪তম আর সব মিলিয়ে ২২তম শিরোপা নিশ্চিত করেন নাদাল।
নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে গ্র্যান্ড স্লাম জয়ের চূড়ায় উঠেছিলেন তিনি। সেটি ছিল নাদালের ২১তম শিরোপা। এবার উচ্চতাটা আরেকটু বাড়িয়ে দিলেন তিনি। সে সঙ্গে রোলা গাঁরোতে নিজের ১৪তম গ্র্যান্ড স্লামও জিতলেন এই স্প্যানিয়ার্ড। নাদালের জয় সরাসরি ৬-৩,৬-৩ ও ৬-০ গেমে।
প্রথম নরওয়েজীয় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে আলোড়ন তুলেছিলেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী বলে! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে এদিন শুরু থেকেই রুদ্রমূর্তি নাদালের। নিজ দুর্গে প্রথম শট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন নাদাল। আগ্রাসী নাদালকে ফিরতি জবাব দেওয়ার মতো কোনো রসদই ছিল না রুডের। ৬-৩ গেমে প্রথম সেট জিতে এগিয়ে যান নাদাল।
প্রথম সেট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই দ্বিতীয় সেট শুরু করেন নাদাল। স্নায়ু চাপে থাকা ২৩ বছর বয়সী তরুণ রুড নাদালের আগ্রাসী টেনিসের সামনে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েন। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও রুড হার মানের ৬-৩ গেমে।
রুডের অসহায় আত্মসমর্পণ অব্যাহত ছিল তৃতীয় রাউন্ডেও। গুরু নাদালের সামনে যেন হারার আগেই হেরে বসেছিলেন এই তরুণ। তৃতীয় সেটের প্রথম দুটি গেম নাদাল নিজের দখলে ম্যাচ জেতা তখন শুধুই সময়ের ব্যাপার ছিল। এরপর আর দাঁড়াতে দেননি প্রতিপক্ষে। ৬-০ সেটে বাজিমাত করে লাল দুর্গে নিজের ১৪তম আর সব মিলিয়ে ২২তম শিরোপা নিশ্চিত করেন নাদাল।
একের পর এক বিতর্কিত ঘটনায় এবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়া, দৈনিক ভাতা প্রদান না করা, এমনকি কিট ব্যাগ থেকে শুরু করে প্রস্তুতির জন্য জার্সির ব্যাপারে অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেগল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
২ ঘণ্টা আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
৩ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
৪ ঘণ্টা আগে