ক্রীড়া ডেস্ক
তাঁরা ভালো বন্ধু। এমনই যে, আরিনা সাবালেঙ্কার ‘সাবা’-এর সঙ্গে বাদোসার ‘দোসা’ যোগ করে অনেকেই দুজনকে একত্রে ডাকেন সাবাদোসা। তো কাল অস্ট্রেলিয়ান ওপেনে দুই বন্ধুর সেমিফাইনালে ৬-৪, ৬-২ গেমে জিতলেন বেলারুশের সাবালেঙ্কা। হারলেন স্পেনের বাদোসা।
অস্ট্রেলিয়ান ওপেনের টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা এবারও সেমিফাইনালে ছিলেন ফেবারিট। এই শতাব্দীর প্রথম নারী প্রতিযোগী হিসেবে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অদম্য ইচ্ছা তাঁর। সেই ইচ্ছে-রথ এগিয়ে নেওয়ার পথে সেমিফাইনালে বন্ধুকেই মাড়ালেন সাবালেঙ্কা। তাঁর একটুও কী খারাপ লাগে না!
সেমিফাইনাল জয়ের পর নিজের খারাপ লাগার চেয়ে বন্ধুর খারাপ লাগাটাই প্রাধান্য পাচ্ছে সাবালেঙ্কার কাছে। বললেন, ‘আমরা দুজনেই মরিয়া হয় সেমিফাইনাল জিততে চেয়েছি। এটা স্বপ্ন ছিল আমাদের। এখানে আমরা পরস্পরের প্রতিপক্ষ। কোর্ট যাই ঘটুক না কেন, ম্যাচের পর আমরা বন্ধুই থাকব। এটা (বন্ধুকে হারিয়ে জেতা) কঠিন কিন্তু আমরা এ ব্যাপারে একমত হয়েছি। সে এখনো আমার বন্ধু। তবে আমি নিশ্চিত, এক ঘণ্টা, এক দিন, কিংবা দুদিনের জন্য হলেও সে আমাকে ঘৃণা করবে।’
তবে বন্ধু বাদোসাকে একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সাবালেঙ্কা। আর সেটি হচ্ছে সাবালেঙ্কার ভাষায়, ‘আমি পলাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা শপিংয়ে যাব। আর সে যা চাইবে, আমি তার জন্য মূল্য পরিশোধ করব।’ সেমিফাইনালের হারের ক্ষতে এটা উপশমের প্রলেপ হতে পারে না জেনেও বন্ধুকে খুশি রাখার কী চেষ্টা সাবালেঙ্কার!
গতকালের জয়টি অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২০তম জয় সাবালেঙ্কার। আর এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন টানা তিনবার। তাঁর আগে সবশেষ এই কীর্তি ছিল সেরেনা উইলিয়ামসের। ২০১৫-’১৭ সালে টানা তিনবার ফাইনাল খেলেছিলেন মার্কিন কিংবদন্তি। আর ফাইনাল জিতলে গত ২৬ বছরের মধ্যে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম নারী হবেন সাবালেঙ্কা। সবশেষ টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কীর্তি ছিল মার্টিনা হিঙ্গিসের (১৯৯৭-১৯৯৯)।
হিঙ্গিসকে ছুঁয়ে ফেলতে আর মাত্র একটি ম্যাচ দূরে সাবালেঙ্কা।
তাঁরা ভালো বন্ধু। এমনই যে, আরিনা সাবালেঙ্কার ‘সাবা’-এর সঙ্গে বাদোসার ‘দোসা’ যোগ করে অনেকেই দুজনকে একত্রে ডাকেন সাবাদোসা। তো কাল অস্ট্রেলিয়ান ওপেনে দুই বন্ধুর সেমিফাইনালে ৬-৪, ৬-২ গেমে জিতলেন বেলারুশের সাবালেঙ্কা। হারলেন স্পেনের বাদোসা।
অস্ট্রেলিয়ান ওপেনের টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা এবারও সেমিফাইনালে ছিলেন ফেবারিট। এই শতাব্দীর প্রথম নারী প্রতিযোগী হিসেবে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অদম্য ইচ্ছা তাঁর। সেই ইচ্ছে-রথ এগিয়ে নেওয়ার পথে সেমিফাইনালে বন্ধুকেই মাড়ালেন সাবালেঙ্কা। তাঁর একটুও কী খারাপ লাগে না!
সেমিফাইনাল জয়ের পর নিজের খারাপ লাগার চেয়ে বন্ধুর খারাপ লাগাটাই প্রাধান্য পাচ্ছে সাবালেঙ্কার কাছে। বললেন, ‘আমরা দুজনেই মরিয়া হয় সেমিফাইনাল জিততে চেয়েছি। এটা স্বপ্ন ছিল আমাদের। এখানে আমরা পরস্পরের প্রতিপক্ষ। কোর্ট যাই ঘটুক না কেন, ম্যাচের পর আমরা বন্ধুই থাকব। এটা (বন্ধুকে হারিয়ে জেতা) কঠিন কিন্তু আমরা এ ব্যাপারে একমত হয়েছি। সে এখনো আমার বন্ধু। তবে আমি নিশ্চিত, এক ঘণ্টা, এক দিন, কিংবা দুদিনের জন্য হলেও সে আমাকে ঘৃণা করবে।’
তবে বন্ধু বাদোসাকে একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সাবালেঙ্কা। আর সেটি হচ্ছে সাবালেঙ্কার ভাষায়, ‘আমি পলাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা শপিংয়ে যাব। আর সে যা চাইবে, আমি তার জন্য মূল্য পরিশোধ করব।’ সেমিফাইনালের হারের ক্ষতে এটা উপশমের প্রলেপ হতে পারে না জেনেও বন্ধুকে খুশি রাখার কী চেষ্টা সাবালেঙ্কার!
গতকালের জয়টি অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২০তম জয় সাবালেঙ্কার। আর এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন টানা তিনবার। তাঁর আগে সবশেষ এই কীর্তি ছিল সেরেনা উইলিয়ামসের। ২০১৫-’১৭ সালে টানা তিনবার ফাইনাল খেলেছিলেন মার্কিন কিংবদন্তি। আর ফাইনাল জিতলে গত ২৬ বছরের মধ্যে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম নারী হবেন সাবালেঙ্কা। সবশেষ টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কীর্তি ছিল মার্টিনা হিঙ্গিসের (১৯৯৭-১৯৯৯)।
হিঙ্গিসকে ছুঁয়ে ফেলতে আর মাত্র একটি ম্যাচ দূরে সাবালেঙ্কা।
বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণ নিয়ে আজ দিনভরই ক্রিকেটাঙ্গন ছিল গরম। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক পদ থেকে তাঁর মনোনয়ন বাতিল করে। গত আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর ফারুক এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন...
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আবাহনী বিপক্ষে আজ ফর্টিস এফসির ৪-০ গোলের জয়ে শেষ হয়েছে ঘরোয়া ফুটবল মৌসুম। তবে আগামী মৌসুম নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি।
২ ঘণ্টা আগেজুনের পর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে। এর আগে সেপ্টেম্বরে রয়েছে ফিফা উইন্ডো। সেখানে ইউরোপের দেশের বিপক্ষে খেলতে হামজা-শমিতদের খেলাতে চায় বাফুফে।
৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণের গুঞ্জন নিয়ে আজ দিনভরই ক্রিকেটপাড়া বেশ গরম ছিল বলা যায়। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। কিন্তু তাঁর প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে চিঠি পাঠিয়েছেন বিসিবির আট পরিচালক।
৫ ঘণ্টা আগে