Ajker Patrika

বাংলাদেশের টেনিসে মাসফিয়ার ইতিহাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের টেনিসে মাসফিয়ার ইতিহাস

বাংলাদেশ থেকে টেনিসে সর্বপ্রথম হোয়াইট ব্যাজের স্বীকৃতি পেয়েছিলেন সারোয়ার মোস্তফা জয়। তিনি ছিলেন চেয়ার আম্পায়ার। এবার ১৮ বছর বয়সে হোয়াইট ব্যাজের স্বীকৃতি পেয়ে ইতিহাস গড়েছেন টেনিসে বাংলাদেশের নারী রেফারি মাসফিয়া আফরিন। 

হোয়াইট ব্যাজ আন্তর্জাতিক টেনিসে রেফারিংয়ের প্রাথমিক ধাপ। এরপর পর্যায়ক্রমে রেফারিরা সিলভার ও গোল্ডেন ব্যাজ অর্জন করেন। গোল্ড ব্যাজধারীরা উইম্বলডন, ইউএস ওপেন অলিম্পিকের মতো বড় ইভেন্টের খেলা পরিচালনা করার সুযোগ পান। সিলভার ব্যাজধারীরা থাকেন ডেভিস কাপ এবং এই জাতীয় খেলায়। 

মাসফিয়া হোয়াইট ব্যাজ স্বীকৃতি পাওয়ায় আইটিএফ অনুমোদিত বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করতে পারবেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৪-২৮ এপ্রিল ২০২৪ পর্যন্ত ‘আইটিএফ হোয়াইট ব্যাজ স্কুল’ অনুষ্ঠিত হয়। সেখানেই আন্তর্জাতিক রেফারি হওয়ার প্রথম ধাপে চলে গেছেন মাসফিয়া। ভারতের কলকাতা ও দিল্লিতে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। সেই পারফরম্যান্স বিবেচনায় তিনি যাওয়ার সুযোগ পান মালয়েশিয়াতেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত