অসুস্থতার কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা। আজ নারী সিঙ্গেলের তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে কোর্টে নামার খানিক আগে এ সিদ্ধান্ত নেন তিনি।
রোলাঁ গারো জয়ের ফেবারিটদের একজন ছিলেন রাইবাকিনা। প্রথম দুই রাউন্ড দাপটের সঙ্গে জিতেছেন ২৩ বছর বয়সী কাজাখ। নাম প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দুই দিন ধরে ঘুমাইনি। আমার জ্বর, মাথাব্যথা।’
গত বছর উইম্বলডন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পান রাইবাকিনা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও খেলেছেন। নিজের অসুস্থতার প্রসঙ্গে চতুর্থ বাছাই তারকা আরও বলেছেন, ‘পারফর্ম করা খুব কঠিন, দৌড়ানো এমনকি শ্বাস নেওয়াও। তাই আমি চিন্তা করেছি, সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।’
সম্প্রতি ইতালিয়ান ওপেন জিতে রোলাঁ গারোতে এসেছিলেন রাইবাকিনা। বর্তমানের ডব্লুটিএর ‘বিগ থ্রি’র একজন তিনি। শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক ও দ্বিতীয় বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার পাশাপাশি ক্লে-কোর্টের সম্ভাব্য গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের একজন হিসেবে ভাবা হচ্ছিল রাইবাকিনাকে। প্রথম দুই রাউন্ডে একটি সেটও না হেরে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন তিনি।
ম্যাচের আগেই হুট করে ‘ওয়াকওভার’ করতে হওয়ায় হতাশ রাইবাকিনা। নাম প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেছেন, ‘অবশ্যই, খেলতে না পারায় আমি সত্যিই হতাশ। তবে আমি মনে করি, এটাই জীবন। যেখানে প্রচুর উত্থান-পতন হয়। আমি শতভাগ দিতে চেয়েছিলাম, এবং আমি এর থেকে শতভাগ দূরে আছি। গতকাল থেকে আমার ভালো লাগছিল না। আমি দুই রাত ঘুমোতে পারিনি, শরীরে জ্বরও আছে। আমি সত্যিই ওয়ার্ম-আপ করার চেষ্টা করেছিলাম। তবে আমার মনে হয়েছে, নাম প্রত্যাহারই সঠিক সিদ্ধান্ত। কারণ এই অবস্থায় খেলা সত্যিই কঠিন।’
অসুস্থতার কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা। আজ নারী সিঙ্গেলের তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে কোর্টে নামার খানিক আগে এ সিদ্ধান্ত নেন তিনি।
রোলাঁ গারো জয়ের ফেবারিটদের একজন ছিলেন রাইবাকিনা। প্রথম দুই রাউন্ড দাপটের সঙ্গে জিতেছেন ২৩ বছর বয়সী কাজাখ। নাম প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দুই দিন ধরে ঘুমাইনি। আমার জ্বর, মাথাব্যথা।’
গত বছর উইম্বলডন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পান রাইবাকিনা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও খেলেছেন। নিজের অসুস্থতার প্রসঙ্গে চতুর্থ বাছাই তারকা আরও বলেছেন, ‘পারফর্ম করা খুব কঠিন, দৌড়ানো এমনকি শ্বাস নেওয়াও। তাই আমি চিন্তা করেছি, সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।’
সম্প্রতি ইতালিয়ান ওপেন জিতে রোলাঁ গারোতে এসেছিলেন রাইবাকিনা। বর্তমানের ডব্লুটিএর ‘বিগ থ্রি’র একজন তিনি। শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক ও দ্বিতীয় বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার পাশাপাশি ক্লে-কোর্টের সম্ভাব্য গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের একজন হিসেবে ভাবা হচ্ছিল রাইবাকিনাকে। প্রথম দুই রাউন্ডে একটি সেটও না হেরে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন তিনি।
ম্যাচের আগেই হুট করে ‘ওয়াকওভার’ করতে হওয়ায় হতাশ রাইবাকিনা। নাম প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেছেন, ‘অবশ্যই, খেলতে না পারায় আমি সত্যিই হতাশ। তবে আমি মনে করি, এটাই জীবন। যেখানে প্রচুর উত্থান-পতন হয়। আমি শতভাগ দিতে চেয়েছিলাম, এবং আমি এর থেকে শতভাগ দূরে আছি। গতকাল থেকে আমার ভালো লাগছিল না। আমি দুই রাত ঘুমোতে পারিনি, শরীরে জ্বরও আছে। আমি সত্যিই ওয়ার্ম-আপ করার চেষ্টা করেছিলাম। তবে আমার মনে হয়েছে, নাম প্রত্যাহারই সঠিক সিদ্ধান্ত। কারণ এই অবস্থায় খেলা সত্যিই কঠিন।’
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১২ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে