ক্রীড়া ডেস্ক
আগের দিন কোয়ার্টার ফাইনালের বৈতরণি পেরিয়েছিলেন নোভাক জোকোভিচ ও আলেক্সান্দার জভেরভ। আর আজ কোয়ার্টার ফাইনালে জিতলেন ইয়ানিক সিনার ও বেন শেলটন। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও ঠিক হয়ে গেছে। ইয়ানিক সিনার খেলবেন শেলটনের বিপক্ষে।
গতকাল পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার সরাসরি সেটে হারিয়ে দেন অষ্টম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে। সিনার জেতেন ৬-৩, ৬-২, ৬-১ গেমে। আরেক কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো সোনেগোকে ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ (৭-৪) গেমে হারান ২১তম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন।
আগের দিন জোকোভিচ-আলকারাজ শেষ আটের লড়াইটিকে যে কাব্যিক ম্যাচের রূপ দিয়েছিলেন, তার ধারেকাছেও যেতে পারেনি সিনার-ডি মিনাউরের লড়াই। আসলে সিনারকে সেভাবে চ্যালেঞ্জেই ফেলতে পারেননি স্বাগতিক প্রতিযোগী ডি মিনাউর। স্বাগতিক বলেই গ্যালারির সমর্থন পেয়েছেন তিনি। পয়েন্ট জিতলেই সমর্থকেরা হর্ষধ্বনি দিয়েছেন। কিন্তু তাতে কাজ হয়নি। ম্যাচের স্কোরলাইনই বলছে, সিনারের সামনে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ডি মিনাউর। ফলে সহজ জয়ই পেয়েছেন সিনার।
আলকারাস বিদায় নেওয়ার পর এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের সম্ভাব্য চ্যালেঞ্জার ভাবা হচ্ছে সিনারকেই। নিজ নিজ সেমিফাইনাল জয়ী হলে ফাইনালেই দেখা হয়ে যাবে জোকোভিচ-সিনারের।
ছেলেদের মতো মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মেডিসন কিস খেলবেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াতেকের বিপক্ষে। প্রথম সেমিফাইনালের লাইনআপ আগের দিনই ঠিক হয়েছিল, যেখানে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা খেলবেন স্পেনের ১১তম বাছাই পলা বাদোসার বিপক্ষে।
আগের দিন কোয়ার্টার ফাইনালের বৈতরণি পেরিয়েছিলেন নোভাক জোকোভিচ ও আলেক্সান্দার জভেরভ। আর আজ কোয়ার্টার ফাইনালে জিতলেন ইয়ানিক সিনার ও বেন শেলটন। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও ঠিক হয়ে গেছে। ইয়ানিক সিনার খেলবেন শেলটনের বিপক্ষে।
গতকাল পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার সরাসরি সেটে হারিয়ে দেন অষ্টম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে। সিনার জেতেন ৬-৩, ৬-২, ৬-১ গেমে। আরেক কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো সোনেগোকে ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ (৭-৪) গেমে হারান ২১তম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন।
আগের দিন জোকোভিচ-আলকারাজ শেষ আটের লড়াইটিকে যে কাব্যিক ম্যাচের রূপ দিয়েছিলেন, তার ধারেকাছেও যেতে পারেনি সিনার-ডি মিনাউরের লড়াই। আসলে সিনারকে সেভাবে চ্যালেঞ্জেই ফেলতে পারেননি স্বাগতিক প্রতিযোগী ডি মিনাউর। স্বাগতিক বলেই গ্যালারির সমর্থন পেয়েছেন তিনি। পয়েন্ট জিতলেই সমর্থকেরা হর্ষধ্বনি দিয়েছেন। কিন্তু তাতে কাজ হয়নি। ম্যাচের স্কোরলাইনই বলছে, সিনারের সামনে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ডি মিনাউর। ফলে সহজ জয়ই পেয়েছেন সিনার।
আলকারাস বিদায় নেওয়ার পর এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের সম্ভাব্য চ্যালেঞ্জার ভাবা হচ্ছে সিনারকেই। নিজ নিজ সেমিফাইনাল জয়ী হলে ফাইনালেই দেখা হয়ে যাবে জোকোভিচ-সিনারের।
ছেলেদের মতো মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মেডিসন কিস খেলবেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াতেকের বিপক্ষে। প্রথম সেমিফাইনালের লাইনআপ আগের দিনই ঠিক হয়েছিল, যেখানে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা খেলবেন স্পেনের ১১তম বাছাই পলা বাদোসার বিপক্ষে।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
২ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৪ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৬ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৭ ঘণ্টা আগে