Ajker Patrika

নাদালকে ইতিহাস গড়ার সুযোগ দিলেন না জোকোভিচ

আপডেট : ২৩ জুন ২০২১, ১৪: ৫৬
নাদালকে ইতিহাস গড়ার সুযোগ দিলেন না জোকোভিচ

ঢাকা : শেষ সেটে জয় নিশ্চিতের পর দুহাত প্রসারিত করে ওপরে তাকিয়ে সৃষ্টিকর্তাকেই বোধ হয় কৃতজ্ঞতা জানালেন নোভাক জোকোভিচ! এই জয় যে তাঁর কাছে শুধুই জয় নয়, তার চেয়ে বেশি কিছু। রাজার রাজপ্রাসাদে রাজাকে হারানোর স্বাদ। নাদাল তো ক্লে কোর্টের রাজাই। কাল ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে বাছাইয়ের তিনে থাকা নাদালকে (৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-২) হারিয়ে ফাইনালে উঠেছেন বাছাইয়ের শীর্ষে থাকা জোকোভিচ। সময় নিয়েছেন ৪ ঘণ্টা ১১ মিনিট।

ফ্রেঞ্চ ওপেনের গতবারের চ্যাম্পিয়ন নাদাল এদিনও শুরু করেন চ্যাম্পিয়নের মতোই। জোকোভিচের প্রথম দুই সার্ভই ব্রেক করে যেন বুঝিয়ে দিলেন বয়স ৩৫ হলেও কাদামাটির এই কোর্টে টেনিসে আমিই সবার সেরা! ম্যাচের প্রথম পাঁচ গেমের পাঁচটাই নাদালের পক্ষে ৫-০। শেষ পর্যন্ত জোকোভিচ কিছুটা প্রতিরোধ গড়লেও ৬-৩ গেমে সেট জিতে নেন স্প্যানিশ তারকা।

ধীরে ধীরে খোলস থেকে বের হোন জোকোভিচ। পরের সেটেই পাশার দান উল্টে দেন এই সার্বিয়ান। ঠিক ৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন তিনি। নাটকের শুরু এর পরেই। উত্তেজনার পারদে ঠাসা তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। ৯৬ মিনিটের সেই সেটে শেষ পর্যন্ত পেরে উঠতে পারেননি নাদাল।

ম্যাচে সময় যত গড়াতে থাকে, নাদালকে ততই ক্লান্ত মনে হয়েছে। ম্যাচের মাঝে পায়ের চোটে কিছুটা ভুগতেও দেখা যায় ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন বিজয়ীকে। অন্যদিকে জোকোভিচ যেন শেষ দিকের লড়াইয়ে নাদালের পরীক্ষা নিতে শুরুতে কিছুটা শক্তি সঞ্চয় করে রেখেছিলেন। চতুর্থ সেটে তেমনটাই মনে হলো। জোকোভিচের প্রথম দুটি সার্ভ ব্রেক করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তা আর ধোপে টেকেনি। জোকোভিচের জয় ৬-২ গেমে। শেষ তিন সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।

এ নিয়ে রোলাঁ গারোঁয় তৃতীয়বার কোনো ম্যাচে হারলেন নাদাল। টুর্নামেন্টে ১০৮ ম্যাচ খেলে যে তিনবার হেরেছেন, দুবারই জোকোভিচের কাছে। এর আগে কখনো প্রথম সেট জেতার পর ম্যাচ হারেননি নাদাল। ফ্রেঞ্চ ওপেনে চোটে পড়ে চতুর্থ রাউন্ডেই ছিটকে যান রজার ফেদেরার। এবার তাই নাদালের সামনে সুযোগ ছিল ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছাপিয়ে যাওয়ার, সেটি হতে দিলেন না জোকোভিচ।

ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন গ্রিসের স্টিফানোস সৎসিপাসের। প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সিৎসিপাস। তাঁর দেশের হয়েও যেটি প্রথম। শিরোপা জিতে তাই ইতিহাস লিখতে চাইবেন গ্রিসের তরুণ তারকা। এদিকে জোকোভিচও কোনোভাবেই এই টুর্নামেন্ট হাতছাড়া করতে চাইবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত