ক্রীড়া ডেস্ক
ঢাকা: শীর্ষ বাছাই এশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কার জয় ২-১ ব্যাবধানে।
কাল রাতে মাদ্রিদে প্রথম সেট মাত্র ২৫ মিনিটে বাজিমাত করেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে দেন বেলারুশের এই টেনিস তারকা। গত চার বছরে এই প্রথম সেটে কোনো গেম জিততে ব্যর্থ হলেন বার্টি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বার্টি। ৬-৩ গেমে সাবালেঙ্কাকে উড়িয়ে সমতা আনেন তিনি।
তৃতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছিল ম্যাচ। যখন ৪-৪ এ সমতায় তখন সার্ভিসে ভুল করে বসেন বার্টি। সেই ভুলের সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে শিরোপা নিজের করে নেন সাবালেঙ্কা।
এ জয়ে প্রতিশোধও নেয়া হলো সাবালেঙ্কার। দুই সপ্তাহ আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে থেকেও বার্টির কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘স্টুটগার্টের ফাইনালের পর আমি চোটে পড়ি। নড়াচড়াও করতে পারছিলাম না। এমনকি সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এখন চ্যাম্পিয়ন।’
এই জয়ে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ফেবারিটের তালিকায় নাম লেখালেন সাবালেঙ্কা। অথচ কোনো গ্র্যান্ড স্লামে এর আগে চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোনো হয়নি তাঁর।
অন্যদিকে পুরুষ এককে তিন নম্বর বাছাই ডমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন পাঁচ নম্বর বাছাই আলেকসান্দার জেভরেভ।
ঢাকা: শীর্ষ বাছাই এশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কার জয় ২-১ ব্যাবধানে।
কাল রাতে মাদ্রিদে প্রথম সেট মাত্র ২৫ মিনিটে বাজিমাত করেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে দেন বেলারুশের এই টেনিস তারকা। গত চার বছরে এই প্রথম সেটে কোনো গেম জিততে ব্যর্থ হলেন বার্টি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বার্টি। ৬-৩ গেমে সাবালেঙ্কাকে উড়িয়ে সমতা আনেন তিনি।
তৃতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছিল ম্যাচ। যখন ৪-৪ এ সমতায় তখন সার্ভিসে ভুল করে বসেন বার্টি। সেই ভুলের সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে শিরোপা নিজের করে নেন সাবালেঙ্কা।
এ জয়ে প্রতিশোধও নেয়া হলো সাবালেঙ্কার। দুই সপ্তাহ আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে থেকেও বার্টির কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘স্টুটগার্টের ফাইনালের পর আমি চোটে পড়ি। নড়াচড়াও করতে পারছিলাম না। এমনকি সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এখন চ্যাম্পিয়ন।’
এই জয়ে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ফেবারিটের তালিকায় নাম লেখালেন সাবালেঙ্কা। অথচ কোনো গ্র্যান্ড স্লামে এর আগে চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোনো হয়নি তাঁর।
অন্যদিকে পুরুষ এককে তিন নম্বর বাছাই ডমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন পাঁচ নম্বর বাছাই আলেকসান্দার জেভরেভ।
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
১০ মিনিট আগেযেখানে শুরুর কথা বলার আগেই শেষ—মিরপুরে আজ এলিমিনেটরে খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স ম্যাচের প্রথম ইনিংস দেখে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। প্রথম ইনিংসে কোনো দল ১০০-এর আগে অলআউট হলে আর কী বাকি থাকে! খুলনা টাইগার্সও ম্যাচটা জিতেছে হেসেখেলে। ফাইনালে উঠতে হলে তাদের পেরোতে হবে আরও এক ধাপ...
২২ মিনিট আগেজেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিড—বাংলাদেশে এসেছেন আজই। তাঁরা আসা মাত্রই রংপুর রাইডার্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁদের তিন জনের ছবি জুড়ে দিয়ে একটি ফটোকার্ড বানিয়েছে। আসার কয়েক ঘণ্টা পরই তাঁদের মাঠে নামতে হয়েছে। কারণ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেলা ১টা ৩০ মিনিটে রংপুর রাইডার্স...
১ ঘণ্টা আগেক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
৩ ঘণ্টা আগে