অনলাইন ডেস্ক
মঞ্চে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার কেন্দ্রে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এই রেশ না কাটতেই নতুন করে সামনে এসেছে গায়কের পুরোনো সব চুমু কাণ্ড। এর আগেও তিনি মঞ্চে চুমু দিয়েছেন। তাঁর এহেন কাণ্ড থেকে বাদ পড়েননি অলকা যাজ্ঞিক ও শ্রেয়া ঘোষালও। নতুন করে সেসব ছবিতে ছয়লাব নেট দুনিয়া।
গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ভক্তদের চুমু দেওয়ার ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। এরপর থেকে প্রবীণ এই গায়কের পুরোনো সব ভিডিও খুঁজে বের করছেন নেটিজেনরা। তাঁর একটি ভিডিওতে দেখা গেছে, এক রিয়েলিটি শো–এর মঞ্চে অলকা যাজ্ঞিকের সঙ্গে গান গাইছেন তিনি। হঠাৎ অলকার কানের কাছে এসে গান গাইতে গাইতে তাঁর গালে চুমু দেন উদিত। অপ্রস্তুত হয়ে পড়েন অলকা, সরে যান তিনি।
অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অলকাকে চুমু দেন উদিত। ওই ভিডিওতে স্পষ্ট দেখা যায় গায়িকা বিরক্ত। এদিকে কয়েক বছর আগে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন উদিত এবং মালাইকা অরোরা। কিন্তু শ্রেয়া মঞ্চে উঠতেই তাঁকে জড়িয়ে ধরে চুমু দেন উদিত। ভিডিও দেখে বোঝা যায়, অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন শ্রেয়া। যদিও খানিকটা হেসে বিষয়টি সামাল দেন গায়িকা।
ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ‘ভারতীয় সভ্য়’ সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। গায়কের বন্ধু অভিজিৎ ভট্টাচার্য রসিকতা করে তাঁকে ‘খেলোয়াড়’ তকমাও দিয়েছেন!
মঞ্চে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার কেন্দ্রে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এই রেশ না কাটতেই নতুন করে সামনে এসেছে গায়কের পুরোনো সব চুমু কাণ্ড। এর আগেও তিনি মঞ্চে চুমু দিয়েছেন। তাঁর এহেন কাণ্ড থেকে বাদ পড়েননি অলকা যাজ্ঞিক ও শ্রেয়া ঘোষালও। নতুন করে সেসব ছবিতে ছয়লাব নেট দুনিয়া।
গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ভক্তদের চুমু দেওয়ার ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। এরপর থেকে প্রবীণ এই গায়কের পুরোনো সব ভিডিও খুঁজে বের করছেন নেটিজেনরা। তাঁর একটি ভিডিওতে দেখা গেছে, এক রিয়েলিটি শো–এর মঞ্চে অলকা যাজ্ঞিকের সঙ্গে গান গাইছেন তিনি। হঠাৎ অলকার কানের কাছে এসে গান গাইতে গাইতে তাঁর গালে চুমু দেন উদিত। অপ্রস্তুত হয়ে পড়েন অলকা, সরে যান তিনি।
অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অলকাকে চুমু দেন উদিত। ওই ভিডিওতে স্পষ্ট দেখা যায় গায়িকা বিরক্ত। এদিকে কয়েক বছর আগে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন উদিত এবং মালাইকা অরোরা। কিন্তু শ্রেয়া মঞ্চে উঠতেই তাঁকে জড়িয়ে ধরে চুমু দেন উদিত। ভিডিও দেখে বোঝা যায়, অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন শ্রেয়া। যদিও খানিকটা হেসে বিষয়টি সামাল দেন গায়িকা।
ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ‘ভারতীয় সভ্য়’ সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। গায়কের বন্ধু অভিজিৎ ভট্টাচার্য রসিকতা করে তাঁকে ‘খেলোয়াড়’ তকমাও দিয়েছেন!
মার্কিন পপ তারকা বিয়ন্সে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই গুণী তারকা আরও একবার নতুন ইতিহাস গড়লেন। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী...
১৪ মিনিট আগেক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। পর্দায় নেই অনেক দিন, তবে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান বাপ্পারাজ। প্রায়ই দেখা যায় তাঁর সিনেমার দৃশ্য শেয়ার করে কেউ লিখছেন ব্যর্থ প্রেমিক কিংবা কেউ লিখছেন ব্যর্থ প্রেমের সফল নায়ক।
৬ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গানের শিরোনাম ‘বেলা চাও, আলো দাও’। আদিব কবিরের সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগেচার বছরের বিবাহিত জীবন ছিল নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর। বিচ্ছেদের অধ্যায় ভুলে সোবিতা ধুলিপালার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন নাগা। গত ডিসেম্বরে বিয়ে হয়েছে তাঁর। সামান্থাও হাঁটছেন অন্য পথে। মনে হচ্ছে, এত দিনে বিশেষ কাউকে খুঁজে পেলেন তিনি। বিশেষ সে ব্যক্তিটি নির্মাতা রাজ নিদিমরু।
৭ ঘণ্টা আগে