আজকের পত্রিকা ডেস্ক
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয় জানিয়েছেন, ফিক্সিংয়ের অভিযোগের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে তাঁর পরিবার। ভিডিও বার্তায় চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ক্রিকেটার বলেন, ‘গত চার দিনে আমার এবং আমার পরিবারের ওপর দিয়ে যে মানসিক চাপ ও যন্ত্রণা গেছে, তা কেবল আমি আর আমার পরিবার জানি। পরিস্থিতি এতটাই অসহনীয় ছিল, বিস্তারিত কিছু বলার মতো অবস্থায়ও ছিলাম না। তবে বিসিবি, আমাদের অভিভাবক হিসেবে, এই বিষয়ে ইতিমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে। তাদের এই পদক্ষেপ আমাকে কথা বলার সাহস জুগিয়েছে। তাই আজ আমি এই বিষয়ে মুখ খুলতে চাই।’
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে উল্লেখ করে বিজয় বলেন, ‘শেষ চার দিনে বিভিন্ন মাধ্যমে যে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, তা কোনো ক্রিকেটারের জন্যই কাম্য নয়। যারা এই সংবাদ তৈরি করেছেন, যারা এ নিয়ে মজা নিচ্ছেন, কিংবা যেভাবে সংবাদটিকে প্রমোট করেছেন, তাদের সকলের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। আমি উকিল নোটিশ পাঠিয়েছি এবং আশা করছি, সংশ্লিষ্ট সবাই দুই-এক দিনের মধ্যেই তা পেয়ে যাবেন।’
বিজয় বললেন ভবিষ্যতে কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমনটা না হয়, ‘আমার ওপর দিয়ে যা গেছে, তা যেন ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারের ওপর দিয়ে না যায়। আগেও দেখেছি, অনেক সময় কোনো ক্রিকেটারের সঙ্গে কথা না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়েছে। এটি কেবল ক্রিকেটারের জন্য নয়, তার পরিবারের জন্যও অত্যন্ত কষ্টদায়ক। যারা এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করে সংবাদ পরিবেশন করেন, তারা কখনোই দেশের ক্রিকেটের মঙ্গল চান না। আমি আপনাদের অনুরোধ করব, এ ধরনের ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার থেকে বিরত থাকুন। এটি অন্যায় এবং ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতিকর।’
ভিডিও বার্তার শেষাংশে বিজয় তাঁর পাশে থাকা শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই কঠিন সময়ে যারা আমাকে এবং আমার পরিবারকে সাহস জুগিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা পাশে না থাকলে পরিস্থিতি সামলানো আরও কঠিন হতো।’
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয় জানিয়েছেন, ফিক্সিংয়ের অভিযোগের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে তাঁর পরিবার। ভিডিও বার্তায় চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ক্রিকেটার বলেন, ‘গত চার দিনে আমার এবং আমার পরিবারের ওপর দিয়ে যে মানসিক চাপ ও যন্ত্রণা গেছে, তা কেবল আমি আর আমার পরিবার জানি। পরিস্থিতি এতটাই অসহনীয় ছিল, বিস্তারিত কিছু বলার মতো অবস্থায়ও ছিলাম না। তবে বিসিবি, আমাদের অভিভাবক হিসেবে, এই বিষয়ে ইতিমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে। তাদের এই পদক্ষেপ আমাকে কথা বলার সাহস জুগিয়েছে। তাই আজ আমি এই বিষয়ে মুখ খুলতে চাই।’
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে উল্লেখ করে বিজয় বলেন, ‘শেষ চার দিনে বিভিন্ন মাধ্যমে যে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, তা কোনো ক্রিকেটারের জন্যই কাম্য নয়। যারা এই সংবাদ তৈরি করেছেন, যারা এ নিয়ে মজা নিচ্ছেন, কিংবা যেভাবে সংবাদটিকে প্রমোট করেছেন, তাদের সকলের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। আমি উকিল নোটিশ পাঠিয়েছি এবং আশা করছি, সংশ্লিষ্ট সবাই দুই-এক দিনের মধ্যেই তা পেয়ে যাবেন।’
বিজয় বললেন ভবিষ্যতে কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমনটা না হয়, ‘আমার ওপর দিয়ে যা গেছে, তা যেন ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারের ওপর দিয়ে না যায়। আগেও দেখেছি, অনেক সময় কোনো ক্রিকেটারের সঙ্গে কথা না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়েছে। এটি কেবল ক্রিকেটারের জন্য নয়, তার পরিবারের জন্যও অত্যন্ত কষ্টদায়ক। যারা এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করে সংবাদ পরিবেশন করেন, তারা কখনোই দেশের ক্রিকেটের মঙ্গল চান না। আমি আপনাদের অনুরোধ করব, এ ধরনের ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার থেকে বিরত থাকুন। এটি অন্যায় এবং ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতিকর।’
ভিডিও বার্তার শেষাংশে বিজয় তাঁর পাশে থাকা শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই কঠিন সময়ে যারা আমাকে এবং আমার পরিবারকে সাহস জুগিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা পাশে না থাকলে পরিস্থিতি সামলানো আরও কঠিন হতো।’
ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২২ মিনিট আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
১ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আফগানিস্তানের পেসার বিলাল সামি লিখেছিলেন, ‘গট ম্যারিড’। কিন্তু সামি কি তখনো জানতেন, বিয়ের দুই সপ্তাহের মধ্যেই এমন কিছু করে ফেলবেন, যা নিয়ে আলাপ-আলোচনা হবে।
২ ঘণ্টা আগে