Ajker Patrika

রেফারিকে ‘কাপুরুষ’ বললেন বার্সা ফরোয়ার্ড

ক্রীড়া ডেস্ক    
রাফিনিয়াকে শান্ত করার চেষ্টায় ফ্লিক। ছবি: এক্স
রাফিনিয়াকে শান্ত করার চেষ্টায় ফ্লিক। ছবি: এক্স

লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।

গতকাল আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে রেফারিং নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাদের। ৮ ফাউলের বিপরীতে ৫ বার হলুদ কার্ড দেখে তারা। তবে বিপরীতে ২০ বার ফাউল করেও একটির বেশি হলুদ কার্ড দেখেনি আলাভেস।

ম্যাচের ১১ মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাভি। সে সময় রেফারিকে একহাত নেন রাফিনিয়া। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। বার্সার এই ফুটবলার রেফারি হোসে লুইস মুনুয়েরোকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু আমাদের নয়, তাদেরকেও (আলাভেস) কিছু বলা উচিত। আপনারা (রেফারি) প্রত্যেকেই কাপুরুষ, কাপুরুষ।’ এ সময় রাফিনিয়াকে শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

এদিকে, সব ক্লাব ও রেফারিং কমিটির সঙ্গে আলোচনায় বসবে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। তিনি বলেন, ‘দূভার্গবশত, গত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ৬ ফেব্রুয়ারি মিটিংয়ে বসব আমরা, দেখি কোনো সমাধান খুঁজে পাই কি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত