ক্রীড়া ডেস্ক
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
গতকাল আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে রেফারিং নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাদের। ৮ ফাউলের বিপরীতে ৫ বার হলুদ কার্ড দেখে তারা। তবে বিপরীতে ২০ বার ফাউল করেও একটির বেশি হলুদ কার্ড দেখেনি আলাভেস।
ম্যাচের ১১ মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাভি। সে সময় রেফারিকে একহাত নেন রাফিনিয়া। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। বার্সার এই ফুটবলার রেফারি হোসে লুইস মুনুয়েরোকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু আমাদের নয়, তাদেরকেও (আলাভেস) কিছু বলা উচিত। আপনারা (রেফারি) প্রত্যেকেই কাপুরুষ, কাপুরুষ।’ এ সময় রাফিনিয়াকে শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
এদিকে, সব ক্লাব ও রেফারিং কমিটির সঙ্গে আলোচনায় বসবে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। তিনি বলেন, ‘দূভার্গবশত, গত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ৬ ফেব্রুয়ারি মিটিংয়ে বসব আমরা, দেখি কোনো সমাধান খুঁজে পাই কি না।’
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
গতকাল আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে রেফারিং নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাদের। ৮ ফাউলের বিপরীতে ৫ বার হলুদ কার্ড দেখে তারা। তবে বিপরীতে ২০ বার ফাউল করেও একটির বেশি হলুদ কার্ড দেখেনি আলাভেস।
ম্যাচের ১১ মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাভি। সে সময় রেফারিকে একহাত নেন রাফিনিয়া। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। বার্সার এই ফুটবলার রেফারি হোসে লুইস মুনুয়েরোকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু আমাদের নয়, তাদেরকেও (আলাভেস) কিছু বলা উচিত। আপনারা (রেফারি) প্রত্যেকেই কাপুরুষ, কাপুরুষ।’ এ সময় রাফিনিয়াকে শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
এদিকে, সব ক্লাব ও রেফারিং কমিটির সঙ্গে আলোচনায় বসবে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। তিনি বলেন, ‘দূভার্গবশত, গত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ৬ ফেব্রুয়ারি মিটিংয়ে বসব আমরা, দেখি কোনো সমাধান খুঁজে পাই কি না।’
সিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু ‘কনকাশন বদলি’ বিতর্ক এখনো শেষ হয়নি! এ নিয়ে এবার মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। ভারতের এই সাবেক অধিনায়ক ধুয়ে দিয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলি হিসেবে পেসার হর্ষিত রানাকে নেওয়াটা অন্যায় বলেও মনে করেন গাভাস্কার।
১ ঘণ্টা আগেটানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। তবে চট্টগ্রাম পর্বে রাজশাহীর কাছে হার দিয়ে শুরু করে টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায় নিতে হলো তাদের। এলিমিনেটর ম্যাচে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটারদের খেলিয়েও জয়ের দেখা পায়নি..
১ ঘণ্টা আগেএক দিনে দুই ম্যাচ খেললেন, নজরকাড়া পারফরম্যান্সও করেছেন অসাধারণ। ঠিক যেন রোবটের মতো করে দেখালেন সবকিছু! সকালে কলম্বোয় সেঞ্চুরি করে ফ্লাইটে আবার দুবাইয়ে গিয়ে সন্ধ্যায় আইএল টি-টোয়েন্টি খেলা বেশ কঠিনই হওয়ার কথা। শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা সে কাজটি করেছেন বেশ অনায়াসে।
২ ঘণ্টা আগেযেখানে শুরুর কথা বলার আগেই শেষ—মিরপুরে আজ এলিমিনেটরে খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স ম্যাচের প্রথম ইনিংস দেখে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। প্রথম ইনিংসে কোনো দল ১০০-এর আগে অলআউট হলে আর কী বাকি থাকে! খুলনা টাইগার্সও ম্যাচটা জিতেছে হেসেখেলে। ফাইনালে উঠতে হলে তাদের পেরোতে হবে আরও এক ধাপ...
২ ঘণ্টা আগে