ক্রীড়া ডেস্ক
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
গতকাল আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে রেফারিং নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাদের। ৮ ফাউলের বিপরীতে ৫ বার হলুদ কার্ড দেখে তারা। তবে বিপরীতে ২০ বার ফাউল করেও একটির বেশি হলুদ কার্ড দেখেনি আলাভেস।
ম্যাচের ১১ মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাভি। সে সময় রেফারিকে একহাত নেন রাফিনিয়া। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। বার্সার এই ফুটবলার রেফারি হোসে লুইস মুনুয়েরোকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু আমাদের নয়, তাদেরকেও (আলাভেস) কিছু বলা উচিত। আপনারা (রেফারি) প্রত্যেকেই কাপুরুষ, কাপুরুষ।’ এ সময় রাফিনিয়াকে শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
এদিকে, সব ক্লাব ও রেফারিং কমিটির সঙ্গে আলোচনায় বসবে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। তিনি বলেন, ‘দূভার্গবশত, গত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ৬ ফেব্রুয়ারি মিটিংয়ে বসব আমরা, দেখি কোনো সমাধান খুঁজে পাই কি না।’
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
গতকাল আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে রেফারিং নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাদের। ৮ ফাউলের বিপরীতে ৫ বার হলুদ কার্ড দেখে তারা। তবে বিপরীতে ২০ বার ফাউল করেও একটির বেশি হলুদ কার্ড দেখেনি আলাভেস।
ম্যাচের ১১ মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাভি। সে সময় রেফারিকে একহাত নেন রাফিনিয়া। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। বার্সার এই ফুটবলার রেফারি হোসে লুইস মুনুয়েরোকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু আমাদের নয়, তাদেরকেও (আলাভেস) কিছু বলা উচিত। আপনারা (রেফারি) প্রত্যেকেই কাপুরুষ, কাপুরুষ।’ এ সময় রাফিনিয়াকে শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
এদিকে, সব ক্লাব ও রেফারিং কমিটির সঙ্গে আলোচনায় বসবে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। তিনি বলেন, ‘দূভার্গবশত, গত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ৬ ফেব্রুয়ারি মিটিংয়ে বসব আমরা, দেখি কোনো সমাধান খুঁজে পাই কি না।’
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে