ক্রীড়া ডেস্ক
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
গতকাল আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে রেফারিং নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাদের। ৮ ফাউলের বিপরীতে ৫ বার হলুদ কার্ড দেখে তারা। তবে বিপরীতে ২০ বার ফাউল করেও একটির বেশি হলুদ কার্ড দেখেনি আলাভেস।
ম্যাচের ১১ মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাভি। সে সময় রেফারিকে একহাত নেন রাফিনিয়া। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। বার্সার এই ফুটবলার রেফারি হোসে লুইস মুনুয়েরোকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু আমাদের নয়, তাদেরকেও (আলাভেস) কিছু বলা উচিত। আপনারা (রেফারি) প্রত্যেকেই কাপুরুষ, কাপুরুষ।’ এ সময় রাফিনিয়াকে শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
এদিকে, সব ক্লাব ও রেফারিং কমিটির সঙ্গে আলোচনায় বসবে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। তিনি বলেন, ‘দূভার্গবশত, গত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ৬ ফেব্রুয়ারি মিটিংয়ে বসব আমরা, দেখি কোনো সমাধান খুঁজে পাই কি না।’
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
গতকাল আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে রেফারিং নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাদের। ৮ ফাউলের বিপরীতে ৫ বার হলুদ কার্ড দেখে তারা। তবে বিপরীতে ২০ বার ফাউল করেও একটির বেশি হলুদ কার্ড দেখেনি আলাভেস।
ম্যাচের ১১ মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাভি। সে সময় রেফারিকে একহাত নেন রাফিনিয়া। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। বার্সার এই ফুটবলার রেফারি হোসে লুইস মুনুয়েরোকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু আমাদের নয়, তাদেরকেও (আলাভেস) কিছু বলা উচিত। আপনারা (রেফারি) প্রত্যেকেই কাপুরুষ, কাপুরুষ।’ এ সময় রাফিনিয়াকে শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
এদিকে, সব ক্লাব ও রেফারিং কমিটির সঙ্গে আলোচনায় বসবে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। তিনি বলেন, ‘দূভার্গবশত, গত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ৬ ফেব্রুয়ারি মিটিংয়ে বসব আমরা, দেখি কোনো সমাধান খুঁজে পাই কি না।’
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৪ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৭ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১০ ঘণ্টা আগে