সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড অনেক আগেই গড়েছেন নোভাক জোকোভিচ। পুরুষ টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতে সবার শীর্ষে তিনি। এবার আরেকটি প্রথমের জন্ম দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।
প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামে ১০০ কিংবা তার বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন বাদে অন্য তিন গ্র্যান্ড স্লামেই ১০০ ম্যাচ খেলার মাইলফলক অনেক আগেই স্পর্শ করেছেন তিনি। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে নেমে চক্রপূর্ণ করলেন টেনিসের শীর্ষ বাছাই।
অস্ট্রেলিয়ান ওপেনে সেঞ্চুরি করার আগে ইউএস ওপেনে খেলেছেন ১০১ এবং উইম্বলডনে ১০৩ ম্যাচ। আর সর্বোচ্চ ১০৮ ম্যাচ খেলেছেন ফ্রেঞ্চ ওপেনে। রোলাঁ গারোকে পেছনে ফেলার কোনো সুযোগ এবার না থাকলেও বাকি দুই গ্র্যান্ড স্লামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। কেননা বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পারলে তাঁর ম্যাচ সংখ্যা হবে ১০৪টি।
মেলবোর্ন পার্কে মাইলফলক ছোঁয়ার রাতকে জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন জোকোভিচ। চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে শেষ ষোলোতেও উঠেছেন তিনি। প্রথম রাউন্ডে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী অ্যান্ডি মারেকে হারিয়ে চমক দেখানো আর্জেন্টাইন তারকাকে সরাসরি ৬–৩,৬–৩, ৭–৬ (৭–২) সেটে হারিয়েছেন জোকোভিচ।
২৫ গ্র্যান্ড স্লাম জয়কে পাখির চোখ করা জোকভিচের এটি অস্ট্রেলিয়ান ওপেনে ৯২ তম জয়। দুর্দান্ত এই জয়কে মেলবোর্ন পার্কে এখন পর্যন্ত খেলা সেরা পারফরম্যান্স বলে মনে করছেন তিনি। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা আমার সেরা পারফরম্যান্স এটি। যেভাবে পুরো ম্যাচ খেলেছি তাতে আমি খুবই খুশি। বিশেষ করে প্রথম দুই সেটের পারফরম্যান্স।’
সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড অনেক আগেই গড়েছেন নোভাক জোকোভিচ। পুরুষ টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতে সবার শীর্ষে তিনি। এবার আরেকটি প্রথমের জন্ম দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।
প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামে ১০০ কিংবা তার বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন বাদে অন্য তিন গ্র্যান্ড স্লামেই ১০০ ম্যাচ খেলার মাইলফলক অনেক আগেই স্পর্শ করেছেন তিনি। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে নেমে চক্রপূর্ণ করলেন টেনিসের শীর্ষ বাছাই।
অস্ট্রেলিয়ান ওপেনে সেঞ্চুরি করার আগে ইউএস ওপেনে খেলেছেন ১০১ এবং উইম্বলডনে ১০৩ ম্যাচ। আর সর্বোচ্চ ১০৮ ম্যাচ খেলেছেন ফ্রেঞ্চ ওপেনে। রোলাঁ গারোকে পেছনে ফেলার কোনো সুযোগ এবার না থাকলেও বাকি দুই গ্র্যান্ড স্লামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। কেননা বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পারলে তাঁর ম্যাচ সংখ্যা হবে ১০৪টি।
মেলবোর্ন পার্কে মাইলফলক ছোঁয়ার রাতকে জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন জোকোভিচ। চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে শেষ ষোলোতেও উঠেছেন তিনি। প্রথম রাউন্ডে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী অ্যান্ডি মারেকে হারিয়ে চমক দেখানো আর্জেন্টাইন তারকাকে সরাসরি ৬–৩,৬–৩, ৭–৬ (৭–২) সেটে হারিয়েছেন জোকোভিচ।
২৫ গ্র্যান্ড স্লাম জয়কে পাখির চোখ করা জোকভিচের এটি অস্ট্রেলিয়ান ওপেনে ৯২ তম জয়। দুর্দান্ত এই জয়কে মেলবোর্ন পার্কে এখন পর্যন্ত খেলা সেরা পারফরম্যান্স বলে মনে করছেন তিনি। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা আমার সেরা পারফরম্যান্স এটি। যেভাবে পুরো ম্যাচ খেলেছি তাতে আমি খুবই খুশি। বিশেষ করে প্রথম দুই সেটের পারফরম্যান্স।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৪ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৫ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৬ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৮ ঘণ্টা আগে