কিছুদিন আগেই কথাটা বলেছিলেন রাফায়েল নাদাল—পরিসংখ্যানই জোকোভিচকে ইতিহাসের সেরা বলছে; সার্বিয়ান তারকাকে সেরা মানতে তাই আপত্তি নেই তাঁর।
গ্র্যান্ড স্লামে ২৪টি শিরোপা জোকোভিচের। দ্বিতীয় সর্বোচ্চ ২২টি নাদালের। টেনিসের আরেক মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এটিপি ফাইনালসেও সর্বোচ্চ ৭টি শিরোপা জোকোর। এখানেই শেষ নয়, গ্র্যান্ড স্লাম ও এটিপি ফাইনালসের বাইরে মর্যাদাপূর্ণ ধরা হয় যে ১০০০ মাস্টার্স সিরিজকে। সেখানেও জয়জয়কার জোকোভিচের। ১০০০ মাস্টার্সে রজার ফেদেরার ও নাদালের শিরোপা যেখানে ২৮ ও ৩৬টি, সেখানে সার্বিয়ান জোকোভিচের শিরোপা ৪০টি। তাই এমন বর্ণাঢ্য যাঁর ক্যারিয়ার, তাঁকে সর্বকালের সেরা না বলে উপায় আছে!
চলতি মন্টে কার্লো মাস্টার্সে এবার শিরোপা জিতলে অনন্য এক রেকর্ডই গড়ে ফেলবেন জোকোভিচ, যেটি হয়তো যুগ যুগ ধরে অক্ষতই থেকে যাবে। রেকর্ডটি কী? সব মাস্টার্স সিরিজ কমপক্ষে তিনবার করে জয়।
জোকোভিচ ৭ বার জিতেছেন প্যারিস মাস্টার্স। ৬ বার করে মায়ামি ও রোম মাস্টার্স। ৫ বার জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস। ৪ বার করে জিতেছেন কানাডা ও সাংহাই ওপেন। মাদ্রিদ ও সিনসিনাটি ওপেন জিতেছেন ৩ বার করে। শুধু মন্টে কার্লো মাস্টার্সই ৩ বার করে জেতা হয়নি তাঁর। তবে এখানে ২০১৩ ও ২০১৫ সালের শিরোপাজয়ী জোকোভিচ আবার জিততে পারেন। জিতলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ মাস্টার্স সিরিজের সব কটি টুর্নামেন্টই কমপক্ষে ৩ বার করে জয়ের রেকর্ড গড়বেন।
এর আগে ২০১৮ সালে প্রথম খেলোয়াড় হিসেবে সব মাস্টার্স সিরিজে একবার করে জেতেন, ২০২০ সালে যখন দুবার করে জেতেন তখন এই কৃতিত্বে তিনিই ছিলেন টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড়।
কিছুদিন আগেই কথাটা বলেছিলেন রাফায়েল নাদাল—পরিসংখ্যানই জোকোভিচকে ইতিহাসের সেরা বলছে; সার্বিয়ান তারকাকে সেরা মানতে তাই আপত্তি নেই তাঁর।
গ্র্যান্ড স্লামে ২৪টি শিরোপা জোকোভিচের। দ্বিতীয় সর্বোচ্চ ২২টি নাদালের। টেনিসের আরেক মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এটিপি ফাইনালসেও সর্বোচ্চ ৭টি শিরোপা জোকোর। এখানেই শেষ নয়, গ্র্যান্ড স্লাম ও এটিপি ফাইনালসের বাইরে মর্যাদাপূর্ণ ধরা হয় যে ১০০০ মাস্টার্স সিরিজকে। সেখানেও জয়জয়কার জোকোভিচের। ১০০০ মাস্টার্সে রজার ফেদেরার ও নাদালের শিরোপা যেখানে ২৮ ও ৩৬টি, সেখানে সার্বিয়ান জোকোভিচের শিরোপা ৪০টি। তাই এমন বর্ণাঢ্য যাঁর ক্যারিয়ার, তাঁকে সর্বকালের সেরা না বলে উপায় আছে!
চলতি মন্টে কার্লো মাস্টার্সে এবার শিরোপা জিতলে অনন্য এক রেকর্ডই গড়ে ফেলবেন জোকোভিচ, যেটি হয়তো যুগ যুগ ধরে অক্ষতই থেকে যাবে। রেকর্ডটি কী? সব মাস্টার্স সিরিজ কমপক্ষে তিনবার করে জয়।
জোকোভিচ ৭ বার জিতেছেন প্যারিস মাস্টার্স। ৬ বার করে মায়ামি ও রোম মাস্টার্স। ৫ বার জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস। ৪ বার করে জিতেছেন কানাডা ও সাংহাই ওপেন। মাদ্রিদ ও সিনসিনাটি ওপেন জিতেছেন ৩ বার করে। শুধু মন্টে কার্লো মাস্টার্সই ৩ বার করে জেতা হয়নি তাঁর। তবে এখানে ২০১৩ ও ২০১৫ সালের শিরোপাজয়ী জোকোভিচ আবার জিততে পারেন। জিতলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ মাস্টার্স সিরিজের সব কটি টুর্নামেন্টই কমপক্ষে ৩ বার করে জয়ের রেকর্ড গড়বেন।
এর আগে ২০১৮ সালে প্রথম খেলোয়াড় হিসেবে সব মাস্টার্স সিরিজে একবার করে জেতেন, ২০২০ সালে যখন দুবার করে জেতেন তখন এই কৃতিত্বে তিনিই ছিলেন টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড়।
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৩২ মিনিট আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
২ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৩ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৬ ঘণ্টা আগে