বয়স যে শুধু একটা সংখ্যা তা আবারও প্রমাণ করলেন শেলি-অ্যান-ফ্রেজার-প্রাইস। ২০২২ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন এই জ্যামাইকান দৌড়বিদ। ১০০ মিটারে পঞ্চমবারের মতো সোনা জিততে তিনি সময় নিয়েছেন রেকর্ড ১০.৬৭ সেকেন্ড।
শেলির জন্য শুধু বয়সই বাধা ছিল না সন্তান জন্মের পর ফিটনেস নিয়ে অ্যাথলেটিকসে নামাটাও ছিল একটি চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ এবার উতরে গিয়েছেন তিনি। দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি বলেছেন, ‘আমার অর্জিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপাগুলোর মধ্যে এটিই অন্যতম, কারণ ৩৫ বছর বয়সে এসে এই কীর্তি গড়েছি। হ্যাঁ, ৩৫-ই বলছি। যখনই সুস্থ থাকব, তখনই প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ক্ষুধার্ত, সব সময় উন্নতি করার জন্য উন্মুখ আছি। সব সময় বিশ্বাস করি আরও জোরে দৌড়াতে পারি। নিজের ওপর যেদিন এই বিশ্বাস থাকবে না, সেদিন আর ট্র্যাকেই নামব না।’
সবচেয়ে বেশি বয়সে ১০০ মিটার ইভেন্টে সোনা জেতার রেকর্ড ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেই গড়েছেন শেলি। এবার রেকর্ডটি আরও বাড়িয়ে নিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না এত কম সময়ে নিজেকে পোডিয়ামের সামনে দেখতে পারব। ৩৫ বছর বয়সে এসেও এমন পারফর্ম বাচ্চার মা হয়েও আশা করি বিশ্বের অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারব।’
এ ইভেন্টে ব্যক্তিগত রেকর্ড গড়েও দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শেরিকা জ্যাকসনকে। তিনি ১০.৭৩ সেকেন্ড নিয়েছেন দৌড় শেষ করতে। আর শেলি ও শেরিকার স্বদেশি এলেইনি থম্পসন-হেরা ব্রোঞ্জ জিতেছেন ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে। প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে কোনো দেশের নারী দৌড়বিদ একই ইভেন্টে একসঙ্গে তিনটি পদকই জিতেছেন। ১০০ মিটারে এমন রেকর্ড এক দিন আগেই গড়েছেন যুক্তরাষ্ট্রের পুরুষ দৌড়বিদেরা।
বয়স যে শুধু একটা সংখ্যা তা আবারও প্রমাণ করলেন শেলি-অ্যান-ফ্রেজার-প্রাইস। ২০২২ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন এই জ্যামাইকান দৌড়বিদ। ১০০ মিটারে পঞ্চমবারের মতো সোনা জিততে তিনি সময় নিয়েছেন রেকর্ড ১০.৬৭ সেকেন্ড।
শেলির জন্য শুধু বয়সই বাধা ছিল না সন্তান জন্মের পর ফিটনেস নিয়ে অ্যাথলেটিকসে নামাটাও ছিল একটি চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ এবার উতরে গিয়েছেন তিনি। দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি বলেছেন, ‘আমার অর্জিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপাগুলোর মধ্যে এটিই অন্যতম, কারণ ৩৫ বছর বয়সে এসে এই কীর্তি গড়েছি। হ্যাঁ, ৩৫-ই বলছি। যখনই সুস্থ থাকব, তখনই প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ক্ষুধার্ত, সব সময় উন্নতি করার জন্য উন্মুখ আছি। সব সময় বিশ্বাস করি আরও জোরে দৌড়াতে পারি। নিজের ওপর যেদিন এই বিশ্বাস থাকবে না, সেদিন আর ট্র্যাকেই নামব না।’
সবচেয়ে বেশি বয়সে ১০০ মিটার ইভেন্টে সোনা জেতার রেকর্ড ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেই গড়েছেন শেলি। এবার রেকর্ডটি আরও বাড়িয়ে নিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না এত কম সময়ে নিজেকে পোডিয়ামের সামনে দেখতে পারব। ৩৫ বছর বয়সে এসেও এমন পারফর্ম বাচ্চার মা হয়েও আশা করি বিশ্বের অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারব।’
এ ইভেন্টে ব্যক্তিগত রেকর্ড গড়েও দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শেরিকা জ্যাকসনকে। তিনি ১০.৭৩ সেকেন্ড নিয়েছেন দৌড় শেষ করতে। আর শেলি ও শেরিকার স্বদেশি এলেইনি থম্পসন-হেরা ব্রোঞ্জ জিতেছেন ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে। প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে কোনো দেশের নারী দৌড়বিদ একই ইভেন্টে একসঙ্গে তিনটি পদকই জিতেছেন। ১০০ মিটারে এমন রেকর্ড এক দিন আগেই গড়েছেন যুক্তরাষ্ট্রের পুরুষ দৌড়বিদেরা।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পরশু শুবমান গিলের নেতৃত্বে ভারত নামবে সমতায় ফেরাতে। সিরিজের চতুর্থ টেস্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভারত বেশ দুশ্চিন্তায় পড়েছে।
১২ মিনিট আগেসবার নজর ছিল প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব নোয়া লাইলসের ওপর। সেখানে ৯.৭৯ সেকেন্ড টাইমিং করা লাইলস ডায়মন্ড লিগের লন্ডন মিটে ট্র্যাকে নামার আগে বলেও ছিলেন, তিনি প্রস্তুতি। কিন্তু লন্ডনের ট্র্যাকে সবাইকে তাক লাগিয়ে সেরা হয়ে গেলেন ওব্লিক সেভিল।
৩৪ মিনিট আগেক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২ ঘণ্টা আগে