ক্রীড়া ডেস্ক
রোলাঁ গারোঁয় আরাইনা সাবালেঙ্কা হয়ে উঠেছেন রীতিমতো অপ্রতিরোধ্য! টেনিসের বিশ্বের এক নম্বর খেলোয়াড় ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টানা পাঁচ ম্যাচে কোনো সেটে হারেননি। আজ নারী এককে শেষ আটের লড়াইয়ে কিছুটা প্রতিরোধেরমুখে পড়তে হয়েছিল বেলারুশ তারকাকে। তবে শেষ পর্যন্ত বাধা টপকে অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের কিনওয়েন ঝেংকে ৭-৬ (৭-৩),৬-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সাবালেঙ্কা।
কোর্ট ফিলিপ শাত্রিয়েরে সাবালেঙ্কা যদিও সরাসরি দুই সেটে জয় পেয়েছেন, তবে বেশ লড়াই করেই জিততে হয়েছে। প্রথম সেটে জিততে ৬৮ মিনিট লড়াই করতে হয়েছিল তাঁকে। পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত লড়াকু মানসিকতা দেখিয়ে করেন প্রত্যাবর্তন। পরে টাইব্রেকারে নিষ্পত্তি ঘটে ৭-৬ (৭-৩) গেমে। দ্বিতীয় সেট অবশ্য সহজেই জিতে নেন।
প্যারিসে প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন সাবালেঙ্কা। শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও ধরা হচ্ছে তাঁকে। একটি সেটও না হেরে সেমিফাইনালে পৌঁছে সাবালেঙ্কা বললেন লড়াইটা সহজ ছিল না, ‘এটা ছিল সত্যিকারের একটা যুদ্ধ—আমি নিজেই জানি না কীভাবে প্রথম সেটে প্রত্যাবর্তন এলাম। কোর্টে যা কিছু আছে, সবকিছু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।’
আবারও ট্রফি জয়ের কথা উল্লেখ করে সাবালেঙ্কা বললেন, ‘আমরা সবাই এখানে একটাই লক্ষ্য নিয়ে এসেছি, সবাই সেই সুন্দর ট্রফিটা জিততে চায়। আমি খুব খুশি যে আবার একটা সুযোগ পেয়েছি, আরেকটা সেমিফাইনাল খেলতে পারছি—গতবারের চেয়ে এবার আরও ভালো করার জন্য।’ পরশু সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইগা শিয়োনতেক। ইউক্রেনের এলিনা স্বিতোলিনাকে ৬-১,৭-৫ গেমে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের তারকা।
রোলাঁ গারোঁয় আরাইনা সাবালেঙ্কা হয়ে উঠেছেন রীতিমতো অপ্রতিরোধ্য! টেনিসের বিশ্বের এক নম্বর খেলোয়াড় ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টানা পাঁচ ম্যাচে কোনো সেটে হারেননি। আজ নারী এককে শেষ আটের লড়াইয়ে কিছুটা প্রতিরোধেরমুখে পড়তে হয়েছিল বেলারুশ তারকাকে। তবে শেষ পর্যন্ত বাধা টপকে অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের কিনওয়েন ঝেংকে ৭-৬ (৭-৩),৬-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সাবালেঙ্কা।
কোর্ট ফিলিপ শাত্রিয়েরে সাবালেঙ্কা যদিও সরাসরি দুই সেটে জয় পেয়েছেন, তবে বেশ লড়াই করেই জিততে হয়েছে। প্রথম সেটে জিততে ৬৮ মিনিট লড়াই করতে হয়েছিল তাঁকে। পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত লড়াকু মানসিকতা দেখিয়ে করেন প্রত্যাবর্তন। পরে টাইব্রেকারে নিষ্পত্তি ঘটে ৭-৬ (৭-৩) গেমে। দ্বিতীয় সেট অবশ্য সহজেই জিতে নেন।
প্যারিসে প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন সাবালেঙ্কা। শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও ধরা হচ্ছে তাঁকে। একটি সেটও না হেরে সেমিফাইনালে পৌঁছে সাবালেঙ্কা বললেন লড়াইটা সহজ ছিল না, ‘এটা ছিল সত্যিকারের একটা যুদ্ধ—আমি নিজেই জানি না কীভাবে প্রথম সেটে প্রত্যাবর্তন এলাম। কোর্টে যা কিছু আছে, সবকিছু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।’
আবারও ট্রফি জয়ের কথা উল্লেখ করে সাবালেঙ্কা বললেন, ‘আমরা সবাই এখানে একটাই লক্ষ্য নিয়ে এসেছি, সবাই সেই সুন্দর ট্রফিটা জিততে চায়। আমি খুব খুশি যে আবার একটা সুযোগ পেয়েছি, আরেকটা সেমিফাইনাল খেলতে পারছি—গতবারের চেয়ে এবার আরও ভালো করার জন্য।’ পরশু সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইগা শিয়োনতেক। ইউক্রেনের এলিনা স্বিতোলিনাকে ৬-১,৭-৫ গেমে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের তারকা।
প্রথম দুই ম্যাচ হেরে ধবলধোলাই হওয়ার খুব কাছাকাছি এসে পড়েছিল বাংলাদেশ। এই অবস্থায় করণীয় ছিল একটাই—নিজেদের নিংড়ে দিয়ে খেলা। কিন্তু বাংলাদেশ দলের বাজে এই সিরিজের শেষটাও হলো বাজেভাবে। কাল ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হেরেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে আজ একমাত্র গোলটি এসেছে রাকিব হোসেনের পা থেকে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। দুটো ম্যাচই রাকিবকে শেষ করতে হয়েছে আক্ষেপ নিয়ে। কারণ বাংলাদেশ যে জয়ের স্বাদ পায়নি।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
৪ ঘণ্টা আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
৫ ঘণ্টা আগে