Ajker Patrika

জার্সির দাম ১১ কোটি ৬৩ লাখ টাকা

আপডেট : ১০ মে ২০২১, ১৫: ৪৪
জার্সির দাম ১১ কোটি ৬৩ লাখ টাকা

ঢাকা: ৩৮ বছরের পুরনো জার্সির দাম উঠেছে ১৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ১১ কোটি ৬৩ লাখ)। কী, চমকে যাচ্ছেন! চমকাবেন না, আসল ঘটনা শুনুন। পরশু নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ১৯৮২-৮৩ মৌসুমের একটি জার্সির নিলামে দাম উঠেছে ১১ কোটি ৬৩ লাখ টাকা। যা তাঁর আগের রেকর্ড দামে বিক্রি হওয়া জার্সির চেয়েও তিনগুণ বেশি।

এই জার্সি পরেই তিনি নর্থ ক্যারোলিনার টার হিলস ক্লাবকে ১৯৮২ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছিলেন। হেরিটেজ ক্রীড়া নিলামের পরিচালক ক্রিস আইভি এক বিবৃতিতে জানিয়েছে, জর্ডানের জার্সির দাম এত উঠেছে দেখে খুব ভালো লাগছে।

এই জার্সিটিই ১৯৯৯ সালে নিলামে তোলা হয়েছিল। তখন এর দাম উঠেছিল ৬৩,৫০০ মার্কিন ডলার (বাংলাদেশি ৫৩ লাখ ৪২ হাজার টাকা)। গত বছর জর্ডানের আরেকটি জার্সি বিক্রি হয়েছিল ৪৮০০০০ ডলারে (৪ কোটি ৪ লাখ টাকা)। সেটি পরে ১৯৮৬-৮৭ সালে শিকাগো বুলসের হয়ে ছয়টি শিরোপা জিতেছিলেন তিনি।

বিষয়:

অন্য খেলা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত