Ajker Patrika

সার্চ কমিটির ‘ম্যারাথন সভা’ চলছেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৯: ৪২
সার্চ কমিটির ‘ম্যারাথন সভা’ চলছেই

সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা গত সপ্তাহে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, দ্রুতই তাঁরা কয়েকটি ফেডারেশনে অ্যাডহক কমিটি করে দেবেন। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন কমিটির দেখা নেই। উল্টো বিভিন্ন ফেডারেশনের সঙ্গে ম্যারাথন সভা করাতেই যেন মন দিয়েছে সার্চ কমিটি। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে আরও ২৫টি ফেডারেশনকে ডেকেছে এই বিশেষ কমিটি। মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে শুরু হবে সেই সভা, চলবে ২২ অক্টোবর পর্যন্ত। 

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে নামে স্থবিরতা। ফুটবল, ক্রিকেট আর কয়েকটি খেলা ছাড়া বাকি খেলাগুলো একেবারে বন্ধ। এই স্থবিরতা কাটাতে কাজ করছে ক্রীড়াঙ্গনে সংস্কারের দায়িত্বে থাকা সার্চ কমিটি। দ্রুতই এই স্থবিরতা কাটিয়ে নতুন কমিটি দেওয়া তাদের মূল লক্ষ্য হলেও আপাতত ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেই ব্যস্ত সময় পার করছেন তাঁরা। 

প্রথম পর্যায়ে ৯টি ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে সার্চ কমিটি। যেখানে তিন দফায় হকি, বিলিয়ার্ড-স্নুকার, দাবা, অ্যাথলেটিকস, কাবাডি, স্কোয়াশ, টেনিস, ফেন্সিং ও ব্রিজ ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে তারা। এরপর আরও পাঁচ ধাপে ১৫ ফেডারেশনের সঙ্গে বসে সার্চ কমিটি। যেখানে সভা হয় বাস্কেটবল, টেবিল টেনিস, ভারোত্তোলন, সাঁতার, উশু, বক্সিং, ভলিবল, রোলার স্কেটিং, শুটিং, জুডো, কারাতে, তায়কোয়ান্দো, রোইং, রেসলিং এবং শরীর গঠন ফেডারেশনের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত