Ajker Patrika

সংস্কার চললেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কাটেনি স্থবিরতা

জহির উদ্দিন মিশু, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১২: ৩৭
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্থবিরতা কাটেনি এখনো। ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্থবিরতা কাটেনি এখনো। ছবি: সংগৃহীত

১০০ দিন পার করেছে অন্তর্বর্তী সরকার। এই সময়ে দেশের অন্য খাতের সঙ্গে ক্রীড়াঙ্গনও ছিল বেশ আলোচিত। গত ১০০ দিনে কী কী পরিবর্তন এসেছে ক্রীড়াঙ্গনে, সেগুলো দেখতেই এই আয়োজন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে লাগে সংস্কারের ছোঁয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দেন, সিস্টেমের সংস্কার করবেন। বিগত সময়ের দলীয়করণ, টেন্ডারবাজি, ক্রীড়া সংস্থাগুলোয় জেঁকে বসা একনায়কতন্ত্রের ধারা বাতিল করার উদ্যোগ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর গতকাল নিজের দপ্তরে ১০০ দিনের কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই কদিনে কত দূর কী করতে পেরেছেন, মূল্যায়নের ভারটা জনগণ ও ক্রীড়াপ্রেমীদের হাতেই তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমরা বিভিন্ন ফেডারেশনের জবাবদিহি নিশ্চিত করছি। আমাদের জবাবদিহি জনগণের কাছে। কেমন কাজ করেছি, এটা জনগণ মূল্যায়ন করবে।’

গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এর ঠিক দুই সপ্তাহের মধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জেলা-বিভাগ, উপজেলা ক্রীড়া সংস্থা এবং জেলা-বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়া হয়। একযোগে ৪২ ফেডারেশন বা অ্যাসোসিয়েশন সভাপতিদের অব্যাহতি দেওয়া হয়। দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থা বিসিবিতেও আসে বড় রদবদল। দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডে রাজত্ব করা নাজমুল হাসান পাপন ক্ষমতার পরিবর্তনের পরই আত্মগোপনে চলে যান। সেখানে নামে কিছুটা স্থবিরতা। তবে ক্রীড়া উপদেষ্টার উদ্যোগে ক্রিকেট বোর্ডের শূন্যতা দ্রুতই পূরণ হয়। বিসিবি সভাপতি হিসেবে পাপনের পদত্যাগের পর সাবেক জাতীয় অধিনায়ক ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় পরিচালক মনোনীত করা হয়। এরপর বিসিবির সভায় উপস্থিত পরিচালকেরা তাঁকে সভাপতি নির্বাচিত করেন। কাল আসিফ মাহমুদ বিসিবির পরিবর্তন নিয়ে বলেছেন, ‘যখন আমি দায়িত্ব নিয়েছিলাম, তখন বিসিবির লোকজন খুঁজেই পাওয়া যাচ্ছিল না! আগের চেয়ে সেখানে এখন কিছুটা স্বাভাবিক অবস্থা রয়েছে। তবে এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। তবে নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। সেটা করতে হলে জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন প্রয়োজন রয়েছে। সেটি প্রক্রিয়াধীন রয়েছে।’

বিসিবির পাশাপাশি বাফুফেতেও আসে বড় ধরনের পরিবর্তন। ১৬ বছর সভাপতি থাকার পর নির্বাচন না করার সিদ্ধান্ত নেন কাজী সালাহউদ্দিন। গত ২৬ অক্টোবর ভোটের লড়াইয়ে নতুন সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। দেশের বাকি ৫৩ ফেডারেশনের সংস্কারে গঠন করা হয় সার্চ কমিটি। তারা ক্রীড়াঙ্গনের মানুষদের গুরুত্ব দিয়ে একটানা যাঁরা অতীতে ফেডারেশনগুলোতে দাপট দেখিয়েছিলেন, তাঁদের ছেঁটে নতুন করে কমিটি সাজানোর কাজটা করছেন। যদিও তাঁদের কিছু কিছু কাজ নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ক্রীড়া উপদেষ্টা বলছেন, সেগুলো প্রয়োজনে আরেকবার পর্যালোচনা করা হবে, ‘সার্চ কমিটি আমাদের কাছে কমিটির সুপারিশ করে। পরে আমরা সেটা পর্যালোচনা করি। ইতিমধ্যে একটি (কাবাডি) কমিটি সংশোধন করা হয়েছে। এমন পাওয়া গেলে আরও সংশোধন আসবে।’

গত ১০০ দিন ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যোগের পাশাপাশি কিছু সাফল্যও এসেছে। মেয়েদের সাফ জয়, অনূর্ধ্ব-২০ ফুটবল দলের দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার সঙ্গে দুদিন আগে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। ক্রিকেটে ব্যর্থতার পাল্লা ভারী হলেও পাকিস্তানের মাঠে পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করা ছিল বাংলাদেশের বড় অর্জন।

সংস্কারের উদ্যোগ নিলেও ক্রীড়াঙ্গনে পুরো স্থবিরতা কাটতে এখনো সময় লাগছে। ক্রিকেট-ফুটবল ছাড়া অন্য ক্রীড়া সংস্থাগুলোয় এখনো স্বাভাবিকতা আসেনি। ক্রীড়া উপদেষ্টা আশাবাদী, দ্রুততম সময়ে এই অঙ্গনের প্রতিটি ক্ষেত্রে স্থবিরতা কেটে স্বাভাবিক অবস্থা ফিরবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত