Ajker Patrika

পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিল বিশ্ব তায়কোয়ান্দো সংস্থা

আপডেট : ০১ মার্চ ২০২২, ১২: ৪৫
পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিল বিশ্ব তায়কোয়ান্দো সংস্থা

ইউক্রেনে হামলার পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। একের পর এক দেশ ও সংস্থা পুতিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়াকে অর্থনৈতিকভাবে বর্জনের ডাক দিচ্ছে।  

সেই রেশ ধরে এবার পুতিনের থেকে সম্মানসূচক তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়া হয়েছে। ২০১৩ সালে রুশ প্রেসিডেন্টকে এই সম্মাননা দেওয়া হয়েছিল।

খেলাটির নিয়ন্ত্রক সংস্থা বিশ্ব তায়কোয়ান্দো ফেডারেশন পুতিনের ব্ল্যাক বেল্ট ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতিতে লিখেছে, ‘ইউক্রেনে নিরীহ মানুষের ওপর ঘৃণ্য আক্রমণের প্রতিবাদ করছি আমরা। এ কারণে ভ্লাদিমির পুতিনের নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করা হচ্ছে। আমাদের আশা দ্রুত সমস্যার সমাধান হবে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে। ফেডারেশন আরও সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়া ও বেলারুশে তায়কোয়ান্দোর কোনো ইভেন্ট আয়োজনকে স্বীকৃতি দেওয়া হবে না। সেই সঙ্গে বিশ্ব তায়কোয়ান্দো অনুষ্ঠানে রাশিয়া ও বেলারুশের জাতীয় পতাকা দেখানো ও জাতীয় সংগীত শোনানো হবে না। আমরা সহিষ্ণু ও সম্মানের পক্ষে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করেছে রাশিয়া। পুতিনের নৃশংসতায় তছনছ হয়ে গেছে ইউক্রেনের একাংশ। যুদ্ধ চলকালীন অবস্থাতেই গতকাল বেলারুশ সীমান্তে দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে বসে। তবে সুখবর আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত