নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশের হকির স্বর্ণযুগের প্রধান কারিগর ছিলেন তিনি। দেশের হকি আজ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে, স্বপ্নদ্রষ্টাও বলা যায় তাঁকে। এক প্রকার নীরবেই পৃথিবীকে বিদায় জানালেন বাংলাদেশ হকির কিংবদন্তি শামসুল বারী।
আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন শামসুল বারী। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। নেগেটিভও হয়েছিলেন। তবে পুরোপুরি সুস্থ হওয়া হয়নি। দুপুরে জোহরের নামাজের পর প্রিয় প্রাঙ্গণ মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে হয়েছে তাঁর জানাজা।
স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছেন শামসুল বারী । স্বাধীনতার পর খেলেছেন আবাহনীসহ একাধিক ক্লাবে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাবধারী খেলোয়াড়। ১৯৭৮ সালে অবসরের হয়েছেন হকি সংগঠক।
দেশের হকি তার সেরা সময়টা পার করেছে শামসুল বারীর হাত ধরেই। ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। ১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত রেকর্ড ১৮ বছর দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক হিসেবে। আর্টিফিশিয়াল টার্ফ সংযোজনসহ মাওলানা ভাসানী স্টেডিয়ামের অধিকাংশ অবকাঠামো গড়ে তুলতে পরিশ্রম করে গেছেন নিরলস।
সংগঠক হিসেবে শামসুল বারী ছিলেন বড় উদার। তাঁর সময়ে খেলোয়াড়দের যেকোনো প্রয়োজনে সম্পাদকের দুয়ার সব সময় ছিল খোলা। মাঠে আসতেন সবার আগে। বের হতেন সবার শেষে। নিয়মিত লিগ আয়োজন করতেন। শামসুল বারী সরে দাঁড়ানোর পরপরই মূলত ভেঙে পড়ে হকির লিগ কাঠামো। ১৫ বছর আগে দুর্ঘটনায় হাঁটাচলা সীমিত হয়ে পড়লেও নিয়মিত খোঁজ নিতেন হকির। কিছুদিন আগে একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েন শোকে। এর মাঝে আক্রান্ত হলেন করোনা। এমন এক সংগঠক দেশের হকি আর পাবে কি না তা নিয়ে সংশয় আছে সাবেক খেলোয়াড়-সংগঠকদেরই।
ঢাকা: বাংলাদেশের হকির স্বর্ণযুগের প্রধান কারিগর ছিলেন তিনি। দেশের হকি আজ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে, স্বপ্নদ্রষ্টাও বলা যায় তাঁকে। এক প্রকার নীরবেই পৃথিবীকে বিদায় জানালেন বাংলাদেশ হকির কিংবদন্তি শামসুল বারী।
আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন শামসুল বারী। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। নেগেটিভও হয়েছিলেন। তবে পুরোপুরি সুস্থ হওয়া হয়নি। দুপুরে জোহরের নামাজের পর প্রিয় প্রাঙ্গণ মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে হয়েছে তাঁর জানাজা।
স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছেন শামসুল বারী । স্বাধীনতার পর খেলেছেন আবাহনীসহ একাধিক ক্লাবে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাবধারী খেলোয়াড়। ১৯৭৮ সালে অবসরের হয়েছেন হকি সংগঠক।
দেশের হকি তার সেরা সময়টা পার করেছে শামসুল বারীর হাত ধরেই। ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। ১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত রেকর্ড ১৮ বছর দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক হিসেবে। আর্টিফিশিয়াল টার্ফ সংযোজনসহ মাওলানা ভাসানী স্টেডিয়ামের অধিকাংশ অবকাঠামো গড়ে তুলতে পরিশ্রম করে গেছেন নিরলস।
সংগঠক হিসেবে শামসুল বারী ছিলেন বড় উদার। তাঁর সময়ে খেলোয়াড়দের যেকোনো প্রয়োজনে সম্পাদকের দুয়ার সব সময় ছিল খোলা। মাঠে আসতেন সবার আগে। বের হতেন সবার শেষে। নিয়মিত লিগ আয়োজন করতেন। শামসুল বারী সরে দাঁড়ানোর পরপরই মূলত ভেঙে পড়ে হকির লিগ কাঠামো। ১৫ বছর আগে দুর্ঘটনায় হাঁটাচলা সীমিত হয়ে পড়লেও নিয়মিত খোঁজ নিতেন হকির। কিছুদিন আগে একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েন শোকে। এর মাঝে আক্রান্ত হলেন করোনা। এমন এক সংগঠক দেশের হকি আর পাবে কি না তা নিয়ে সংশয় আছে সাবেক খেলোয়াড়-সংগঠকদেরই।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
১ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪২ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে