Ajker Patrika

এশিয়া কাপের শেষ ষোলোতে রোমান-রুবেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫: ৩৯
এশিয়া কাপের শেষ ষোলোতে রোমান-রুবেল

বাছাইপর্বে ছেলেদের রিকার্ভ ইভেন্টে কম-বেশি ভালো করেছিলেন বাংলাদেশের চার তিরন্দাজ। এলিমিনেশন রাউন্ডে আসতেই বাদ পড়ে গেলেন দুজন। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং স্টেজ-১ টুর্নামেন্টের শেষ ষোলোতে অবশ্য জায়গা করে নিয়েছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল।

ছেলেদের রিকার্ভ এককে ৩২ তিরন্দাজের মধ্যে ৬৫৩ স্কোর করে সপ্তম হয়েছিলেন রোমান। ৬৪৪ স্কোর করে সাগর ইসলাম নবম, ৬৪৩ স্কোরে রামকৃষ্ণ সাহা ১১ ও ৬৩৬ স্কোরে রুবেল হয়েছিলেন ১৫তম।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এলিমিনেশন রাউন্ড থেকে বাদ পড়ে গেছেন সাগর ও রামকৃষ্ণ সাহা। ফিলিপাইনের নাইজেল গার্সিয়াকে ৬-৪ সেটে হারিয়েছেন রোমান। থাইল্যান্ডের পান্থকর্ন চাইসিলিপের বিপক্ষে সরাসরি ৬-০ সেটে জিতেছেন রুবেল।

আগামী পরশু বৃহস্পতিবার ইরানের শাবানি রেজার বিপক্ষে খেলবেন রোমান সানা। রুবেল খেলবেন কাজাখস্তানের সানজার মুসায়েভের বিপক্ষে।

একই দিনে নারীদের কম্পাউন্ড ইভেন্টেও শেষ ষোলোতে উঠেছেন বাংলাদেশের দুই তিরন্দাজ রোকসানা আক্তার ও শ্যামলী রায়। ১৪২-১৪০ স্কোরে সিঙ্গাপুরের লি ম্যাডেলিনকে হারিয়েছেন রোকসানা। মালয়েশিয়ার কায়ালভিলিকে ১৪০-১৩৮ স্কোরে হারিয়েছেন শ্যামলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত