নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কমনওয়েলথ গেমসে বাংলাদেশি বক্সারদের দুর্ভাগ্য পিছুই ছাড়ছে না। ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথে কর্মকর্তাদের ভুলে রিংয়ে নামাই হয়নি বক্সারদের। চার বছর পর আবারও দুর্ভাগ্যের শিকার বাংলাদেশি বক্সার সুরকৃষ্ণ চাকমা।
৬০-৬৩.৫ কেজি লাইট ওয়েট শ্রেণিতে আজ ফিজির ইলিয়া রোকোবুলির বিপক্ষে রিংয়ে নামার কথা ছিল সুরকৃষ্ণ চাকমার। হঠাৎ করে সকালে রক্তেরচাপ বেড়ে যাওয়ায় রিংয়ে আর নামাই হয়নি দেশসেরা বক্সারের।
দলীয় চিকিৎসক শফিকুর রহমান জানিয়েছেন, ইভেন্টের দিন অর্থাৎ আজ সকালে রুটিন মেডিকেল পরীক্ষায় সুরকৃষ্ণের উচ্চরক্তচাপ ধরা পড়ে। এরপর ১৫-২০ মিনিট বিশ্রাম দিয়ে আবারও পরীক্ষায় প্রেশার বেশি আসায় সুরকৃষ্ণকে খেলার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা করে রক্তচাপের পরিমাণ বেশি পেয়েছেন।
শফিকুর রহমান বলেন, এর এক ঘণ্টা পর থেকেই ওর প্রেশার কমতে শুরু করে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তবে গেমসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগে মেডিকেল টেস্টে উত্তীর্ণ করতে হয়। সুরকৃষ্ণ সেই পরীক্ষায় উতরাতে পারেননি।
দ্বিতীয়বারের মতো কমনওয়েলথে খেলতে এসেছিলেন সুরকৃষ্ণ। ভাঙা মন নিয়ে নিজের ইভেন্টের খেলা দেখে দেশের প্রথম পেশাদার বক্সার জানালেন, ‘ঘুম থেকে উঠে নাশতা করে মেডিকেল টেস্ট যখন দিই, তখন কোনো সমস্যা হয়নি আমার। অথচ প্রেশার মেপে ডাক্তাররা বেশি পেয়েছেন। এটা দুর্ভাগ্য না তো কী? কোনো স্নায়ু সমস্যা কাজ করেনি আমার মধ্যে। গত রাতে ভালো ঘুম না হওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে।’
কমনওয়েলথ গেমসে বাংলাদেশি বক্সারদের দুর্ভাগ্য পিছুই ছাড়ছে না। ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথে কর্মকর্তাদের ভুলে রিংয়ে নামাই হয়নি বক্সারদের। চার বছর পর আবারও দুর্ভাগ্যের শিকার বাংলাদেশি বক্সার সুরকৃষ্ণ চাকমা।
৬০-৬৩.৫ কেজি লাইট ওয়েট শ্রেণিতে আজ ফিজির ইলিয়া রোকোবুলির বিপক্ষে রিংয়ে নামার কথা ছিল সুরকৃষ্ণ চাকমার। হঠাৎ করে সকালে রক্তেরচাপ বেড়ে যাওয়ায় রিংয়ে আর নামাই হয়নি দেশসেরা বক্সারের।
দলীয় চিকিৎসক শফিকুর রহমান জানিয়েছেন, ইভেন্টের দিন অর্থাৎ আজ সকালে রুটিন মেডিকেল পরীক্ষায় সুরকৃষ্ণের উচ্চরক্তচাপ ধরা পড়ে। এরপর ১৫-২০ মিনিট বিশ্রাম দিয়ে আবারও পরীক্ষায় প্রেশার বেশি আসায় সুরকৃষ্ণকে খেলার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা করে রক্তচাপের পরিমাণ বেশি পেয়েছেন।
শফিকুর রহমান বলেন, এর এক ঘণ্টা পর থেকেই ওর প্রেশার কমতে শুরু করে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তবে গেমসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগে মেডিকেল টেস্টে উত্তীর্ণ করতে হয়। সুরকৃষ্ণ সেই পরীক্ষায় উতরাতে পারেননি।
দ্বিতীয়বারের মতো কমনওয়েলথে খেলতে এসেছিলেন সুরকৃষ্ণ। ভাঙা মন নিয়ে নিজের ইভেন্টের খেলা দেখে দেশের প্রথম পেশাদার বক্সার জানালেন, ‘ঘুম থেকে উঠে নাশতা করে মেডিকেল টেস্ট যখন দিই, তখন কোনো সমস্যা হয়নি আমার। অথচ প্রেশার মেপে ডাক্তাররা বেশি পেয়েছেন। এটা দুর্ভাগ্য না তো কী? কোনো স্নায়ু সমস্যা কাজ করেনি আমার মধ্যে। গত রাতে ভালো ঘুম না হওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে।’
বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সাবলীলভাবে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বাংলাদেশের ইনিংসে হঠাৎই নামে ধস।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হয়েছে আজ। মিরপুরে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে বৃষ্টির বাগড়ায় মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করার পরই থেমে যায় খেলা। রূপগঞ্জ টস জিতে ফিল্ডিং নিয়েছিল। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট..
২ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
২ ঘণ্টা আগেকরাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৩ ঘণ্টা আগে