নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশের আর্চারদের সামনে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টের তাড়া। তবে বাস্তবতা হচ্ছে দেশের বাইরে গেলে বিশেষ করে ইউরোপে গেলেই হিমশিম খান বাংলাদেশের তিরন্দাজেরা।
সুইজারল্যান্ড, ফ্রান্স। এরপর তুরস্ক হয়ে যুক্তরাষ্ট্র। ভাগ্য সহায় থাকলে মাঝে টোকিও অলিম্পিক। প্রথম দুই দেশে বিশ্বকাপ। তুরস্কে ইসলামি সলিডারিটি গেমস। আর মার্কিন মুলুকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সবগুলো দেশেই লড়তে হবে আর্চারদের। আর এই ব্যস্ততার শুরুটা সুইজারল্যান্ডে।
টোকিও অলিম্পিকে খেলতে হলে সুইজারল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপে ভালো কিছু করতে হবে রিকার্ভ আর্চারদের। অলিম্পিকে আর্চারি বলতে শুধু রিকার্ভ ইভেন্টকেই বোঝায়। দলগত ও মিক্স ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারলে সুযোগ থাকবে সরাসরি কোয়ালিফাই করার। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারলে সুযোগ থাকবে ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার। একক ইভেন্টে কেবল রোমান সানাই সরাসরি খেলার সুযোগ পেয়েছেন টোকিও অলিম্পিকে।
বিশ্বকাপে খেললেও অলিম্পিকে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশ গেমসে কম্পাউন্ড ইভেন্টে রেকর্ডধারী অসীম কুমার দাসের। এই ইভেন্টে বাংলাদেশ থেকে শুধু তিনিই খেলবেন সুইজারল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপে। ৭০৪ স্কোরে দেশে রেকর্ড গড়লেও আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ফল দিয়ে পদক জেতা একপ্রকার অসম্ভব, বলছেন অসীম নিজেই। ‘গুয়েতেমালা সিটিতে এখন একটা বিশ্বকাপ চলছে। কম্পাউন্ড ইভেন্টে যিনি সোনা জিতেছেন তাঁর স্কোর ৭১১। যিনি রূপা জিতেছেন তাঁর অতীতে ৭১৭ পর্যন্ত স্কোর গড়ার কীর্তি আছে। সত্যিটা হচ্ছে, আমাদের জন্য ইউরোপে ভালো করা বেশ কঠিন। বিশেষ করে সুইজারল্যান্ডে।’
কিন্তু কেন সুইজারল্যান্ডে কঠিন? অসীম সেটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সেখানকার বাতাস আমাদের দেশের চেয়ে চার গুণ বেশি। হুটহাট ঠান্ডা পড়ে। আর আমরা যেখানে অনুশীলন করি (টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম) সেখানে বাতাস নেই বললেই চলে। রিকার্ভ-কম্পাউন্ড, সব ক্ষেত্রেই তাই ইউরোপে ভালো করা কঠিন।’
ঢাকা: বাংলাদেশের আর্চারদের সামনে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টের তাড়া। তবে বাস্তবতা হচ্ছে দেশের বাইরে গেলে বিশেষ করে ইউরোপে গেলেই হিমশিম খান বাংলাদেশের তিরন্দাজেরা।
সুইজারল্যান্ড, ফ্রান্স। এরপর তুরস্ক হয়ে যুক্তরাষ্ট্র। ভাগ্য সহায় থাকলে মাঝে টোকিও অলিম্পিক। প্রথম দুই দেশে বিশ্বকাপ। তুরস্কে ইসলামি সলিডারিটি গেমস। আর মার্কিন মুলুকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সবগুলো দেশেই লড়তে হবে আর্চারদের। আর এই ব্যস্ততার শুরুটা সুইজারল্যান্ডে।
টোকিও অলিম্পিকে খেলতে হলে সুইজারল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপে ভালো কিছু করতে হবে রিকার্ভ আর্চারদের। অলিম্পিকে আর্চারি বলতে শুধু রিকার্ভ ইভেন্টকেই বোঝায়। দলগত ও মিক্স ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারলে সুযোগ থাকবে সরাসরি কোয়ালিফাই করার। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারলে সুযোগ থাকবে ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়ার। একক ইভেন্টে কেবল রোমান সানাই সরাসরি খেলার সুযোগ পেয়েছেন টোকিও অলিম্পিকে।
বিশ্বকাপে খেললেও অলিম্পিকে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশ গেমসে কম্পাউন্ড ইভেন্টে রেকর্ডধারী অসীম কুমার দাসের। এই ইভেন্টে বাংলাদেশ থেকে শুধু তিনিই খেলবেন সুইজারল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপে। ৭০৪ স্কোরে দেশে রেকর্ড গড়লেও আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ফল দিয়ে পদক জেতা একপ্রকার অসম্ভব, বলছেন অসীম নিজেই। ‘গুয়েতেমালা সিটিতে এখন একটা বিশ্বকাপ চলছে। কম্পাউন্ড ইভেন্টে যিনি সোনা জিতেছেন তাঁর স্কোর ৭১১। যিনি রূপা জিতেছেন তাঁর অতীতে ৭১৭ পর্যন্ত স্কোর গড়ার কীর্তি আছে। সত্যিটা হচ্ছে, আমাদের জন্য ইউরোপে ভালো করা বেশ কঠিন। বিশেষ করে সুইজারল্যান্ডে।’
কিন্তু কেন সুইজারল্যান্ডে কঠিন? অসীম সেটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সেখানকার বাতাস আমাদের দেশের চেয়ে চার গুণ বেশি। হুটহাট ঠান্ডা পড়ে। আর আমরা যেখানে অনুশীলন করি (টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম) সেখানে বাতাস নেই বললেই চলে। রিকার্ভ-কম্পাউন্ড, সব ক্ষেত্রেই তাই ইউরোপে ভালো করা কঠিন।’
রুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৩১ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগেমালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি।
২ ঘণ্টা আগে