Ajker Patrika

দেশের ক্রীড়া স্থাপনায় ভাড়া নিয়ে নৈরাজ্য, খতিয়ে দেখছে এনএসসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৯
দেশের ক্রীড়া স্থাপনায় ভাড়া নিয়ে নৈরাজ্য, খতিয়ে দেখছে এনএসসি

দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনার ভাড়া নিয়ে রীতিমতো নৈরাজ্য চলছে। অতীতে বিভিন্ন সময়ে ভাড়া পুনর্নির্ধারণের কথা শোনা গেলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবার বিষয়টি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নজরে আসার পর জাতীয় ক্রীড়া পরিষদও আটঘাট বেঁধে নেমেছে। আজ এক চিঠিতে এনএসসির পক্ষ থেকে জানানো হয়, দ্রুতই এই ভাড়া নৈরাজ্য খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে। 

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, কী প্রক্রিয়ার দোকানগুলোর লিজ বরাদ্দ হয়, কারা বরাদ্দ দেয়, কারা বরাদ্দ পেয়েছে এবং জাতীয় ক্রীড়া পরিষদের লাভ কী—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে জাতীয় ক্রীড়া পরিষদ। 

মূলত জাতীয় ক্রীড়া পরিষদের আয়টা আসে ঢাকার আটটি ক্রীড়া অবকাঠামো থেকে। এগুলো হলো—বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন সুপারমার্কেট, ভলিবল স্টেডিয়াম, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামের আউটার মার্কেট, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-সংলগ্ন সুইমিংপুল মার্কেট এবং কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। এসব অবকাঠামোতে ১০৭৪টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। 

এসব অবকাঠামো থেকে অর্জিত অর্থ নয়ছয় হয়েছে গত কয়েক বছর। সাম্প্রতিক সময়ে একাধিক গণমাধ্যমে সে খবর ফলাও করে ছাপানো হয়। ওই সব প্রতিবেদনে উঠে আসে ভাড়া নৈরাজ্যের ভয়ংকর সব তথ্য। দেখা যায়, জাতীয় ক্রীড়া পরিষদ ভাড়া বাবদ যে অর্থ পাচ্ছে, তার চেয়ে কয়েক গুণ ভাড়া যাচ্ছে লিজ দেওয়া পক্ষের পকেটে। এতে করে প্রতিবছর মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত