নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অধীর অপেক্ষায় ছিল দেশ। বিশ্বকাপের সোনা আসবে ঘরে। সুইজারল্যান্ডে বাজবে জাতীয় সংগীত। উড়বে লাল–সবুজ পতাকা। স্বপ্নটা পূরণ হয়নি। আজ আর্চারি বিশ্বকাপে রোমান সানা-দিয়া সিদ্দিকী রানার্সআপ হয়েছেন।
সুইজারল্যান্ডের লুজানের ওয়ার্ল্ড আর্চারি এক্সেলেন্স সেন্টারে আর্চারি বিশ্বকাপ রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। বাংলাদেশের দুই তিরন্দাজ রোমান-দিয়া নিজেদের সেরাটা আজ দিতে পারেননি। র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নেদারল্যান্ডসের ফন ডেন বার্গ ও সোলেসার গ্যাব্রিয়েলা জুটির কাছে ৫-১ সেটে হেরে গেছেন তাঁরা। পাঁচ সেটের খেলা নিষ্পত্তি হয়েছে তিন সেটেই।
প্রথম সেটে বাজে শুরুর পর দ্বিতীয় সেটে ড্র করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন রোমান-দিয়া। দুই দলই পেয়েছে সমান ৩৫ পয়েন্ট। তৃতীয় সেটে নেদারল্যান্ডসের দুই তিরন্দাজ পেয়েছেন ৩৭ পয়েন্ট (১০, ৮, ১০, ৯)। রোমান ও দিয়ার পয়েন্ট ৩৪ পয়েন্ট (৮, ৮, ৯, ৯)।
সোনার লড়াইয়ে হেরে হতাশা থাকলেও রুপা জিতে তৃপ্ত দেশসেরা তিরন্দাজরা। হারের পেছনে নিজেদের অভিজ্ঞতার ঘাটতিকেই দুষছেন দিয়া সিদ্দিকী। গত বৃহস্পতিবার স্পেন-জার্মানিদের মতো বড় প্রতিপক্ষকে হারিয়ে রিকার্ভ ইভেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ। এটাই ছিল আর্চারিতে বাংলাদেশের প্রথমবারের মতো ফাইনালে ওঠা। এই অর্জনও কম কী!
ঢাকা: অধীর অপেক্ষায় ছিল দেশ। বিশ্বকাপের সোনা আসবে ঘরে। সুইজারল্যান্ডে বাজবে জাতীয় সংগীত। উড়বে লাল–সবুজ পতাকা। স্বপ্নটা পূরণ হয়নি। আজ আর্চারি বিশ্বকাপে রোমান সানা-দিয়া সিদ্দিকী রানার্সআপ হয়েছেন।
সুইজারল্যান্ডের লুজানের ওয়ার্ল্ড আর্চারি এক্সেলেন্স সেন্টারে আর্চারি বিশ্বকাপ রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। বাংলাদেশের দুই তিরন্দাজ রোমান-দিয়া নিজেদের সেরাটা আজ দিতে পারেননি। র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নেদারল্যান্ডসের ফন ডেন বার্গ ও সোলেসার গ্যাব্রিয়েলা জুটির কাছে ৫-১ সেটে হেরে গেছেন তাঁরা। পাঁচ সেটের খেলা নিষ্পত্তি হয়েছে তিন সেটেই।
প্রথম সেটে বাজে শুরুর পর দ্বিতীয় সেটে ড্র করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন রোমান-দিয়া। দুই দলই পেয়েছে সমান ৩৫ পয়েন্ট। তৃতীয় সেটে নেদারল্যান্ডসের দুই তিরন্দাজ পেয়েছেন ৩৭ পয়েন্ট (১০, ৮, ১০, ৯)। রোমান ও দিয়ার পয়েন্ট ৩৪ পয়েন্ট (৮, ৮, ৯, ৯)।
সোনার লড়াইয়ে হেরে হতাশা থাকলেও রুপা জিতে তৃপ্ত দেশসেরা তিরন্দাজরা। হারের পেছনে নিজেদের অভিজ্ঞতার ঘাটতিকেই দুষছেন দিয়া সিদ্দিকী। গত বৃহস্পতিবার স্পেন-জার্মানিদের মতো বড় প্রতিপক্ষকে হারিয়ে রিকার্ভ ইভেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ। এটাই ছিল আর্চারিতে বাংলাদেশের প্রথমবারের মতো ফাইনালে ওঠা। এই অর্জনও কম কী!
রুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৩২ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগেমালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি।
২ ঘণ্টা আগে