আশরাফউদ্দিন আহমেদ চুন্নু
আর্জেন্টিনার আজ জীবন-মরণ লড়াই। তাদের জিততেই হবে। কোনো বিকল্প নেই। হ্যাঁ, একটা দলের খারাপ দিন আসতেই পারে, তারা হারতে পারে। আর্জেন্টিনার সেই খারাপ দিনটা এসেছে সৌদি আরবের বিপক্ষে। সৌদির কাছে হারায় আর্জেন্টিনা যে মেক্সিকোর কাছে হেরে যাবে, সেটা বিশ্বাস করি না। আশা করি আর্জেন্টিনা জিতবে।
মেক্সিকোকে হারিয়ে পরের পর্বের সম্ভাবনা বাঁচিয়ে রাখবে।
প্রথম ম্যাচে আর্জেন্টিনার হারের বড় কারণ, সৌদি সেদিন আসলেই দুর্দান্ত খেলেছে। তারা ভালো খেলেছে এবং আর্জেন্টিনাকে তাদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি। যখনই তাদের পায়ে বল গেছে, সৌদির ফুটবলাররা নিজেদের উজাড় করে দিয়েছে আক্রমণে। আর্জেন্টাইনদের পায়ে যখনই বল গেছে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে, হাই লাইন ডিফেন্সে মাঠটাকে এত ছোট করে নিয়ে এসেছে যে মেসিদের প্রেসই করতে দেয়নি। জায়গা বের করে খেলতে দেয়নি। এ কারণেই আর্জেন্টিনাকে হারতে হয়েছে। আর বারবার সৌদির অফসাইড ফাঁদে পা দিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোল বাতিল হয়েছে অফসাইডে। তিন নম্বর যে গোলটা বাতিল হয়েছে, সেটা তো প্রযুক্তি ছাড়া সাদা চোখে বোঝাই যেত না যে অফসাইড হয়েছে। এখন তাই বলে শেষ ম্যাচে আর্জেন্টিনা খারাপ খেলেছে বলে পরের ম্যাচটা ভালো খেলবে না, সেটা বিশ্বাস করি না। বিশ্বাস করি, আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে। প্রতিদিন যেমন নতুন করে সূর্যোদয় হয়, ঠিক সেভাবে বিশ্বকাপে আর্জেন্টিনা নতুন করে ফিরে আসবে।
আমি বলব না সৌদির বিপক্ষে আর্জেন্টিনা তাদের অতি আত্মবিশ্বাসের কারণে হেরেছে। আমার কাছে বেশ ক্লান্ত মনে হয়েছে দলটাকে। একটা কারণ হতে পারে, খেলাটা হয়েছে কাতারের সময় দুপুর একটায়। সে সময় প্রচণ্ড গরম থাকে কাতারে। তখন হয়তো তারা ক্লান্ত হয়ে পড়েছিল। অনেকেই বলছে, ছোট দলকে পাত্তা দেয়নি বলে আর্জেন্টিনা হেরেছে, এটা কোনো কারণই হতে পারে না। একজন খেলোয়াড় যখন মাঠে নামে তখন সব সময় সব দলের বিপক্ষে সিরিয়াস থাকে। খেলোয়াড়দের দেখে অনেকে ভাবে অন্য দলের খেলোয়াড়কে পাত্তা দেওয়া হচ্ছে না। আসলে তা নয়। সব মিলিয়েই আর্জেন্টিনার আসলে সেদিন একটা খারাপ সময় গেছে।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
তবে মেক্সিকোর বিপক্ষে একটা সুবিধা হচ্ছে মেক্সিকোও লাতিন আমেরিকার দেশ। আর্জেন্টিনা-মেক্সিকো দুই দলই একে অপরকে ভালোভাবে জানে। পরিসংখ্যান কিংবা দলীয় শক্তিতে আর্জেন্টিনাই এগিয়ে ছিল, এগিয়ে থাকবে। একটা ম্যাচ হেরে হয়তো তাদের নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কিন্তু আর্জেন্টিনা নিজেদের উজাড় করে মেক্সিকোকে হারিয়ে তাদের সম্ভাবনাটা বাঁচিয়ে রাখবে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আর্জেন্টিনার আজ জীবন-মরণ লড়াই। তাদের জিততেই হবে। কোনো বিকল্প নেই। হ্যাঁ, একটা দলের খারাপ দিন আসতেই পারে, তারা হারতে পারে। আর্জেন্টিনার সেই খারাপ দিনটা এসেছে সৌদি আরবের বিপক্ষে। সৌদির কাছে হারায় আর্জেন্টিনা যে মেক্সিকোর কাছে হেরে যাবে, সেটা বিশ্বাস করি না। আশা করি আর্জেন্টিনা জিতবে।
মেক্সিকোকে হারিয়ে পরের পর্বের সম্ভাবনা বাঁচিয়ে রাখবে।
প্রথম ম্যাচে আর্জেন্টিনার হারের বড় কারণ, সৌদি সেদিন আসলেই দুর্দান্ত খেলেছে। তারা ভালো খেলেছে এবং আর্জেন্টিনাকে তাদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি। যখনই তাদের পায়ে বল গেছে, সৌদির ফুটবলাররা নিজেদের উজাড় করে দিয়েছে আক্রমণে। আর্জেন্টাইনদের পায়ে যখনই বল গেছে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে, হাই লাইন ডিফেন্সে মাঠটাকে এত ছোট করে নিয়ে এসেছে যে মেসিদের প্রেসই করতে দেয়নি। জায়গা বের করে খেলতে দেয়নি। এ কারণেই আর্জেন্টিনাকে হারতে হয়েছে। আর বারবার সৌদির অফসাইড ফাঁদে পা দিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোল বাতিল হয়েছে অফসাইডে। তিন নম্বর যে গোলটা বাতিল হয়েছে, সেটা তো প্রযুক্তি ছাড়া সাদা চোখে বোঝাই যেত না যে অফসাইড হয়েছে। এখন তাই বলে শেষ ম্যাচে আর্জেন্টিনা খারাপ খেলেছে বলে পরের ম্যাচটা ভালো খেলবে না, সেটা বিশ্বাস করি না। বিশ্বাস করি, আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে। প্রতিদিন যেমন নতুন করে সূর্যোদয় হয়, ঠিক সেভাবে বিশ্বকাপে আর্জেন্টিনা নতুন করে ফিরে আসবে।
আমি বলব না সৌদির বিপক্ষে আর্জেন্টিনা তাদের অতি আত্মবিশ্বাসের কারণে হেরেছে। আমার কাছে বেশ ক্লান্ত মনে হয়েছে দলটাকে। একটা কারণ হতে পারে, খেলাটা হয়েছে কাতারের সময় দুপুর একটায়। সে সময় প্রচণ্ড গরম থাকে কাতারে। তখন হয়তো তারা ক্লান্ত হয়ে পড়েছিল। অনেকেই বলছে, ছোট দলকে পাত্তা দেয়নি বলে আর্জেন্টিনা হেরেছে, এটা কোনো কারণই হতে পারে না। একজন খেলোয়াড় যখন মাঠে নামে তখন সব সময় সব দলের বিপক্ষে সিরিয়াস থাকে। খেলোয়াড়দের দেখে অনেকে ভাবে অন্য দলের খেলোয়াড়কে পাত্তা দেওয়া হচ্ছে না। আসলে তা নয়। সব মিলিয়েই আর্জেন্টিনার আসলে সেদিন একটা খারাপ সময় গেছে।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
তবে মেক্সিকোর বিপক্ষে একটা সুবিধা হচ্ছে মেক্সিকোও লাতিন আমেরিকার দেশ। আর্জেন্টিনা-মেক্সিকো দুই দলই একে অপরকে ভালোভাবে জানে। পরিসংখ্যান কিংবা দলীয় শক্তিতে আর্জেন্টিনাই এগিয়ে ছিল, এগিয়ে থাকবে। একটা ম্যাচ হেরে হয়তো তাদের নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কিন্তু আর্জেন্টিনা নিজেদের উজাড় করে মেক্সিকোকে হারিয়ে তাদের সম্ভাবনাটা বাঁচিয়ে রাখবে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
প্রায় ৩ বছর পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে এই ছয় ম্যাচ।
৮ মিনিট আগেপ্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
১ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের অভিষেকটা হয়েছে দুর্দান্ত। লাহোর কালান্দার্সের জার্সিতে পরশু ৪ ওভারে ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। এক দিন পর আজ আবার লাহোরের ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস।
২ ঘণ্টা আগেবিসিবির মাঠে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ না পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে অসন্তোষ।। বিসিবির মাঠকর্মীদের আচরণ ও অনুশীলনে বাধা দেওয়ার অভিযোগ শোনা যায় প্রায়ই। কখনো অনুমতি ছাড়াই অনুশীলন থামিয়ে দেওয়া, কখনোবা আগে থেকেই অনুশীলন করতে আসা ক্রিকেটারদের ফেরত পাঠানো হয়।
৩ ঘণ্টা আগে