Ajker Patrika

বাংলাদেশ কি জেতার আগ্রহ হারিয়ে ফেলেছে?

হাসান মাসুদ
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২৩: ৫৯
বাংলাদেশ দল ধারাবাহিক ব্যর্থ হচ্ছে ওয়ানডেতে। ফাইল ছবি
বাংলাদেশ দল ধারাবাহিক ব্যর্থ হচ্ছে ওয়ানডেতে। ফাইল ছবি

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল বাংলাদেশের সামনে লক্ষ্যটা খুব সহজ ছিল। ৩০০ বলে ১৯১ রান করলেই তারা জিতে যায়। এই লক্ষ্যে খেলতে নেমে তারা যদি এক রান, দুই রান করেও নিত, কোনো লফটেড শট না খেলত, তাহলে কিন্তু তারা খুব সহজে জিতে নিত ম্যাচটি। কিন্তু তাদের ভেতরে কেন যেন অহেতুক তাড়াহুড়ো লক্ষ করলাম। তারা চার-ছক্কা মারার চেষ্টা করেছে। এসবের দরকার ছিল না।

এ কারণে শেষ পর্যন্ত ৮১ রানে হেরে গেল বাংলাদেশ। এমন হার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনোভাবেই মানতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার তো মনে হয়, ভারতের মেয়েদের কাছেও বাংলাদেশ পুরুষ দল হেরে যাবে! আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে খেলল, সেটা দেখে এমনই মনে হয়েছে আর কি। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ৩০০ বলে ১৯১ রান দরকার ছিল। সেখানে রশিদ খান ১৭ রানে ৫ উইকেট নিয়েছে। রশিদ খান বাংলাদেশের শেষ চার ব্যাটারকে ফিরিয়েছেন। টপ অর্ডার ব্যাটাররাই যেখানে হতাশ করেছেন, সেখানে লোয়ার অর্ডারদের কাছে তো ভালো কিছু আশা করতে পারি না।

রশিদ কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের কাছে নতুন কেউ নয়। তিনি এর আগে বিপিএলে অনেক ম্যাচ খেলেছে। আমরা যদি রশিদ খানের খুব সাবধানে খেলে তাঁর ১০ ওভার থেকে কোনো রান না-ও করতাম, তা-ও ২৪০ বল ছিল আমাদের হাতে। এই সমীকরণেও অনায়াসে ম্যাচটা জেতা যেত। আমার কেন যেন মনে হয়েছে বাংলাদেশ আসলে জয়ের আগ্রহটাই হারিয়ে ফেলেছে! এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে যে কীভাবে ওয়ানডে ম্যাচ জেতা যায়। আবুধাবিতে ১৯০ রান—এটা ওই ভেন্যুতে প্রথম ইনিংসে কোনো দলের সর্বনিম্ন স্কোর ছিল। এরপরও বাংলাদেশ ৮১ রানে হেরেছে। এমন পরিস্থিতিতে দল পুনর্গঠন করতে হবে। কোচকে আরও ট্যাকটিসিয়ান হতে হবে। কোচের বলে দেওয়া উচিত ছিল যে ব্যাটাররা যেন এক-দুই রান করে নেয়।

লেখক: অভিনেতা ও সাবেক ক্রীড়া সাংবাদিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুরু থেকে শেষ: হংকংয়ের মাটিতে বাংলাদেশের ড্র

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতে আত্মহত্যা করা পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বলে তদন্ত কর্মকর্তারও আত্মহত্যা, রেখে গেলেন তিন পাতার ‘সুইসাইড নোট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত