হাসান মাসুদ
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল বাংলাদেশের সামনে লক্ষ্যটা খুব সহজ ছিল। ৩০০ বলে ১৯১ রান করলেই তারা জিতে যায়। এই লক্ষ্যে খেলতে নেমে তারা যদি এক রান, দুই রান করেও নিত, কোনো লফটেড শট না খেলত, তাহলে কিন্তু তারা খুব সহজে জিতে নিত ম্যাচটি। কিন্তু তাদের ভেতরে কেন যেন অহেতুক তাড়াহুড়ো লক্ষ করলাম। তারা চার-ছক্কা মারার চেষ্টা করেছে। এসবের দরকার ছিল না।
এ কারণে শেষ পর্যন্ত ৮১ রানে হেরে গেল বাংলাদেশ। এমন হার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনোভাবেই মানতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার তো মনে হয়, ভারতের মেয়েদের কাছেও বাংলাদেশ পুরুষ দল হেরে যাবে! আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে খেলল, সেটা দেখে এমনই মনে হয়েছে আর কি। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ৩০০ বলে ১৯১ রান দরকার ছিল। সেখানে রশিদ খান ১৭ রানে ৫ উইকেট নিয়েছে। রশিদ খান বাংলাদেশের শেষ চার ব্যাটারকে ফিরিয়েছেন। টপ অর্ডার ব্যাটাররাই যেখানে হতাশ করেছেন, সেখানে লোয়ার অর্ডারদের কাছে তো ভালো কিছু আশা করতে পারি না।
রশিদ কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের কাছে নতুন কেউ নয়। তিনি এর আগে বিপিএলে অনেক ম্যাচ খেলেছে। আমরা যদি রশিদ খানের খুব সাবধানে খেলে তাঁর ১০ ওভার থেকে কোনো রান না-ও করতাম, তা-ও ২৪০ বল ছিল আমাদের হাতে। এই সমীকরণেও অনায়াসে ম্যাচটা জেতা যেত। আমার কেন যেন মনে হয়েছে বাংলাদেশ আসলে জয়ের আগ্রহটাই হারিয়ে ফেলেছে! এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে যে কীভাবে ওয়ানডে ম্যাচ জেতা যায়। আবুধাবিতে ১৯০ রান—এটা ওই ভেন্যুতে প্রথম ইনিংসে কোনো দলের সর্বনিম্ন স্কোর ছিল। এরপরও বাংলাদেশ ৮১ রানে হেরেছে। এমন পরিস্থিতিতে দল পুনর্গঠন করতে হবে। কোচকে আরও ট্যাকটিসিয়ান হতে হবে। কোচের বলে দেওয়া উচিত ছিল যে ব্যাটাররা যেন এক-দুই রান করে নেয়।
লেখক: অভিনেতা ও সাবেক ক্রীড়া সাংবাদিক
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল বাংলাদেশের সামনে লক্ষ্যটা খুব সহজ ছিল। ৩০০ বলে ১৯১ রান করলেই তারা জিতে যায়। এই লক্ষ্যে খেলতে নেমে তারা যদি এক রান, দুই রান করেও নিত, কোনো লফটেড শট না খেলত, তাহলে কিন্তু তারা খুব সহজে জিতে নিত ম্যাচটি। কিন্তু তাদের ভেতরে কেন যেন অহেতুক তাড়াহুড়ো লক্ষ করলাম। তারা চার-ছক্কা মারার চেষ্টা করেছে। এসবের দরকার ছিল না।
এ কারণে শেষ পর্যন্ত ৮১ রানে হেরে গেল বাংলাদেশ। এমন হার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনোভাবেই মানতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার তো মনে হয়, ভারতের মেয়েদের কাছেও বাংলাদেশ পুরুষ দল হেরে যাবে! আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে খেলল, সেটা দেখে এমনই মনে হয়েছে আর কি। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ৩০০ বলে ১৯১ রান দরকার ছিল। সেখানে রশিদ খান ১৭ রানে ৫ উইকেট নিয়েছে। রশিদ খান বাংলাদেশের শেষ চার ব্যাটারকে ফিরিয়েছেন। টপ অর্ডার ব্যাটাররাই যেখানে হতাশ করেছেন, সেখানে লোয়ার অর্ডারদের কাছে তো ভালো কিছু আশা করতে পারি না।
রশিদ কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের কাছে নতুন কেউ নয়। তিনি এর আগে বিপিএলে অনেক ম্যাচ খেলেছে। আমরা যদি রশিদ খানের খুব সাবধানে খেলে তাঁর ১০ ওভার থেকে কোনো রান না-ও করতাম, তা-ও ২৪০ বল ছিল আমাদের হাতে। এই সমীকরণেও অনায়াসে ম্যাচটা জেতা যেত। আমার কেন যেন মনে হয়েছে বাংলাদেশ আসলে জয়ের আগ্রহটাই হারিয়ে ফেলেছে! এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে যে কীভাবে ওয়ানডে ম্যাচ জেতা যায়। আবুধাবিতে ১৯০ রান—এটা ওই ভেন্যুতে প্রথম ইনিংসে কোনো দলের সর্বনিম্ন স্কোর ছিল। এরপরও বাংলাদেশ ৮১ রানে হেরেছে। এমন পরিস্থিতিতে দল পুনর্গঠন করতে হবে। কোচকে আরও ট্যাকটিসিয়ান হতে হবে। কোচের বলে দেওয়া উচিত ছিল যে ব্যাটাররা যেন এক-দুই রান করে নেয়।
লেখক: অভিনেতা ও সাবেক ক্রীড়া সাংবাদিক
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
২৪ মিনিট আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
২৮ মিনিট আগেহংকংয়ের বিপক্ষে ড্রয়ের পরপরই বাংলাদেশের চোখ চলে যায় ভারত-সিঙ্গাপুর ম্যাচের দিকে। ভারত জিতলেই মূলপর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকত। ঘরের মাঠে ভারত এগিয়েও যায়। কিন্তু সেই আশা চিরতরে নিভিয়ে দেয় সিঙ্গাপুর। গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সেই সঙ্গে ভারতের পাশাপাশি বিদায় ঘণ্টা বেজে
৩৪ মিনিট আগেইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল আফগানিস্তান। মাঝের ওভারে ধাক্কা খেলেও সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৯৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে হাশমতউল্লাহ শাহিদির দল। অর্থাৎ সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৯৪ রান।
২ ঘণ্টা আগে